Breaking Bharat: অবশেষে সলমানের ছবিতে গান গাইলেন অরিজিৎ, কিন্তু কেন ৯ বছরের দূরত্ব? যদিও এ বছরে শাহরুখ খানের দুটো বড় হিট সিনেমা পাঠান এবং জওয়ান সিনেমার গানেও অরিজিতের কন্ঠ শোনা গেছে। কিন্তু সালমানের সঙ্গে দূরত্বের আসল কারণটা ঠিক কী ছিল?
বলিউডের সুপারস্টার গায়ক বলতে এখন সবার আগে এক নম্বরে মুর্শিদাবাদের ছেলে অরিজিত সিং এর নাম। ইমোশনাল গান হোক কিংবা যেকোনো ধরনের আইটেম সং সব ধরনের গানে নিজেকে মানানসোল করে তুলতে পারেন জিয়াগঞ্জের এই গায়ক। মুম্বাইতে থাকেন কিন্তু শিকড় কে ভোলেন নি আজও।
সালমানের সঙ্গে অরিজিৎ দূরত্বের কারণটা কী?
এ বছরের দুর্গা পুজোতেও নিজের স্ত্রীকে স্কুটিতে চাপিয়ে মুর্শিদাবাদের অলিগলি ঠাকুর দেখেছেন। তার মধ্যে তারকা সুলভ কোন ব্যাপার নেই তাই অত্যন্ত সাদামাটা জীবনেই অভ্যস্ত অরিজিৎ। কিন্তু এই কারণের জন্যই যে বলিউডের ভাইজানের থেকে নয় বছরের দূরত্ব তৈরি হবে সেটা বোধহয় স্বপ্নেও ভাবা যায়নি। আসন্ন দীপাবলিতে মুক্তি পেতে চলেছে সলমানের নতুন সিনেমার টাইগার থ্রি ।
সেখানে একটি গান গেয়েছেন অরিজিত। ইতিমধ্যেই সেই গান লোকের মুখে মুখে ঘুরছে। যদিও এ বছরে শাহরুখ খানের দুটো বড় হিট সিনেমা পাঠান এবং জওয়ান সিনেমার গানেও অরিজিতের কন্ঠ শোনা গেছে। কিন্তু সালমানের সঙ্গে দূরত্বের আসল কারণটা ঠিক কী ছিল?
একটা সামান্য ভুল বোঝাবুঝি সেটা কতটা মারাত্মক আকার নিতে পারে সেটা বোধহয় গ্ল্যামার ওয়ার্ল্ড ছাড়া বোঝা যায় না। বলিউডের বরাবর খানিকের একটা আধিপত্য ছিল এবং এখনো পর্যন্ত আছে। যেকোনো নায়ক কে গায়ক অনেক বেশি করে সম্পূর্ণ করে।
আগেকার সময় থেকে এখনকার দিন পর্যন্ত দেখবেন নায়ক আর গায়ককে সিনেমার অবিচ্ছেদ্য অংশ বলে মনে হয়। এই যেমন ধরুন শাম্মী কাপুর মানেই মহাম্মদ রফি, আবার হেলেন মানেই আশা ভোঁসলে। একটা সময় ছিল যখন কাজল থেকে জুহি চাওলা হয়ে করিনা কাপুর পর্যন্ত যে কোন ফিমেল লিড সিঙ্গারের গলায় বসতেন অল্কা ইয়াগ্নিক।
আবার শাহরুখ খান মানে কখনো উদিত নারায়ন কখনো আবার কুমার শানু। কিন্তু ‘অরিজিৎ সিং‘ এমন একজন গায়ক যিনি যেকোনো নায়কের গলায় অবিকল বসে যেতে পারেন। সেই কারণে যে কোন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অরিজিতের নমিনেশন থাকে এবং পুরস্কার প্রাপক হিসেবে নাম ঘোষণা করা হয়। এইরকম একটা অনুষ্ঠানে গিয়েই মন কষাকষির সূত্রপাত।
আরো পড়ুন – অভিনয় না করেও বলিউডের মালাইকা আরোরা কি করে কোটি কোটি টাকা রোজগার করে?
অরিজিৎ বরাবর খুব সাদামাটা জীবনযাপনের পাশাপাশি পোশাক পরিচ্ছদেও আতিশয্য দেখাতে পছন্দ করেন না। সাধারণ মানুষের মতোই জামা জুতো পড়ে তাকে দেখা যায়। কোন সেলিব্রিটি প্রোফাইল তিনি বজায় রাখেন না। ২০১৪ সালে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেভাবেই গিয়েছিলেন অরিজিৎ।
আরো পড়ুন – সেলেবরা যে বিজ্ঞাপন করে তার কতটা তাঁরা জানেন?
সারাদিন প্রীতমের সঙ্গে একটি কাজের পর বেশ ক্লান্ত ছিলেন তাই অনুষ্ঠানে চোখ লেগে যায় তার। সেই সময় মঞ্চে সঞ্চালনা করছিলেন সলমান খান। পুরস্কার প্রাপক হিসেবে যখন অরিজিতের নাম ঘোষণা করা হয় তিনি কোন মতে ঘুম থেকে উঠে মঞ্চে পুরস্কার নিতে গেলে সলমান জিজ্ঞাসা করেন তিনি ঘুমিয়ে পড়েছিলেন কিনা।
আরো পড়ুন – বিয়ের পরে মেয়েদের জীবন বদলে যায় বলে শারীরিক গঠনেও কি পরিবর্তন আসে?
তাতে খুব সাধারণভাবে অর্জিত উত্তর দিয়েছিলেন আপনারা যেভাবে অনুষ্ঠান এগিয়ে নিয়ে যাচ্ছেন তাতে ঘুম পেয়ে গেল। বিষয়টা মজার ছলেই বলেছিলেন অরিজিৎ যদি এই কথা বলার পরেই তিনি নিজের ভুল বুঝতে পারেন। কিন্তু ততক্ষণে বলিউড ভাইজানের মাথায় আগুন জ্বলছে।
আরো পড়ুন – বিজ্ঞাপনের চমক নয় খাঁটি জিনিস চিনতে শিখুন! আপনিও কি বিজ্ঞাপনের চমকে চমকে গেছেন কখনো?
অনুষ্ঠানে তিনি কিছু বলেননি শুধু হাসির ছলে কটাক্ষ করেছিলেন গায়ক কে। পরে অরিজিত ফোন করে না পেয়ে মেসেজে ক্ষমাও চেয়েছিলেন কিন্তু ঘটনার জল যে এত দূর গড়াবে তিনি বুঝতে পারেননি। তবে সাবধানে যার শেষ ভালো তাই আপাতত সব মিটমাট হয়ে যাওয়ায় হই হই করে ট্রেন্ডিং টাইগার থ্রি তে গাওয়া অরিজিতের নতুন গান “লেকে প্রভু কা নাম” (Salman Khan, Arijit Singh collaborate)।