Breaking Bharat: বলিউড অভিনেতারা সিনেমা করার জন্য কত টাকা পান? এক নম্বর পারিশ্রমিক অভিনেতা কে? কথায় বলে পুরনো চাল ভাতে বাড়ে! বলিউডের অভিনেতাদের ক্ষেত্রে এটা কত বড় সত্যি জানেন (salary of Bollywood actors and actresses)?
বিনোদন জগৎটা বড় বেশি মোহময়। চারপাশে অনেক বেশি করে রং রস গন্ধ। মায়াবী জগৎটাকে খুব বেশি করে আকর্ষণের কেন্দ্রবিন্দু মনে হয় সাধারণ মানুষের। ভাই এই জগতের মানুষেরা কী খাচ্ছেন বা কী জামা পরছেন তাই নিয়ে আমাদের অনেক বেশি করে আগ্রহ থাকে।
সেই জন্য যখনই সেলিব্রেটিকে নিয়ে কোন খবর হয় সেটা পড়ার ঝোঁক বড্ড বেশি দেখা যায়। আজকের খবরে সেলিব্রেটি টাচ, তবে পরিসংখ্যান আপনাকে অবাক করে দেবে।
বলিউড অভিনেতা অভিনেত্রীদের বেতন কত?
আচ্ছা একজন বলিউড অভিনেতা বা অভিনেত্রী নায়ক বা নায়িকা হিসেবে যখন কাজ করেন অর্থাৎ তরুণ বয়সে, তখন তার কত পারিশ্রমিক হতে পারে বলে আপনার মনে হয়? যদি বলি বয়স যত বাড়ে পারিশ্রমিক ততই বাড়তে থাকে বিশ্বাস করবেন?
আজকের প্রতিবেদনে বলিউডের বেশ কিছু তারকাদের পারিশ্রমিক নিয়ে কথা যারা কিন্তু এখন সিনেমা জগতে কেরিয়ারের মধ্যগগনে আছেন, এমনটা নয় কিন্তু পারিশ্রমিক আকাশ ছোঁয়া।
শুনতে অবাক লাগলেও সব থেকে বড় সত্যি এটাই যে বলিউড ইন্ডাস্ট্রিতে তিন থেকে চার দশকেরও বেশি সময় ধরে রাজত্ব করা নায়ক-নায়িকারা এখনও এই নবাগতদের রীতিমতো টক্কর দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে অভিনয় করে চলেছেন। আর পারিশ্রমিক শুনলে আপনার চোখ কপালে উঠবে।
বলিউডে কোন তারকার কত পারিশ্রমিক?
খুব বেশি পুরনো নয় আমরা সাম্প্রতিককালের পরিসংখ্যান দেবো। এ ব্যাপারে বলিউড শাহেনশা, অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) কথা না বললেই নয়। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘গুডবাই’। এই ছবিতে সম্পর্কের সমীকরণের কথা বলা হয়েছে।
যেখানে অভিনয় করেছেন, ‘রশ্মিকা মন্দানা‘ (Rashmika Mandanna), নীনা গুপ্তর পাশাপাশি দর্শকের মন জিতেছেন বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন। পারিশ্রমিকের পরিমাণ ছিল প্রায় ১০ কোটি!
‘গেহরাইয়াঁ’ ছবির কথা মনে পড়ে আপনাদের? সেখানেই পার্শ্বচরিত্রে অভিনয় করেছিলেন নাসিরুদ্দিন শাহ, মন জয় করে নিয়েছিলেন দর্শকদের। সামান্য একটা চরিত্রের কাজ করে তিনি ৪৫ লক্ষ টাকা পারিশ্রমিক পেয়েছেন। অবশ্য তার অভিনয়টা অসামান্য ছিল।
আরো পড়ুন – Front of laptop: দীর্ঘক্ষন ল্যাপটপের সামনে বসে কাজ করতে হয়? সাবধান!
‘জিন্দেগি না মিলেগি দোবারা’, ‘ফাইন্ডিং ফ্যানি’, ‘দ্য তাসখন্দ ফাইলস’ ছবিতে অভিনয় করেছেন তিনি। এখানেই শেষ নয় তার অর্ধাঙ্গিনী মানে নাসিরুদ্দিন-পত্নী রত্না পাঠক শাহ এর অভিনয় সম্পর্কে আপনি নিশ্চয়ই অবগত?
আরো পড়ুন – যিনি এক বা দুই সন্তানের মা-কে বিয়ে করতে চান? সুবিধা বা অসুবিধা কি আছে?
রণবীর সিং অভিনীত ‘জয়েশভাই জোরদার’ ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করে রত্না এক কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন তিনি, ভাবতে পারেন! বলেছিলাম না চোখ কপালে উঠবে পারিশ্রমিকের পরিমাণ জানলে। ঋষি কাপুরের স্ত্রী, রণবীর কাপুরের মা, আলিয়া ভাট কাপুরের শাশুড়ি বর্তমানে নীতু কাপুর। বিয়ের আগে পর্দা কাঁপিয়েছেন নিতু সিং নামে।
আরো পড়ুন – টাইলস ছাড়া রান্নাঘর? তেল চিটচিটে রান্নাঘর পরিষ্কার করতে গিয়ে হিমসিম খাচ্ছেন?
রিয়েলিটি শোতে মাঝেমধ্যেই তাকে দেখা যায়। ইদানিংকালে অভিনয়ও করছেন। অনিল কাপুর, বরুণ ধাওয়ানের সঙ্গে সম্প্রতি ‘যুগ যুগ জিয়ো’ ছবিতে অভিনয় করে ১ কোটি ২৫ লক্ষ টাকা পারিশ্রমিক নেন নীতু। আরেকজন অত্যন্ত ভারসেটাইল অভিনেতা অনুপম খেরের কথা বলি।
আরো পড়ুন – ঠোঁটে ফুসকুড়ি! ঠোঁটের কোণে গোটা বেরোচ্ছে? জানুন ‘জ্বর ঠোসার’ কারণ ও প্রতিকার
কমেডি, ট্রাজেডি, সিরিয়াস অভিনয় বা ভিলেন – সবেতেই তিনি মারকাটারি। বহু চর্চিত ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিতে দুর্দান্ত অভিনয় করে দর্শকের মন তো জিতে নিয়েছেন পাশাপাশি অনুপম এক কোটি টাকা পারিশ্রমিক পেয়েছিলেন। বলিউডের বীরু মানে ‘ধর্মেন্দ্র ৫ কোটি টাকা পারিশ্রমিক নেন এখনো’।
আরো পড়ুন – Blocked nose: ঘনঘন সর্দিতে নাক বন্ধ? এই ‘সর্দির সমস্যা’ মানে প্রাণ ওষ্ঠাগত। কী করবেন?
তাহলে কী ভাবছেন ! মনে হচ্ছে তো যে বয়স হয়ে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া নয়। নিজের কদর নিজেকে রাখতে জানতে হয়। আর এনাদের কাজের জন্যই দর্শকের ভালোবাসা প্রত্যেককে জনপ্রিয়তার শীর্ষে রেখেছে এখনো।
তাইতো পরিচালক প্রযোজকরা এনাদের না নিয়ে সিনেমা করার কথা ভাবতেই পারেন না। দর্শকের কাছে হাই ডিমান্ড মানে প্রযোজকদের কাছেও বেশি টাকা চাওয়ার সুযোগ!