Breaking Bharat: বুলেট বাইকের সঙ্গে কমবেশি পরিচিত নন, এমন মানুষ খুঁজে পাওয়া বড্ডো দায়! তাই তো পেরিয়েছে ১২০ বছর! আজও বাইকারদের প্রথম পছন্দের তালিকায় এনফিল্ড! (First choice for Royal Enfield bikers) ১২০ বছর পূর্তিতে রয়্যাল এনফিল্ড ভারতের বাজারে নিয়ে আসছে একাধিক মডেল (Royal Enfield is bringing multiple models)
এনফিল্ডের ১২০ বছরের জার্নির উদযাপন হবে এবার হটকে। বিশেষত ভারতের জন্য অন্যভাবে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। বিশেষ এই মুহূর্তকে উদযাপন করতে শুধুমাত্র ভারতের জন্যই আসতে চলেছে সীমিত কয়েকটি নয়া সংস্করণ।
বিশ্বের অন্যতম জনপ্রিয় বাইক প্রস্তুতকারক সংস্থা রয়্যাল এনফিল্ড (Royal Enfield)। বুলেট বাইকের সঙ্গে কমবেশি পরিচিত নন, এমন মানুষ খুঁজে পাওয়া দায় (bullet bikes Royal Enfield)। সাল ১৮৯১, বব ওয়াকার এবং অ্যালবার্ট এডি মিলে কিনে ফেললেন টাউনসেল্ড অ্যান্ড কোম্পানি। এই কোম্পানি তৎকালীন সময়ে বাইসাইকেল প্রস্তুত করত।
আরো পড়ুন- Salman Khan : ভক্তদের উদ্দেশ্যে কড়া ধমক ভাইজানের কিন্তু কেন?
এর বছর দুয়েক পরে, রয়্যাল স্মল আর্মস ফ্যাক্টরি অফ এনফিল্ডের মাল সরবরাহের ঠিকা পায় টাউনসেল্ড কোম্পানি। এই সাফল্য অর্জন করার ফলে তাঁরা টাউনসেল্ড কোম্পানির নাম পরিবর্তন করে রাখেন এনফিল্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি।
আরো পড়ুন- Acharya : আসছে রামচরণ-চিরঞ্জীবীর নতুন সিনেমা! দেখা যাবে সোনু সুদ-সহ টলিউডের যিশু সেনগুপ্তকেও!
এরপর বব পরবর্তী যে সাইকেলটির নকশা নির্মাণ করেন, তার নাম রাখলেন ‘দ্য এনফিল্ড’। যার ট্রেডমার্ক ছিল ‘মেড লাইক আ গান’। এর কয়েকবছর পর, ১৯০১ সাল নাগাদ প্রথম রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল বাজারে আসে (Newest Royal Enfield Motor cycle)।
আরো পড়ুন- Eyes are jumping: ডান চোখ না বাঁ চোখ ? কোন চোখ লাফাচ্ছে ? চোখের সমস্যা না তো?
আর এই ঘটনার ১২০ বছর উপলক্ষে রয়্যাল এনফিল্ড (Royal Enfield bullet bikes) ইন্টারসেপ্টর ৬৫০ এবং কন্টিনেন্টাল জিটি ৬৫০-এর কিছু সীমিত ভার্সান বিক্রি করবে রয়্যাল এনফিল্ড। জানা যাচ্ছে, এই সীমিত সংরক্ষণের বাইক মাত্র ৪৮০ টি বানানো হয়েছে। যার মধ্যে ১২০ টি বরাদ্দ ছিলি ভারতের জন্য।
ব্রিটেন ও ভারতের প্রতিনিধি দল যৌথ ভাবে এই মডেলের ডিজাইন তৈরি করেছেন। জানা যাচ্ছে, ইন্টারসেপ্টর ৬৫০-এর দাম ভারতীয় মুদ্রায় ৩.০৩ লক্ষ টাকা এবং কন্টিনেন্টাল জিটি ৬৫০-এর দাম ৩.২০ লক্ষ টাকা।