Breaking Bharat: যুগটা বড্ড স্মার্ট হয়ে গেছে, তাই আপনাকে গতির সঙ্গে তাল মেলাতে হবে। গতিময় জীবনের অঙ্ক কষতে হবে আরও দ্রুত। তাই হাতে নয় মেশিনেই গোনাগুনি শুরু। আর এখন থেকেই উঠে এল ক্যালকুলেটর নামক যন্ত্রের নাম। ছোটো থেকেই ক্যালকুলেটর কম বেশি সকলেই ব্যবহার করেছেন। বেসিক ক্যালকুলেটর পরে সায়েন্টিফিক ক্যালকুলেটর। কিন্তু কখনো ভেবে দেখেছেন –
ক্যালকুলেটর কিভাবে এত বড় বড় সংখ্যার হিসেব করে?
কিছু সার্কিট, টাইপিং প্যাড, স্ক্রীন , ব্যাটারি, সোলার প্যানেল এইসব আছে গণনা যন্ত্রে মানে ক্যালকুলেটরে (scientific calculator)। এই যন্ত্রের হিসেব পদ্ধতি মানুষের থেকে আলাদা। আমাদের দুহাতে ১০ টি আঙ্গুল। তাই একক দশক শতক ব্যাপারটা হলেও ডেসিমাল সংখ্যা পদ্ধতির সাথে আমরা অনভস্ত । কিন্তু ক্যালকুলেটর কাজ করে (calculator works) ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক বর্তনীর মাধ্যমে যার শুধু মাত্র দুটো স্টেট অন নাহলে অফ। তাই ক্যালকুলেট কাজ করে বাইনারি সংখ্যা মাধ্যমে (০,১)।
এবার একটু বিস্তারিত ভাবে কার্যপদ্ধতি জানা যাক :
যখন আমরা কোনও সংখ্যা টাইপিং প্যাড ব্যবহার করে লিখি তা স্ক্রীন এ দেখায় । এরপর যোগ , বিয়োগ , গুন বা ভাগ যাই করি না কেন ক্যালকুলেটর পরের সংখ্যার সঙ্গে হিসেব করেই তার উত্তর দেয়। একটা উদাহরণ দিলে হয়তো বুঝতে সুবিধা হবে আপনার। যেমন ১০ এর থেকে ৫ বিয়োগ করতে বলা হলে ক্যালকুলেটর ১০ এর সাথে -৫ যোগ করবে। আবার ১০ এর সাথে ৫ গুন করতে বলা হলে ১০ শূন্যের সাথে ৫ বার নিজেই যোগ হবে। এভাবেই ক্যালকুলেটরে হিসেব নিকেশ হয় (percentage calculator)।
আরো পড়ুন- Einstein brain: ধন দৌলত চুরি এক জিনিস, তাই বলে বিজ্ঞানী আইনস্টাইনের ব্রেইন চুরি? এও সম্ভব?
আরো পড়ুন- Hemorrhoids Treatment: কোষ্ঠকাঠিন্য রোগে ভোগেন? মলদ্বার দিয়ে রক্ত পড়ছে? অর্শ হয় নি তো?
আরো পড়ুন- Brainwashed Symptoms : মগজ ধোলাই মনে আছে? সেটাই কি এখন নাম পাল্টে হয়েছে ব্রেন ওয়াশ?
ক্যালকুলেটরে যোগ, বিয়োগ, গুণ , ভাগ কী করে হয়?
এসবের জন্য আলাদা লজিক গেট এর দরকার যা আসলে কিছু ট্রানজিস্টর এর দ্বারা বানানো তড়িৎ বর্তনী। আমরা যখন কোনো ডেসিমেল নম্বর এর হিসেব ক্যালকুলেটরে দিয়ে দিই, তখন গণনা যন্ত্রটি তা প্রথমে বাইনারি তে নিয়ে যায়। হিসেব করার পর প্রাপ্ত ফল আবার ডেসিমেলে ডিসপ্লেতে দেখায় (math calculator)।ক্যালকুলেটরে প্রতিটি ডিজিট দেখানোর জন্যে স্ক্রীনে সাত টি ছোট ছোট এলইডি থাকে। যার প্রয়োজনীয় পার্ট জ্বলে উঠে স্ক্রীনে ডেসিমাল সংখ্যা দেখায়। তাহলে একটা বেসিক আইডিয়া পাওয়া গেল তো?