Breaking Bharat (abortion): সন্তান ধারণে সমস্যা! সন্তান ধারণ করা সত্ত্বেও বারবার তা নষ্ট হয়ে যাওয়ার মত ঘটনা সম্মুখীন হয়েছেন আপনি?
কথা বলে ঈশ্বরের আশীর্বাদ হলো সন্তান। বিজ্ঞান বলে নারী পুরুষের মিলনে নতুন মানুষের আগমন ঘটে পৃথিবীর বুকে । তবে এটা শুধুমাত্র মানুষ কেন জীবজগতের অন্যান্য প্রাণিকুলের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। কিন্তু মানুষ সচেতন এবং যুক্তি দিয়ে সবকিছুকে বোঝার ক্ষমতা বেশি (after abortion pregnancy is possible)।
সন্তান ধারণ করার পরও মিস ক্যারেজ বা গর্ভপাত?
তাই কোন ঘটনা বা দুর্ঘটনা যদি জীবনে ঘটে তাকে সমান দেওয়ার চেষ্টা এবং সেটা কেন ঘটলো তার কারণ খুঁজে বের করতে পারে একমাত্র মানুষই। এতগুলো কথা বলার কারণ একটাই। অনেকের ক্ষেত্রেই দেখা যায় সন্তান ধারণ করার পরও মিস ক্যারেজ বা গর্ভপাতের ঘটনা ঘটছে বারবার। কিন্তু কেন এমন হয়? এর সম্পর্কে কোন বেসিক আইডিয়া আছে কি?
আজকের এই প্রতিবেদনে দুটি শব্দের সঙ্গে পরিচয় করাবো আপনাদের। মোলার প্রেগনেন্সি আর এক্টোপিক প্রেগনেন্সি । অনেকে খুব তাড়াতাড়ি সন্তান ধারণ করতে চান, কখনো পারিবারিক চাপে আবার কখনো মনে হয় এখন না করলে সময় চলে যাবে আর পরে সুযোগ মিলবে না।
মিসকারেজ হল একটি ভ্রূণের স্বতঃস্ফূর্ত মৃত্যু:
আবার বিপরীত ঘটনা লক্ষ্য করা যায় অনেক মেয়ের মধ্যেই। কাজের চাপে তারা এতটাই ব্যস্ত তাই সবার আগে ক্যারিয়ারকে সাজিয়ে গুছিয়ে নিয়ে উঠতে চান। যাতে যে মানুষকে এই পৃথিবীর আলো দেখাবেন তার ভবিষ্যতে কোনও সমস্যা না হয়। তবে দুটো ক্ষেত্রেই কিন্তু রিস্ক ফ্যাক্টর যথেষ্ট রয়েছে।
আরো পড়ুন – ‘বান্ধবীর সঙ্গে যৌন সম্পর্ক’ স্থাপন করে মারাত্মক অপরাধ করলেন ‘হলিউড অভিনেতা চার্লি সিন’!
প্রথমেই আপনাকে জানিয়ে রাখি মিসকারেজ ব্যাপারটা হল একটি ভ্রূণের স্বতঃস্ফূর্ত মৃত্যু আর সেটা গর্ভকালীন সময়ের কুড়ি তম সপ্তাহের আগে অর্থাৎ পাঁচ মাসের আগে হয় । পাঁচ মাসের পরে গর্ভাবস্থায় বাচ্চার মৃত্যু হলে সেক্ষেত্রে মৃত সন্তান প্রসব করা হয়েছে বলে ধরে নেওয়া হয় (signs of infertility after abortion)।
মায়ের সমস্যা হলে সন্তান প্রসবের আগেই বড় দুর্ঘটনা :
অনেকের ক্ষেত্রেই দেখা যায় ভ্রুণ বেঁচে থাকতে পারেনা ফলে গর্ভপাত করাতেই হয়। এক্ষেত্রে কয়েকটা বিষয় যেমন অতিরিক্ত পরিশ্রম হাই রেস্ট প্রেগনেন্সি এই সব কিছু থাকলে বারবার শারীরিক মিলন করা উচিত নয়। একজন মহিল ার মিসক্যারেজের কারণ একেক রকমের হয় (Abortion to conceive a child)।
আরো পড়ুন – food crisis : বিশ্ব জুড়ে বাড়ছে ‘খাবারের জন্য হাহাকার’! লড়াই ‘শুধু দুবেলা পেট ভরানোর’ জন্য!
কমন কিছু রিস্ক ফ্যাকচার হলো অতিরিক্ত ওজন বা স্মোকিং এর অভ্যাস ইত্যাদি। অনেক ক্ষেত্রে মায়ের ইউট্রাস বা সারভিক্সে কোন সমস্যা থাকলে এই ধরনের ঘটনা ঘটতে পারে। ডায়াবেটিস বা থাইরয়েড নিয়ে মায়ের সমস্যা হলে সন্তান প্রসবের আগেই বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকে যায়।
এক্টোপিক প্রেগনেন্সি বলতে জরায়ুর বাইরে গর্ভধারণ:
এই প্রতিবেদনের শুরুতে দু ধরনের প্রেগনেন্সির কথা বলেছিলাম আপনাকে। তাহলে শুরুতেই জানা যাক কাকে বলে মোলার প্রেগনেন্সি? আসলে এটি গর্ভাবস্থার এমন এক ধরনের বিরল জটিলতা যার কারণ হল ট্রফোব্লাস্টের অস্বাভাবিক বৃদ্ধি। চিকিৎসা বিজ্ঞান বলে এই ধরনের কোষগুলো সাধারণত প্লাসেন্টায় বিকাশিত হয়ে থাকে।
আরো পড়ুন – diet for child : ‘শিশুর খাওয়া দাওয়া’ নিয়ে চিন্তিত! শিশুদের কি ধরনের খাবার দেওয়া উচিত?
আবার অন্যদিকে এক্টোপিক প্রেগনেন্সি বলতে জরায়ুর বাইরে গর্ভধারণ বোঝানো হয়। সেক্ষেত্রে নিষিদ্ধ ডিম্বাণু যে কোন জায়গায় নিজেকে স্থাপন করতে পারে। কোনো কোনো ক্ষেত্রে ফ্যালোপিয়ান টিউবে, আবার কখনও ডিম্বাশয়ে হয়ে থাকে। তবে ডাক্তারদের মতে এরকম সমস্যা হলে খুব তাড়াতাড়ি সমাধান করে ফেলা উচিত তা না হলে নারীর জীবন সংশয় হতে পারে (scared of getting pregnant after abortion)।
আরো পড়ুন – ‘মহিলাদের সঙ্গে সেক্স’ নিয়ে আলোচনা! অন্যদিকে ‘সেক্সের গল্প’ শুনতে কি ভালো লাগে?
ফ্যালোপিয়ান টিউব ফেটে যেতে পারে বা ইন্টারনাল ব্লিডিং হতে পারে । এরপরে ভবিষ্যতে ওই মহিলা আর মা নাও হতে পারেন। খুব তাড়াতাড়ি বিয়ের পরই ঝুঁকি নিয়ে মা হওয়ার চেষ্টা করবেন না। আবার দেরিতে বিয়ে হয়েছে বলেই বা নিজের কাজের স্বার্থে মাতৃত্বের স্বাদ দেরিতে অনুভব করবেন এই সিদ্ধান্তে না যাওয়াই ভালো।
সেক্ষেত্রে আমরা পরামর্শ দিব যে কোন সমস্যায় বা জিজ্ঞাসায় অবিলম্বে গাইনোকোলজিস্ট এর পরামর্শ নিন এবং সেই মতো নিজের জীবন সুস্থ ভাবে বাঁচুন।