Breaking Bharat: পাহাড় ঘুরতে যাচ্ছেন? পকেট সামলে, আরও দামি সিমলা আর মানালির হোটেল (shimla manali tour)! আর বরফ আর প্রাকৃতিক সৌন্দর্যের মিশেল সিমলা আর মানালির প্রতি ঝোঁক বাড়ছে প্রতিমুহূর্তে। হবে নাই বা কেন? এটাই তো আসল ব্যাপার যে ভূখণ্ডে থেকেও স্বর্গকে ছুঁতে চায় এই মন।
তাই তো বারবার করে হিমালয়ে অংশকে খুঁজতে চেষ্টা করা। কিন্তু সমস্যা হল বাজেট। কোনও মতে বেড়াতে যাওয়ার টিকিট কাটা হলেও থাকা খাওয়া নিয়ে সমস্যায় পড়েন পর্যটকরা। যা দাম! প্ল্যানিং এর আগে একবার রেট চার্ট দেখে নিন (shimla kullu manali tour guide)।
সিমলা,মানালিতে এখন পর্যটকদের ভিড়? (Shimla and Manali):
যারা ঘুরতে বেড়াতে ভালবাসেন তারা বছরের ৩৬৫ দিনই কিছু না কিছু করে বেড়াতে যাওয়ার প্ল্যানিং করতে থাকেন । কিন্তু করোনা কালে এই প্ল্যানিং কার্যত স্থগিত রাখতে হয়ে ছিল। কিন্তু অতিমারির দাপট সামান্য কমতে না কমতেই ফের ঘুরে বেড়ানর পোকা মাথা চাড়া দিয়েছে বটে।
অন্তুত উইকেন্ড আর ছুটির দিনে যেভাবে উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে বিভিন্ন টুরিস্ট স্টেশনে তাতেই বোঝা যাচ্ছে, যে চেনা জীবনের রুটিন থেকে বাইরে বেরিয়ে কিছু করতে চাওয়া বা ঘুরতে যাওয়া কতটা প্রয়োজনীয় বলে মনে করেন নিত্য দিন জীবনের সঙ্গে লড়াই করতে থাকা মানুষেরা। ডেসটিনেশন যাই হোক পাহাড়ের প্রতি একটা আলাদা টান আকর্ষণ সবার থাকে।
সিমলা থেকে মানালি (shimla manali tour package):
কোনও জায়গার দাম বেশি হয় তার সম্পদ আর চাহিদার কারণে। সিমলা এবং মানালি এই দুটো জায়গাতেই এই দুই এর খোঁজ মেলে। সাদা আর সবুজের বাহার, মন ভালো করা পরিবেশ পর্যটকদেরকে যেন বেঁচে থাকার সঞ্জীবনী দেয়। যেহেতু সমতল থেকে অনেকটা উপরে এই স্থান তাই স্বভাবতই খাবার থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে বেশ বেগ পেতে হয়।
কিন্তু যারা কয়েকদিনের জন্য ঘুরতে যাবেন তারা এত কথা শুনবেন কেন? বেস্ট সার্ভিস পেতে চান তারা। স্বভাবতই সব কিছু ঠিক ভাবে হাজির করতে টাকা খরচ করে ম্যানেজ করতে হয় কর্তৃপক্ষকে। সেই টাকা পর্যটকদের কাছ থেকেই তো নিতে হবে, না হলে তাদেরই বা চলবে কি করে! অগত্যা বাড়ছে দাম, চাহিদা আর জোগানের ভারসাম্য বজায় রাখতে (shimla manali tour package price)।
সিমলা ভ্রমণ গাইড (shimla kullu manali tour guide):
ভুললে চলবে না করোনা পরবর্তী সময়ে দেশের অর্থনীতি প্রায় তলানিতে ঠেকে গেছিল। বিভিন্ন রাষ্ট্র কার্যত দেউলিয়া হয়েছে। তবুও ভারত লড়াই করে চলেছে ঘুরে দাঁড়ানর জন্য। ফ্লাইট ঠেকে রেলের টিকিট হোক, বাস ভাড়া ঠেকে যাতায়াত সব কিছুর দামই চাহিদার কারণে বাড়ছে। তাই এটাকে মেনে নিতেই হবে। তবে হ্যাঁ দাম অনুযায়ী পরিষেবা না পেলে অবশ্যই অভিযোগ করতে হবে।
আরো পড়ুন- Poppy Seeds : ভালোবাসার পোস্ত আসলে চক্রান্ত? বাঙালিকে নাকি জোর করে খাওয়ানো হয়েছিল পোস্ত?
কী ভাবছেন, যাবেন কি যাবেন না? আরে এত ভাবার কী আছে? সারা জীবন তো অল্প অল্প সঞ্চয় আর বেশি খরচের ইকুয়েশনে বেঁচে চলেছেন। মাঝে মাঝে স্ট্রাটেজি বদলান। সিমলা-জুব্বারহাট্টি বিমানবন্দর যাওয়ার লক্ষ্য নিয়েই ফেলুন এবার। নিকটতম স্টেশন কালকা, এটি বিভিন্ন রেললাইনের সংযোগ ঘটায় (shimla manali tour package for couple)।
আরো পড়ুন- Best friend’s : অদ্ভুত প্রেম এসেছে জীবনে? বেস্ট ফ্রেন্ডের প্রেমিকের প্রতি আকৃষ্ট হয়েছেন কখনো?
এছাড়াও দিল্লি, চণ্ডীগড়, দেরাদুন এবং কালকার মতো শহর সড়কপথে ভালভাবে সংযুক্ত। মানে এই শহরগুলি থেকে পাহাড়ি স্টেশনগুলিতে যেতে হলে আপনি রাস্তা দিয়ে গাড়ি বুক করে অনায়াসে যেতে পারেন। তবে তাতে হয়তো খরচ খানিকটা বাড়তে পারে বলে মনে করা হয়।
আরো পড়ুন- WWE এর উত্থান কোথা থেকে হলো? মল্লযুদ্ধ কী বাস্তবে হয়? না কি সবটাই কল্পকথা?
কিন্তু যারা এই সব জায়গায় যান সেই পর্যটকরা বলছেন মানালি পৌঁছানোর সবচেয়ে ভালো এবং সাশ্রয়ী উপায় হল সড়কপথ। মানে পকেট ফ্রেন্ডলি দিল্লি থেকে মানালির ৫৪০ কিমি দূরত্ব (shimla and manali distance)। আশা করছি দর্শনীয় স্থান গুলোর কথা আগে থেকে জেনে যাবেন। তাহলে অযথা খরচ হবে না।