Breaking Bharat : কেন বলিউডের ছবি দক্ষিণ ভারতে ভাল ব্যবসা করছে না! আর বলিউডে দক্ষিণী ছবি এত ভাল ব্যবসা করে বেরিয়ে যাচ্ছে (South Indian cinema is doing good business)? কেন বলিউড সিনেমার বাজার খারাপ? বলিউডের ভাবনা নিয়েই কি তাহলে ব্যবসা করছে দক্ষিণ ভারতীয় সিনেমা? যা নিয়ে কিন্তু বেশ চাপে রয়েছেন সলমন খান! সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কি বলেছিলেন সলমন খান?
সম্প্রতি দক্ষিণী ছবির (South Indian cinema) জয়জয়কার দেশ জুড়ে। প্রথমে পুষ্পা রাজ তারপর কিছুদিন আগেই মুক্তিপ্রাপ্ত আরআরআর (RRR), সব মিলিয়ে বক্স অফিস বলছে, গাঙ্গুবাই (Gangubai Kathiawadi) এবং দ্য কাশ্মীর ফাইলসকেও (The Kashmir Files) পেছনে ফেলে রেকর্ড পরিমাণ অর্থের ব্যাবসা করে ফেলেছে পরিচালক এসএস রাজমৌলির ছবিটি।
বলা বাহুল্য, আয়ের দিক থেকে দেখতে গেকে আরআরআর অন্যান্য বলিউড সিনেমাগুলিকে (Bollywood cinema) বেশ খানিকটা পেছনে ফেলে দিয়েছে ইতিমধ্যে। তামিল, তেলুগু, কন্নড় ও হিন্দি ভাষায় প্রকাশিত এই ছবির হিন্দি ভার্সান (Hindi version) ইতিমধ্যেই ৪০ কোটি টাকার ব্যাবসা করে ফেলেছে মাত্র ৩-৪ দিনে।
জানা যাচ্ছে, বিদেশেও ছবিটি রমরমিয়ে চলছে। এবার আরআরআর নিয়ে মুখ খুললেন বলিউড সুপারস্টার সলমন খান (Bollywood superstar Salman Khan)। আর তা নিয়েই শোরগোল সিনেমাপ্রেমীদের মধ্যে।
আরো পড়ুন- Aamir Khan : এবার কি আমির খান বলিউডকে বিদায় দিতে চলেছেন ? বিস্ফোরক মন্তব্য অভিনেতার
চিরঞ্জীবীর সঙ্গে ‘গডফাদার’ ছবিতে রয়েছেন দাবাং সলমন খান। এই বিষয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন তিনি। রীতিমত অবাক হয়ে ভাইজান বলেন, ‘আমি ঠিক বুঝতে পারছি না, কেন বলিউডের ছবি দক্ষিণ ভারতে ভাল ব্যবসা করছে না! আর বলিউডে দক্ষিণী ছবি (South Indian Movie) এত ভাল ব্যবসা করে বেরিয়ে যাচ্ছে।’
ভাইজান (Salman Khan) ইতিমধ্যেই আলোড়ন সৃষ্টিকারী দক্ষিণ ভারতীয় সিনেমা আরআরআর দেখে ফেলেছেন। ছবিতে রামচরনের কাজের প্রশংসা করে তিনি জানান, ‘খুব ভাল কাজ করছেন রাম চরণ। এই তো ওঁর জন্মদিনে ওঁকে শুভেচ্ছা জানালাম। কাজের প্রশংসা করলাম। ওর ‘হিরোইজম’ আমার মনে হয় দর্শককে হলমুখী করেছে।’
আরো পড়ুন- The sea is blue : কেন সমুদ্র নীল? নীল রং কি প্রকৃতির ভীষন প্রিয়?
সাম্প্রতিক সাংবাদিক সম্মেলনে সলমন বলেন, এটি খুব ভাল খবর এই যে দেশ জুড়ে আরআরআর রমরমিয়ে চলছে। কিন্তু, বলিউডে প্রথম থেকেই এই ধরনের ছবির চল থাকলেও সেই সমস্ত ছবি দক্ষিণে রিলিজ করে আয় করতে পারে না কেন? বলতে পারেন?
এদিন বলিউডের চুলবুল পান্ডে (Salman Khan) আরও বলেন, ‘দক্ষিণী ছবির ভাল ব্যবসা করার কারণও সেই ‘হিরোইজম’। তারকাই আসল, এ কথা এ বার বলিউডকে বুঝতে হবে। বড় পর্দায় সিনেমাকে জীবনের চেয়ে অনেক বেশি ঝলমলে, রঙিন দেখাতে হবে। তবেই দর্শক ছবি দেখতে আসবে।’
আরো পড়ুন- Konark Sun Temple : এত বছর পরেও আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কোনারকের সূর্য মন্দির, কেন জানেন ?
হিরো-কেন্দ্রিক এই ধরণের রক্ত গরম করা সিনেমা বলিউডে প্রথম থেকেই তৈরি হয়ে আসছে। পর্দায় হিরো সবকিছু করতে পারেন, এমন ভাবনা তুলে ধরতেন সেলিম-জাভেদ জুটি। সাউথ ইন্ডিয়ার সিনেমায়ও সেই চূড়ান্ত ‘হিরোইজম’। তবে কি বলা যায় না যে, বলিউডের ফরমুলা ব্যবহার করে দক্ষিণে এই ধরনের ছবি তৈরি হচ্ছে?