Breaking Bharat: ভাইরাল ডান্সার স্বপ্না চৌধুরী (Sapna Choudhary) বাড়ি বন্ধক রেখে বাবার চিকিৎসা করিয়েছেন? জানেন আজ তার বাড়িতে কাঁড়ি কাঁড়ি টাকা! ইচ্ছে থাকলে উপায় হয়। পরিশ্রম করতে পারলে জীবনে সাফল্যের হাসি হাসা যায়। লড়াই করাটা খুব একটা সহজ হয় না। কিন্তু মনে যদি বিশ্বাস থাকে আর ইচ্ছে যদি খাঁটি হয়, উদ্দেশ্য অবশ্যই তার গন্তব্য পায়।
আজকের প্রতিবেদনে যে মেয়েটির কথা বলা হবে সাধারণ ঘরের সেই মেয়েটি একটা সময় প্রাণ পাত করেছে তার বাবাকে বাঁচানোর জন্য। ভাগ্যবিধাতা অলক্ষ্যে বোধহয় হেসেছেন আর বলেছেন সবুরে মেওয়া ফলে। আর তাই সেদিনের ৩০০০ টাকায় নাচের শো করতে থাকা মেয়েটা আজ ৫০ কোটির মালিক (sapna choudhary dance)। বিস্ময় আর আগ্রহে থমকে যেতে হয়।
স্বপ্না চৌধুরী নামটা ভীষণভাবে চেনা (Sapna Choudhary):
নামটা সবার চেনা। আজকের যুগে যারাই সোশ্যাল মিডিয়ায় অর্থাৎ youtube বা facebook কিংবা টুইটার বা ইনস্টাতে প্রতিমুহূর্তে নিজেদের এবং অন্যের আপডেট খোঁজ করেন, তাদের কাছে স্বপ্না চৌধরি নামটা ভীষণভাবে চেনা। কারণ এই মুহূর্তে তিনি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গেছেন তার একটি নাচের জন্য। ‘
আরো পড়ুন – Married for free : বিয়ের জন্য ফালতু টাকা নষ্ট ? তাহলে বিনা পয়সায় বিয়ে করার সুবিধা পেতে চান?
গল্পটা সহজ ছিল না। উত্তরপ্রদেশের ছোট গ্রাম স্যারোলে আদি বাসস্থান ছিল স্বপ্নার পরিবারের। পরে তাদের পরিবার চলে যায় দিল্লিতে। ১৯৯৫ সালে স্বপ্নার জন্ম হয় রাজধানীর মহীপালপুরে। সাধারণ মধ্যবিত্ত পরিবারের সন্তানের মতই বড় হচ্ছিলেন স্বপ্ন। বাড়ির লোকের কাছে তার আসল নাম সুস্মিতা।
কী ভাবে চিকিৎসা হবে স্বপ্না চৌধুরী বাবার?
কিন্তু সময় কারোর একরকম যায় না তাই সুস্মিতার পরিবারেও নেমে এলো বিপদ। তার বাবা জটিল রোগে অসুস্থ হয়ে শয্যা নিলেন। কুলকিনারা খুঁজে পাচ্ছিল না পরিবার, কী ভাবে চিকিৎসা হবে স্বপ্নার বাবার? ওষুধ কিনতে বাড়ি বন্ধক রাখতে হলো। কিন্তু এত কিছু করেও শেষ রক্ষা হলো না। সব চেষ্টা বিফলে গেল ।
আরো পড়ুন – ‘বান্ধবীর সঙ্গে যৌন সম্পর্ক’ স্থাপন করে মারাত্মক অপরাধ করলেন ‘হলিউড অভিনেতা চার্লি সিন’!
নিজের বাবাকে বাঁচাতে পারলেন না স্বপ্না। এবার শুরু আরেক লড়াই। তার পরিবার সূত্রে জানা যায় ছোটবেলা থেকেই নাচ গানের দিকে ঝোঁক ছিল তার। সংসারের হাল ধরতে এবার সেই শখকেই পেশা হিসেবে বেছে নেওয়া। হরিয়ানার এক অর্কেস্ট্রা দলের সঙ্গে নিজেরকেরিয়ার শুরু করেন স্বপ্না (sapna choudhary dance life history in bengali)।
“তেরি আখোঁ কা ইয়ে কাজল” গানের সঙ্গে স্বপ্নার ডান্স:
প্রথম দিকে কাছাকাছি এলাকাতে অনুষ্ঠান করা এরপর আস্তে আস্তে নাচের দিকে মন দেওয়া শুরু। এক মিউজিক সংস্থার প্রকাশিত ‘সলিড বডি রে’ গানের সঙ্গে তার উজ্জ্বল নাচ সবার মন জয় করে নিয়েছিল আর মেয়েটি বুঝে গেছিল আর বোধহয় পিছনে ফিরে তাকাতে হবে না। বাস্তবেও তেমনটাই হয়েছিল।
আরো পড়ুন – সেতুর ওপর দাবার বোর্ড! অর্থাৎ’চেন্নাইয়ের নেপিয়ার ব্রিজ’ দেখলে মনে হচ্ছে ‘দাবা খেলার বোর্ড’।
মাত্র ৩০০০ টাকা দিয়ে নাচের অনুষ্ঠান করতে যাওয়া মেয়েটা আজ ৫০ কোটি টাকা সম্পত্তির মালিক। “তেরি আখোঁ কা ইয়ে কাজল” গানের সঙ্গে স্বপ্নার অসাধারণ ডান্স তাকে আজ জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছে। শুধু টাকা নয়, গাড়ি-বাড়ি সবটাই এখন তার সম্পত্তি।
বিগবস এর ঘরে গিয়ে রাতারাতি সেলিব্রেটি হয়ে গেছেন তিনি।এখন স্বপ্নার গ্যারাজে গেলে আপনি দেখতে পাবেন অডি কিউ৭, ফোর্ড এবং বিএমডব্লিউ৭ সিরিজের মতো ৫০ লক্ষ থেকে আড়াই কোটির বিলাসবহুল গাড়ি। দিল্লির নজফগড়ে রয়েছে বিলাসবহুল বাংলো রয়েছে, সঙ্গে মানানসই পোশাক, ঘড়ি আর একেক দিন একেক রকম গাড়ি করে বেরোনো।
আরো পড়ুন – “লাভ ইন টোকিও”র লাস্যময়ী নায়িকা! এবার দাদা সাহেব ফালকে সম্মানের সম্মানিত আশা পারেখ।
কাজের সঙ্গে তাল মিলিয়ে নিজের ব্যক্তিগত জীবন কেউ হাসিখুশি আর আনন্দে ভরিয়ে রেখেছেন তিনি। হরিয়ানভি গায়ক বীর সাহুকে বিয়ে করে চমকে দিয়েছেন তার ফ্যানেদের। স্বপ্না স্বপ্ন দেখেছিল বড় হওয়ার সেই মতো তার লড়াই আজ সার্থক হয়েছে।