Breaking Bharat: কেন ভেঙেছিল জব উই মেট জুটি? করিনা কে নিয়ে কী বলছেন শাহিদ? শাহিদ কাপুর আর করিনা কাপুর এত সুপার কিউট কাপল তাহলে কেন ব্রেকআপ করলেন? আজকে আমরা কথা বলবো তাদের নিয়ে।
সিনেমা মানে দর্শকের আশা আকাঙ্ক্ষা তার প্রিয় জুটিকে ঘিরে তৈরি হয়ে যায়। কিন্তু সেই জুটি যদি ভেঙ্গে যায় তাহলে কিন্তু ফ্যানেদের প্রচন্ড মন খারাপ হয়। এটা আসলে পরীক্ষিত সত্য। যে মানুষের যে দুটিকে পছন্দ তাদের মধ্যে একটা ভালো বন্ধুত্ব কিংবা প্রেম দেখতে পছন্দ করেন ফ্যানেরা।
অনেক ক্ষেত্রে সেটা হয় আবার অনেক ক্ষেত্রে পুরো ব্যাপারটাই পেশাগতভাবে তৈরি হয়। কিন্তু ওই যে সেলিব্রেটি মানেই তাদেরকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেন দর্শকরা। কখনো কখনো কিছু জুটিকে নিয়ে যে চর্চা শুরু হয় তার মধ্যে খানিকটা হলেও বাস্তবতা থাকে।
করিনা কাপুর প্রসঙ্গে মুখ খুললেন শাহিদ:
যেমন ধরুন শাহরুখ খান এবং কাজলের মধ্যে যদি আপনি রোমান্টিক সম্পর্কের চর্চা করেন তাহলে সেটা কেউ বিশ্বাস করবে না। বলিউডের অন্যতম রোমান্টিক কাপড় কিন্তু আসলে খুব ভালো বন্ধু এবং নিজেদেরকে ক্যারিয়ারে কখনো একটা মুহূর্ত আসেনি যখন দুজনে দুজনের প্রতি প্রেম বা আকর্ষণ বোধ করেছেন।
ঠিক সেই কারনে দুজনে দুজনের মতো সুখে সংসার করছেন এবং জুটি হিসেবেও তারা সুপার-ডুপার হিট। এই ব্যতিক্রম তো আপনি অবশ্য বাকিদের ক্ষেত্রে দেখতে পারবেন না যেটা শাহরুখ এবং কাজলের মধ্যে লক্ষ্য করা যায়।
আরো পড়ুন – সোনার আংটি সহজেই ভাগ্য বদলে দিতে পারে কি? সোনা, সকলের সহ্য হয় না, জানেন তো?
আজকে আমরা কথা বলবো শাহিদ কাপুর আর করিনা কাপুর কে নিয়ে। একটা সময় দুজনের গন্তব্য একই ছিল কিন্তু আজ দুটো পথ দুদিকে বেঁকে গেছে। এত সুপার কিউট কাপল কেন ব্রেকআপ করলেন?
উত্তম কুমার সুচিত্রা সেন কিংবা অমিতাভ বচ্চন রেখা, প্রত্যেকের রোমান্টিক অন স্ক্রিন কেমিস্ট্রিতে মিশেছে প্রেমের ছোঁয়া। যদিও এই ক্ষেত্রে একমাত্র ব্যতিক্রম শাহরুখ কাজল সে কথা আমরা আগেই উল্লেখ করেছি। এটার একটা কারণ হতে পারে শাহরুখ খান যখন সিনেমাতে আসেন তখন তিনি বিবাহিত। কাজলের সঙ্গেও অজয় দেবগনের সম্পর্ক গড়ে উঠেছে।
আরো পড়ুন – Honda Dio: বাজার কাঁপাতে আসছে নতুন হোন্ডা ডিও স্কুটার, রয়েছে একাধিক স্মার্ট ফিচার্স! জানেন?
তবে ‘শাহিদ কাপুর এবং করিনা কাপুর‘এর ক্ষেত্রে কিন্তু সেরকম ঘটনা ঘটেনি। দুজনেই একে অন্যের ফার্স্ট লাভ ছিলেন বলে জানা যায়। সম্পর্ক এতটাই তিক্ত যে করিনা আজ আর সাহিদের কথাও মুখে উচ্চারণ করতে চান না।
জুটি বেঁধে ‘জব উই মেট’, ‘ফিদা’, ‘চুপ চুপ কে’র মতো ছবিতে দর্শকের মন জয় করেছিলেন। আজ দুজনেই আলাদা আলাদা সংসার করছেন এবং সন্তানদের নিয়ে তারা সুখেই আছেন। করিনা শাহিদ নিয়ে কথা না বললেও শাহিদ কে একবার ব্রেকআপের পর করিনা সম্পর্কিত প্রশ্ন করা হয়।
আরো পড়ুন – বিশ্বকাপ দেখতে আর পয়সা লাগবে না? কোন পদ্ধতিতে বিনামূল্যে খেলা দেখতে পারবেন আপনি?
অভিনেতাকে জিজ্ঞেস করা হয় তার প্রাক্তনের কোন গুণটি তার সব থেকে প্রিয়। উত্তরে সুপারস্টার জানান যে করিনার মধ্যে প্রথম থেকেই বড় অভিনেত্রী হওয়ার একটা লক্ষণ ছিল। যদি করিনার বরের সঙ্গে দেখা হয় তাহলে কি শাহিদ কথা বলবেন?
বলিউডের কোভিদ সিং জানিয়েছেন একটা সময় সইফ আলি খানের সঙ্গে তিনি রীতিমতো জিম প্র্যাকটিস করতেন। তার থেকে অনেক কিছু শেখার আছে। ব্যাস এইটুকুই এর থেকে বেশি আর কিছু বলতে চাননি ‘উড়তা পাঞ্জাব‘ এর হিরো।
আরো পড়ুন – ফিরছে টলিউডের বস? সুপারস্টার জিৎ কি নতুন ভাবে কামব্যাক করবেন?
একে অন্যের প্রসঙ্গ এভাবে এড়িয়ে যাওয়া কি সম্পর্কের যন্ত্রণার কথা মনে করায়, নাকি দুর্বলতা আজও আছে? এই উত্তর অবশ্যই একান্তই ব্যক্তিগত। কোনদিনই মিডিয়া বা অন্য কারোর পক্ষে তা জানা সম্ভব নয়।