Breaking Bharat: Selling clothes: পরনের পোশাক কিছুদিন পর ব্যবহার করা যায় না ,তখন তাদের ঠাঁই হয় কোথায় ,ডাস্টবিনে না অন্য কোন স্থানে? জীবনধারণের তিনটি প্রধান শর্ত হল অন্য, বস্ত্র এবং বাসস্থান। এই তিন ছাড়া মানুষের জীবন এগিয়ে চলতে পারে না।
এই তিনটে জিনিসের মধ্যে পরনের পোশাক মানে বস্ত্র কিন্তু প্রতিমুহূর্তে পরিবর্তনশীল। মানে ভীষণ তাৎপর্যপূর্ণভাবে যে পোশাক আপনি আজ পরছেন দুদিন পর সেটি আপনার ব্যবহারের অযোগ্য হয়ে উঠবে। সেক্ষেত্রে পুরনো পোশাকের (Old clothes) কোথায় ঠাঁই হয়?
অনেকেই ভালো পোশাক পুরনো হয়ে গেলেও সেটিকে একপাশে তুলে রাখতে পছন্দ করেন। সহজে কাউকে দিয়ে দিতে চান না। অনেকে আবার পোশাক ছিঁড়ে গেলে ন্যাকড়া বা ঘর মোছার ন্যাতা হিসেবেও ব্যবহার করেন। (I do with my old clothes?) এবার যদি আপনাকে বলি একটা দারুন পদ্ধতির কথা, যেটা কাজে লাগালে পুরনো পোশাক থেকে রোজগার করতে পারবেন আপনি! অবাক লাগল?
আরে মশাই গল্প নয় সত্যি, আজকের প্রতিবেদনে সেই বিষয়টি সম্পর্কেই অবগত করব আপনাকে। একদিকে পুরনো কাপড় ঘরে রেখে জায়গা জড়ো করতে হবে না, অন্যদিকে পকেট ভরবে রোজগার করে।(How can I turn my old clothes into cash?)
আসলে কিছু সংস্থা আছে যারা ব্যবহৃত পুরনো কাপড় জামা ক্রয় করেন। তারপর সেগুলোকে একটু মডিফাই করে পুনরায় বিক্রি করেন। বুঝতেই পারছেন এতে দুজনের লাভ, যে সংস্থা কিনছে তারা সেকেন্ড হ্যান্ড বলে অনেকটা কম দামে কিনছেন আর আপনিও বিক্রি করার সময় কিছু টাকা পেয়ে যাচ্ছেন (second hand clothes online shopping)।
এমনিতে ওই জামা কাপড় বাড়িতে থাকলে কিছুই লাভ হতো না আর এখানে কিছু টাকা তো মিলছে। তাই অবশ্যই আপনি লাভের অংক হিসেব করে জামা কাপড় বিক্রি (Selling clothes) করতে চাইবেন। Etashee একটি অনলাইন সাইট যেখানে আপনি আপনার পুরনো কাপড় বিক্রি করতে পাড়বেন। এবং ভালো দাম পেয়ে যাবেন। কারন এটি একটি ফ্যাশন ফোকাসড সাইট আর এর ফলে আপনি পুরনো কাপড় বিক্রি করে নতুন কাপড় কিনতেও পারবেন সহজে।
আরো পড়ুন- Shiva in Kailash : কৈলাসে ভগবান ভোলানাথের বাস? দেবাদিদেব মহেশ্বর সত্যিই কি কৈলাসে থাকেন?
আরো পড়ুন- Barcode or QR : বারকোড কিভাবে বানানো হয় ? বারকোড বা কিউআর কোড স্ক্যান কীভাবে কাজ করে ?
আর আপনি চাইলে এই সাইটটি শুধু পুরনো কাপড় বিক্রির জন্যও ব্যবহার করতে পারেন।দ্বিতীয় এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি পুরনো কাপড় বিক্রি করতে পারেন (You can sell old clothes) তার নাম Elanic । এই সংস্থার একটা বিশেষত্ব আছে। এর স্পেশালিটি হল এখানে আপনি ক্রেতাদের সঙ্গে কোথাও বলতে পারবেন। নিজের জন্য সেকেন্ড হ্যান্ড জামাকাপড় আপনি এখান থেকেও কিনতে পারেন।
ব্যাপারটা বেশ চমৎকার তাই না? অনেকটা ওই প্রাচীনকালের বিনিময় প্রথার মত শুনতে লাগলেও ২০২২ এ এটাই সত্যি এবং ট্রেন্ডিং।