Breaking Bharat : ‘বাহুবলি’র চেয়েও বেশি বাজেটের সিনেমা? ৩৩৬ কোটি টাকার RRR-জ্বরে কাঁপছে সিনে-দুনিয়া,দক্ষিণী সুপারস্টারদের সঙ্গে এবার বলি-তারকারাও! লকডাউন পরিস্থিতি থেকেই কানাঘুষো শোনা যাচ্ছিল ‘বাহুবলি’র পরিচালক এসএস রাজামৌলির নতুন সিনেমার কথা। অবশেষে প্রতিক্ষার অবসান? মুক্তি পেতে চলেছে RRR বা Roudram Ranam Rudhiram। নতুন এই ছবির বাজেট ‘বাহুবলি’ (Baahubali: The Beginning)কেও টপকে গেছে? আর তা নিয়েই ফের জোর চর্চায় দক্ষিণী সিনেমা।
সাউথ ইন্ডিয়ান সিনেমা (South indian movie) হলেও এখানে দেখা যাবে বলিউডের (Bollywood) প্রথম সারির দুই তারকাকে। অজয় দেবগণ এবং আলিয়া ভাট (Ajay Devgn & Alia Bhatt)। তবে RRR সিনেমার কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন রামচরণ ও জুনিয়ার এনটিআর। RRR সিনেমায় অভিনয়ের জন্য তাঁরা নিয়েছেন মোটা টাকার পারিশ্রমিকও। যা নিয়েও ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে।
এসএস রাজামৌলি পরিচালিত RRR-এ পোস্টার গার্ল হিসেবে দেখা গেছে আলিয়া ভাটকে ( Alia Bhatt)। পরনে সবুজ গোল্ডেন পাড় শাড়ি, কপালে টিপ, চুলে গজরা, কপালে টিকলির সাজে পোস্টারে দেখা মিলেছে আলিয়ার। সূত্রের খবর, এই ছবিতে আলিয়া ভাটের মোট ২০ মিনিটের রোল রয়েছে। তার জন্য তিনি পারিশ্রমিক নিয়েছেন ৯ কোটি টাকা। অন্যদিকে অজয়ের ছিল সাতদিনের শিডিউল। ক্যামিও চরিত্রের জন্যে তিনি নিয়েছেন প্রায় ৩৫ কোটি টাকা।
আরো পড়ুন- Akshay Kumar : নতুন অবতারে আসছে অক্ষয় কুমার! মুক্তি পেতে চলেছে অক্ষয় কুমারের হাফডজন সিনেমা
কিন্তু কেন এই দুই বলি তারকাকে RRR সিনেমায় কাস্ট করলেন পরিচালক? এই প্রশ্নের সঠিক জবাব না মিললেও অনেকেই মনে করছেন, উত্তর ভারতীয় দর্শকদের (Indian visitors) হলমুখী করতেই এই ছবিতে নেওয়া হয়েছে আলিয়া ও অজয়কে। যদিও পরিচালক রাজমৌলির কথা অনুসারে, এই ছবিতে রামচরণ ও জুনিয়ার এনটিআরই (Ramcharan and Jr. NTR) প্রধান দুই কেন্দ্রীয় চরিত্র।
তবে অজয় দেবগণেরও যে এই ছবিতে বিশেষ ভূমিকা রয়েছে, সেই কথাও স্বীকার করেছেন পরিচালক। এই ছবিতে অভিনয়ের জন্য রাম চরণ ও জুনিয়র এনটিআর মাথাপিছু প্রায় ৪৫ কোটি টাকা করে নিয়েছেন বলে সংবাদসূত্রে জানা গেছে।
RRR সিনেমা নিয়ে দর্শকদের মধ্যে সবচেয়ে বেশি কৌতূহল যে কারণে, তা হল এই ছবির বাজেট। সিনেমার বাজেট সামনে এনেছেন অন্ধপ্রদেশ মন্ত্রী পেরনি নানি। তিনি বলেছেন, ছবিটির জন্য ৩৩৬ কোটি টাকা খরচ করা হয়েছে। যার অর্থ ‘বাহুবলি’ সিনেমার বাজেটকেও ছাপিয়ে গেল এই সিনেমা। কারণ, ‘বাহুবলি’ সিনেমার বাজেট ছিল ২৫০-৩০০ কোটি টাকা।
রাজামৌলির RRR সিনেমাটি মূলত তেলেগু বিপ্লবী কোরামরাম ভীম এবং অলুরি সীতারাম রাজুর জীবনকাহিনীকে কেন্দ্র করেই তৈরি হয়েছে। এটি একটি পিরিয়ড ফিল্ম। ছবিটি তেলুগু, হিন্দি, তামিল, মালায়ালাম এবং কন্নড় ভাষায় মুক্তি পাবে। Roudram Ranam Rudhiram বা RRR ছবিটি মুক্তি পাবে মার্চ মাসের ২৫ তারিখ।