Breaking Bharat: ঘুরতে বেড়াতে ভালোবাসেন আপনি? বিদেশ মানেই কি যশ চোপড়ার প্রিয় ডেসটিনেশন মাথায় ঘোরে? তাহলে তো আপনার পছন্দের তালিকায় সবার আগে সিঙ্গাপুরের নাম থাকবেই। কি সুন্দর দেখতে দেশটাকে, এক ঝলক দেখেই ঠিক এই কথাটাই মাথায় আসবে আপনার। কিন্তু এত ধনী হল কি করে এই প্রশ্ন আসতেই পারে আপনার মনে। আপনি হয়তো সিঙ্গাপুরের (Singapore) চাকচিক্য দেখে এর ভেতরে কী আছে তা জানতে আগ্রহী হবেন।
আজ চলুন সিঙ্গাপুরের সঙ্গে পরিচয় টা ভালোভাবে সেরে নেওয়া যাক। দেশটির আকার মাত্র ৭২৮ বর্গ কিলোমিটার। বুঝতেই পারছেন দেশ আয়তনে খুব একটা বড় নয়। অনেকেই বলেন দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ভ্রমণে খুব একটা বেশি খরচ বা পরিশ্রম করতে হয় না আপনাকে। কারণ হিসেবে বলা হয় নাকি পায়ে হেঁটেই গোটা দেশ ঘুরে ফেলতে পারেন আপনি সহজেই (tour the whole country)। অথচ এই দেশের জনবসতি সম্পর্কে আপনি ভাবতেই পারবেন না।এমন ছোট দেশে, ৫৭ লক্ষ মানুষ বাস করে।
অর্থাত, প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ৮ হাজার মানুষ বাস করে। আপনি যদি ভেবে থাকেন বাংলাদেশ ঘনবসতিপূর্ণ তাহলে জানাই সিঙ্গাপুরের জনসংখ্যা বাংলাদেশের থেকে প্রায় ৮ গুণ বেশি। আসলে কি জানেন কোন জায়গায় যদি আপনাকে টাকা খরচ করে ঢুকতে হয় তাহলে সেই জায়গাকে নোংরা করার আগে আপনাকে দুবার ভাবতে হবে। এটা অবশ্যই আমরা নই হিউম্যান সাইকোলজি বলছে। আর সিঙ্গাপুরে বিভিন্ন জায়গায় প্রবেশ করতে পকেটের রেস্ত খসাতে হয়। তার উপর আছে ফাইন এর বন্যা। তাই খানিকটা বাধ্য হয়ে আপনাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে চারপাশ।
আরো পড়ুন- Finger print : সবার হাতের ছাপ মানে ফিঙ্গার প্রিন্ট এক হয় না কেন?
সিঙ্গাপুর কে কোন দিক থেকে উন্নত মনে হয়?
এবার একটু ব্যাবসায়িক দিক নিয়ে ভাবা যাক (Regarding business in Singapore)। সিঙ্গাপুর কে কোন দিক থেকে উন্নত মনে হয়? সিঙ্গাপুরে ব্যবসা ও আয়কর সংক্রান্ত আইনি খুব একটা জটিলতা নেই, অর্থাৎ আইন সহজ।
আরো পড়ুন- Surrogacy: সারোগেসি কী? এই পদ্ধতিতে কীভাবে সন্তান ধারণ সম্ভব?
আরো পড়ুন- Smart Phone: মোবাইল ফোন কোথায় বেশি নিরাপদ ও স্বাস্থ্য ঝুঁকি কম হয়? পকেটে নাকি হাতে?
আর হ্যাঁ সিঙ্গাপুরের পাসপোর্ট ব্যবস্থা (Singapore passport system) বেশ শক্তিশালী। একটু খোলসা করে বলতে গেলে, ভারতবর্ষে টাকা লেনদেন করার ক্ষেত্রে নানা রকমের নিয়মের জটিলতা আছে। কিন্তু সিঙ্গাপুরের বৈদেশিক লেন-দেন ও স্থানীয় লেন-দেন একই রকম সহজ (Singapore has become rich)।
- আজ চলুন সিঙ্গাপুরের সঙ্গে পরিচয় টা ভালোভাবে সেরে নেওয়া যাক।
- সিঙ্গাপুরে ব্যবসা ও আয়কর সংক্রান্ত আইনি খুব একটা জটিলতা নেই
- ধীরে ধীরে বিত্তশালী হয়ে উঠছে সিঙ্গাপুর।
আপনি ভাবুন ভারতে একটি ব্যবসা করতে গেলে রেজিস্ট্রেশনে কত সময় লাগে। আর সেখানে কাউন্টারের সামনে লাইনে দাঁড়িয়ে সিঙ্গাপুরে রেজিস্ট্রেশন হয়ে যায় এতটাই সহজ প্রক্রিয়া। আপনি কি জানেন আপনার সিঙ্গাপুরে ব্যাংক একাউন্ট খোলার প্রয়োজন হলে সে দেশের থাকার বা সেখানে গিয়ে একাউন্ট খোলার প্রয়োজন নেই (open a bank account in Singapore)। পৃথিবীর যে কোন প্রান্ত থেকেই কাজটি আপনি করতে পারবেন।
আরো পড়ুন- বাসে বা ট্রেনে ভ্রমণ করেও ক্লান্ত হয়ে পড়ছেন তাড়াতাড়ি? অবহেলা করবেন না!
কোন ঝামেলা নেই, সহজে ব্যবসা করা যায়, ব্যাঙ্কিং পরিষেবা ভালো ,কাজ দ্রুত হয় সব মিলিয়ে বিশ্বের বিভিন্ন দেশ ব্যবসার জন্য সিঙ্গাপুর বেছে নেয়। আর এইসব কারণের জন্যই ধীরে ধীরে বিত্তশালী হয়ে উঠছে সিঙ্গাপুর।