Breaking Bharat : যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। আর তা নিয়েই বিশ্ববাসীর কপালে চিন্তার ভাঁজ। একদিকে যুদ্ধের ভয়াবহ পরিণতির আশঙ্কা, অন্যদিকে তার জেরেই নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির প্রবল সম্ভাবনা। ইতিমধ্যে শেয়ার মার্কেটেও তার প্রভাব পড়েছে। সবমিলিয়ে নাভিশ্বাস অবস্থা মধ্যবিত্তের। কোন কোন জিনিসের দাম বাড়তে পারে, কী বলছেন বিশেষজ্ঞরা?
গত সোমবারই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Russian President Vladimir Putin) ডনবাস নিয়ে আক্রমণাত্মক মন্তব্যে করে যুদ্ধের দামামা বাজিয়েছিলেন। রাশিয়া যে যুদ্ধের জন্য প্রস্তুত, তাও অনুমান করেছিল গোটা বিশ্ব। তাছাড়া সীমান্তে রাশিয়া যে ইতিমধ্যেই লক্ষাধিক সেনা মোতায়েন করেছে আগে থেকেই। সুতরাং সবদিক থেকে রাশিয়া যুদ্ধের জন্য প্রস্তুতিই নিচ্ছিল, সেই সুর শোনা গেছিল আমেরিকার তরফেও। অবশেষে একপ্রকার যুদ্ধ শুরু হয়েছে দুই দেশের মধ্যে।
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মধ্যে কোন কোন জিনিসের দাম বাড়তে পারে?
ইউক্রেনে সেনাবাহিনীকে অভিযানের নির্দেশ দিয়েছে রাশিয়া। তাছাড়া সকাল থেকেই ইউক্রেনে দফায় দফায় হামলা চালাচ্ছে রাশিয়া সেনাবাহিনী। আর তার জেরে শেয়ার বাজারে বড়সড় প্রভাবের আশঙ্কা করছিলেন বিশেষজ্ঞরা। সূত্রের খবর, বৃহস্পতিবার মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার দাম গত এক বছরের তুলনায় সর্বোচ্চ স্তরে পৌঁছেছে।
সোনার দাম প্রতি 10 গ্রামে 2,250 টাকা বেড়ে 52,630 দাঁড়িয়েছে। সোনার পাশাপাশি দাম বেড়েছে রুপোরও। পরিসংখ্যান বলছে, এদিন রুপোর দাম 5% বেড়ে 67,926 টাকাা হয়েছে। শেয়ার বাজারের ওয়াকিবহাল মহল জানিয়েছে, রাশিয়া-ইউক্রেন সংকটের কারণেই এই পরিস্থিতি তৈরিহয়েছে। যুদ্ধ ঘোষণা হওয়ার পর সেনসেক্স নেমে গিয়েছে ১৪০০+ তে এবং নিফটি নেমে গিয়েছে ৪০০+ ।
আরো পড়ুন- Poet Bidyut Bhowmick : কবি বিদ্যুৎ ভৌমিক এর আন্তর্জাতিক প্রেমের কবিতা
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের (Russia-Ukraine Conflict) জেরে প্রাকৃতিক গ্যাস ও অপরিশোধিত তেলের দাম ইতিমধ্যেই প্রতি ব্যারেল 96.07 ডলার হয়েছে। গত প্রায় ৭-৮ বছরের মধ্যে যা সর্বোচ্চ। যেহেতু অপরিশোধিত তেলের অন্যতম উৎপাদক দেশ রাশিয়া। তাই এই মূল্যবৃদ্ধি স্বাভাবিক বলেই দাবি করছেন অনেকে। এভাবে চলতে থাকলে অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি 150 ডলারও পেরোতে পারে বলে আশঙ্কা। বাড়তে পারে এলপিজি এবং কেরোসিনের দাম। এমনিতেই পেট্রল-ডিজেলের দাম নিয়ে চোখ কপালে উঠেছে মধ্যবিত্তের। এরই মধ্যে যুদ্ধের জেরে নতুন করে পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি পেতে চলেছে বলেও আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
আরো পড়ুন- Poet Bidyut Bhowmick : জনপ্রিয় কবি বিদ্যুৎ ভৌমিক এবং তাঁর সময়সাক্ষী কবিতা
বাড়তে পারে গমের দাম। কারণ পৃথিবীর মধ্যে অন্যতম গম উৎপাদক দেশ হিসেবে ইউক্রেন ও রাশিয়ার নাম প্রথম সারিতেই উঠে আসে। তাই যুদ্ধকালীন পরিস্থিতিতে গম সরবরাহ বন্ধ হলে বাড়তে পারে দাম।