Breaking Bharat: বিয়ের প্রথম রাতে মেয়ে এবং জামাইয়ের সঙ্গে মেয়ের মা রাত কাটান, ভাবতে পারেন? দাম্পত্যে স্বামী স্ত্রীর মাঝে যদি চলে আসে মা? তাছাড়াও বিয়ে করতে গেলে মলত্যাগ আটকে রাখার নিয়ম আছে জানেন?
কথায় আছে এই দুনিয়ায় কোথায় কি হয় তার হিসেব বোধহয় স্বয়ং বিধাতার করে উঠতে পারেন না। সেটাই অবশ্য খুব স্বাভাবিক কারণ সুবিশাল পৃথিবীর কোন প্রান্তে কি নিয়ম নাকি মনে রাখা সম্ভব? বেশিরভাগ ক্ষেত্রেই শাস্ত্র বা লোকাচার কিংবা ধর্মের দোহাই দিয়ে নানা নিয়ম পালন করা হয়। আজকে একটা অদ্ভুত নিয়মের কথা বলব আপনাদের যা শুনে চমকে উঠবেন তো বটেই (Rules for the first night of marriage)।
জোর করে নব দম্পতির মাঝে তৃতীয় মানুষ:
বিয়ে মানে কি? দুটো পরিবার দুটো সম্পর্ক আর দুজন মানুষের নতুন করে পথ চলা। এইবার এই সম্পর্কের মাঝে যদি তৃতীয় জন চলে আসে তাহলেই কেস গন্ডগোল। স্বভাবতই দুজন মানুষের মধ্যে তৃতীয় কোন ব্যক্তির প্রবেশ মানেই সংসার এবং দাম্পত্যে অশান্তির সূচনা।
কিন্তু এরকম রীতি আছে যেখানে জোর করে নব দম্পতির মাঝে তৃতীয় মানুষকে ঢোকানো হয়। কি ভাবছেন সম্পর্ক ভাঙ্গার এমন কোন দিকের কেন করা হয়? তাহলে আপনাকে জানাই সম্পর্ক ভাঙতে নয় সম্পর্ক মজবুত করে গড়তে এই পন্থা অবলম্বন করা হয়।
মেয়ে এবং জামাইয়ের সঙ্গে শাশুড়ি মা রাত কাটান:
বিয়ের প্রথম রাতে মেয়ে এবং জামাইয়ের সঙ্গে জামাইয়ের শাশুড়ি মেয়ের মা রাত কাটান, ভাবতে পারেন? এই ঘটনা কিন্তু এই বিশ্বের বুকেই হচ্ছে। তবে না এ দৃশ্য বাংলার বা ভারতের নয়। এই ঘটনা ঘটে শুধু আফ্রিকায়। সেখানকার রীতি এবং লোকাচার মেনে এমনটাই করা হয়।
আরো পড়ুন – uterus problems : মহিলাদের জরায়ুতে সমস্যা! অজান্তেই ক্যান্সারের ঝুঁকি? বাজারে আসছে ভ্যাকসিন!
বুঝতে একটু অসুবিধা হচ্ছে নিশ্চয়ই কারণ বিয়ের প্রথম রাত মানে ভারতীয় চিন্তা ভাবনায় এক ধরনের দৃশ্য কে কল্পনা করা হয়। সেখানে মেয়ের মার উপস্থিতি কেউই মেনে নিতে পারেন না। তবে আফ্রিকায় এটা বাধ্যতামূলক। আসলে এটা করার একটা বিশেষ কারণ আছে।
নব দম্পতির জীবন কতটা সুখের হতে চলেছে?
সেটা হল এই সময়ে সুখী জীবন যাপনের পরামর্শ দেয়ার জন্য স্বামী স্ত্রীর মাঝে কনের মায়ের উপস্থিত থাকা। যদি কোন মা না থাকেন তাহলে পরিবারের সবথেকে বয়োজ্যেষ্ঠ মহিলা এই কাজটি করেন। এবং পরের দিন সকালে নাকি তিনিই ঘোষণা করেন নব দম্পতির জীবন কতটা সুখের হতে চলেছে?
আরো পড়ুন – যেখানে গায়ের পোশাক থেকে পায়ের জুতো, সবকিছুতেই রয়েছে নিষেধাজ্ঞা!
আপনি যদি ভেবে থাকেন আফ্রিকার এই ঘটনা বিরল তাহলে এবার যে কথা জানাবো সেটা শুনে চোখ কপালে উঠবে আপনার। বিয়ে করতে গেলে উপোস করতে হয় এই রীতির সঙ্গে বাঙালি কম বেশি পরিচিত। কিন্তু বিয়ে করতে গেলে মলত্যাগ করতে পারবেন না এইরকম কোন নিয়ম জানা আছে কি?
তিনদিন মলত্যাগ না করতে পারলে দাম্পত্য সুখী হবে:
নাকে হাত দিয়ে এই প্রতিবেদন পড়তে হবে না তবে হ্যাঁ ভালো করে জেনে নিন এই নিয়মের কথাও। দক্ষিণ এশিয়ার বোর্নিয়োর কিছু কিছু অঞ্চলে এই ধরনের রীতি দেখতে পাওয়া যায়। অন্তত তিনদিন মলত্যাগ না করতে পারলে দাম্পত্য সুখী হবে, ঠিক এই ভাবনায় বিশ্বাসী সেখানকার মানুষ।
আরো পড়ুন – Hanuman puja : উত্তরাখণ্ডে হনুমানের পুজো করা কেন নিষিদ্ধ? কিন্তু মানুষ কেন দেবতার উপর রেগে গেল?
বোর্নিয়োর টিডং নামের এক উপজাতির মধ্যে মূলত এই ধরনের রীতি দেখা যায়। চিনে যেতে চান ? সেখানে আবার বিয়ের বিশেষ রীতি রয়েছে। প্রতিদিন নিয়ম করে ঘন্টাখানেক কেঁদে কেঁদে এক মাস কাটাতে পারলে তবে গিয়ে কনে বসতে পারে বিয়ের পিঁড়িতে।টুজিয়ান নামের এক জনগোষ্ঠীর মধ্যে এই রীতি দেখা যায়।
এবার ভাবুন তাহলে কতই রঙ্গময় এই পৃথিবী। কত জায়গায় কতই না নিয়ম, জানেন কি?