Samsung Galaxy F54: স্যামসাং গ্যালাক্সি F54 5G আপনাকে কী চমক দেবে জানেন? এই ফোনে আছে 6,000mAh ব্যাটারি এবং তাতে 25 ওয়াট চার্জিং সাপোর্ট থাকছে। এই ফোনের কামেরা রাতেও উজ্জ্বল এবং পরিষ্কার ছবি তুলতে দেবে ইউজারদের। সাথে আর কি কি সুবিধা থাকছে জেনে নিন।
যারা ফোন মানেই ক্যামেরার প্রতি একটা আলাদা ভালোলাগা বোঝেন , তাদের জন্য স্যামসাং একটা দারুন চমক দিচ্ছে। আসলে প্রত্যেকেই বলেন যে রাতে নাকি ভালো ছবি পাওয়া যায় না। এই বিষয়টাকে বিশেষভাবে গুরুত্ব দিয়েছে কোম্পানি তাই নতুন মডেলের রয়েছে ক্যামেরার বিশেষ বৈশিষ্ট্য।
রাতেও একটা ঝকঝকে ছবি পেতে গেলে এই ফোনটা অসাধারণ লাগবে আপনার। আর মাত্র কয়েকটা দিন অপেক্ষা তারপরেই এই ফোন লঞ্চ হয়ে যাবে। আগামী ৬ তারিখ চলতি মাসেই এই ফোন সবার জন্য উপলব্ধ হবে।কেমন স্পেকস থাকতে চলেছে এই ফোনে সেটাই আপনি এই প্রতিবেদনে একবার চোখ বুলিয়ে নিন।
স্যামসাং গ্যালাক্সি F54 5Gর চমক দেখুন:
বেশিরভাগ মানুষেরই স্যামসাং কোম্পানির প্রতি একটা আলাদা আস্থা আছে। অনেকেই মনে করেন samsung কোম্পানি মানে একটা আলাদা নির্ভরযোগ্যতা। আছে সেই কারণের জন্যই স্যামসাং ফোন বাচ্চা থেকে বুড়ো সকলের প্রথম পছন্দ।
গ্রাহকদের কথা মাথায় রেখে কোম্পানি Galaxy সিরিজের আরও এক নতুন স্মার্টফোন নিয়ে বাজারে হাজির তবে এই জুন মাসে। একেবারে প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে এই যে নতুন স্মার্টফোন আসবে তাতে শুধু 5G কানেক্টিভিটি থাকবে তার সঙ্গে মিলবে দারুণ ব্যাটারি ব্যাকআপ।
Samsung Galaxy F54 স্পেসিফিকেশন:
আসছে Samsung Galaxy F54। একটু স্পেসিফিকেশন সম্পর্কে জানিয়ে দিতে চাই। এই ফোনে আছে 6,000mAh ব্যাটারি এবং তাতে 25 ওয়াট চার্জিং সাপোর্ট থাকছে। প্রি বুকিং কিন্তু শুরু করে দিয়েছে কোম্পানি। মাত্র ৯৯৯ টাকা টোকেন মূল্য দিলেই হবে।
যারা প্রি বুকিং করবেন তারা দু হাজার টাকা মূল্যের সমান সুবিধা লাভ করতে পারবেন। আপনি যদি অনলাইনে এসব কেনাকাটা করতে চান তাহলে ই-কমার্স সাইট ফ্লিপকার্টের মাধ্যমে এই ফোন কিনতে পারবেন আপনি। এখনই অবশ্য এই ফোনের দাম সম্পর্কে কিছু জানা যায়নি।
আরো পড়ুন – BMW i7 EV: সবচেয়ে দামি ইলেকট্রিক গাড়ি, এই গাড়ি 0 থেকে 100 কিমি গতি তোলে মাত্র 4.7 সেকেন্ডে!
যতদূর মনে করা হচ্ছে মিড-রেঞ্জ স্মার্টফোনের ক্যাটাগরিতেই লঞ্চ হবে বলে জানা গিয়েছে। সবথেকে বড় চমকের জায়গা হচ্ছে এর ক্যামেরা। কোম্পানি বলছে এই স্মার্টফোনে মিলবে 108 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। এর সঙ্গে থাকবে LED ফ্ল্যাশ এবং অপটিকাল ইমেজ সাপোর্ট ।
আরো পড়ুন – IPL 2023 মুম্বাই ইন্ডিয়ান্স থেকে মুকেশ ও নীতা আম্বানি কত টাকা আয় করলো জানেন?
আপনি সেলফি ও ভিডিও কলের জন্য ফ্রন্টে পাবেন 32 মেগাপিক্সেল সেলফি স্ন্যাপার। ফোনের সামনে ওয়াটারড্রপ নচ ডিজাইনের মধ্যে এই সেলফি ক্যামেরা পেয়ে যাবেন আপনি। স্যামসাং বলছে এই ক্যামেরার পিছনে থাকবে বিশেষ AI ইঞ্জিন যা চারটি ভিডিও কিংবা চারটি ছবি সিঙ্গেল টেক নিয়ে তুলতে সাহায্য করবে।
আরো পড়ুন – Redmi Note 12T Pro: রেডমি ফোনের সম্পর্কিত আপডেট, এই ফোনের দাম কত জানেন?
এই কামেরা রাতেও উজ্জ্বল এবং পরিষ্কার ছবি তুলতে দেবে ইউজারদের। স্টোরেজের জন্য 8GB র্যাম এবং 256GB ইন্টার্নাল স্টোরেজ পাবেন। এবার ফোনে Octa Core Exynos 1380 চিপসেট প্রসেসর মিলবে।
আরো পড়ুন – Tecno Camon 20: টেকনো ক্যামন সিরিজ় স্মার্ট ফোন লঞ্চ হল, কত দাম জানেন?
এবার ডিসপের দিকে নজর দেওয়া যাক স্ক্রিনের দিকে, এই ফোনে 6.7 ইঞ্চি FHD+ সুপার AMOLED ডিসপ্লে আছে। যুগের সঙ্গে তাল মিলিয়ে 120 হার্টজ রিফ্রেশ রেট মিলবে এই 5G স্মার্টফোনে।গ্রিন, ব্লু রঙে এই ফোনটি পাওয়া যাবে বলে টিজারে দেখা গেছে। তবে ডার্ক ব্লু এবং সিলভার রঙের অপশন পাবেন বটে।