Royal Enfield Bikes: লুক হোক বা মাইলেজ ‘রয়্যাল এনফিল্ড বাইক’ মানেই এক নম্বর কেন? তবে ভাল মাইলেজ দেওয়া বাইক কিন্তু কম নেই তবুও সব ছেড়ে এনফিল্ড নিতে চান বাইকার। ভেবে দেখেছেন কেন? আসলে এর পিছনে লুকিয়ে রয়েছে রাইডারদের বাইক প্যাশন।
বাইক যাদের পছন্দ তাদের কাছে নম্বর বেশি সবসময়ই রয়্যাল এনফিল্ড বাইকের। দামে বেশি তো বটে কিন্তু লুক হোক বা মাইলেজ সবেতেই সেরার সেরা হিসেবে নিজেকে প্রমাণ করেছে এই বাইক। আর সেটা আজ থেকে নয় সেই প্রাচীন থেকেই।
মানে আবিষ্কারের পর থেকেই নজর কেড়েছে রয়্যাল এনফিল্ড এই বাইক (Royal Enfield Bikes)। কোনও একটা বিষয়কে মাথায় নিয়ে নয় নানা দিক বিবেচনা করে রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল কেনার সিদ্ধান্ত নেন বাইকাররা।
রয়্যাল এনফিল্ড বাইক লুকের জন্য বিশ্বব্যাপী জনপ্রিয়?
এটা নিশ্চয়ই বলতে হবে না যে রয়্যাল এনফিল্ড বাইক মারকাটারি লুকের জন্য বিশ্বব্যাপী জনপ্রিয় (Royal Enfield bikes are popular for their looks)। মানে ম্যানচেস্টার থেকে কলকাতা সর্বত্র এই সংস্থার পরিচিতি ছড়িয়ে পড়েছে। তবে শুধু মাত্র দেখতে ভাল বলেই এত বছর ধরে বাজারে টিকে রয়েছে আর প্রতিমুহূর্তে জনপ্রিয়তা বাড়ছে এমনটা হতে পারে না।
তাহলে নিশ্চয়ই ব্যাবহারিক জগতে এর মধ্যে এমন কিছু ব্যাপার আছে যা আপনাকে এর প্রতি আকর্ষিত হওয়া থেকে দূরে যেতেই দেবে না। এই সংস্থার দুটি বাইক রয়েছে যেখানে বেশ ভালো মাইলেজ পাওয়া যায়। তবে বলতেই হয় ত্রুজার বাইক হওয়া সত্ত্বেও তাগড়াই মাইলেজ দিয়ে থাকে এগুলো।
Royal Enfield: রয়্যাল এনফিল্ড কেনার পরিকল্পনা:
আপনি কি তাহলে এবার টাকা জমিয়ে একটি রয়্যাল এনফিল্ড কেনার পরিকল্পনা করছেন? তাহলে এই প্রতিবেদনে সব তথ্য দিলাম আমরা।
প্রথমেই বলি ‘রয়্যাল এনফিল্ড বুলেট 350‘ এর কথা। মানে 350 সিসি ইঞ্জিনের যতগুলি বাইক রয়্যাল এনফিল্ড বিক্রি করে তার মধ্যে সবচেয়ে পুরনো এবং জনপ্রিয় মডেল হল এই বুলেট 350। রঞ্জিত মল্লিক থেকে জিৎ, দেব হয়ে এখনকার অঙ্কুশ পর্যন্ত এই বাইক চালিয়েছেন।
বাইকটি প্রথম লঞ্চ হয় স্বাধীনতার আগে মানে ধরুন ১৯৩২ সালে। তখন মালিকানা সংস্থা এইচার মোটরস ছিল না। খুব অল্প দিনেই যে এই গাড়ি বাইক-প্রেমীদের মনে জায়গা করেছে তাতে কারোর কোনও প্রশ্ন নেই। ডিজাইনের ক্ষেত্রে বুলেট 350 যতটা চমকপ্রদ ততটাই আকর্ষণীয় এই বাইকের মাইলেজ।
আরো পড়ুন – SUV গাড়ি Tata Punch: টাটা পাঞ্চের ইলেকট্রিক ভার্সন বাজারে আসছে সে কথা জানেন?
ব্যবহারকারীরা বলছেন রয়্যাল এনফিল্ড বুলেট 350 এর ARAI মাইলেজ 38 কিলোমিটার। এই বাইকের ফুয়েল ক্যাপাসিটি সাড়ে ১৩ লিটার। এই বাইক সর্বোচ্চ 19.1 হর্সপাওয়ার তৈরি করতে পারে। এতে 5 স্পিড ম্যানুয়াল গিয়ার পাবেন আপনি।
এই গাড়ির গতি দ্রুতগামী হওয়ায় যাতে দুর্ঘটনাজনিত সমস্যায় না পড়তে হয় সেই বিপদ এড়াতে সামনের চাকায় পাবেন ডিস্ক ব্রেক এবং পিছন চাকায় ড্রাম ব্রেক। সঙ্গে আবার সিঙ্গেল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। এই মুহূর্তে দাম প্রায় দেড় লাখ থেকে শুরু।
আরো পড়ুন – হন্ডা সাইন এবং টিভিএস রেডিওন – এই দুই বাইক নিয়ে এক্সপেরিমেন্ট? টিভিএস না হন্ডা, কে এগিয়ে?
এবার বলি ‘রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350‘ এর কথা । পুরনো বুলেট গাড়ি নিয়ে কথা হলে বিক্রির নিরিখে সবার থেকে এগিয়ে ক্লাসিক 350। আপনি জানলে অবাক হবেন যে বর্তমানে রয়্যাল এনফিল্ড হান্টারের পর বিক্রির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ক্লাসিক 350।
সুপার স্টাইলিশ এই বাইক ফাটাফাটি মাইলেজ দেয়। প্রতি লিটারে ক্লাসিক 350 এর ARAI মাইলেজ 36 কিলোমিটার পর্যন্ত হয়। এতেও রয়েছে 349 সিসি ইঞ্জিন যা সর্বোচ্চ 20.2 ব্রেক হর্সপাওয়ার তৈরি করে। ঘণ্টায় ১১৪ কিমি ছুটতে পারে এই গাড়ি।
আরো পড়ুন – Buying a white car: গাড়ির রং সাদা! এই সাদা রঙের ‘চার চাকা গাড়ি’ কেনার রহস্যটা কি?
349 সিসি ইঞ্জিনের সঙ্গে এতে রয়েছে 5 স্পিড গিয়ার, ডিস্ক ও ড্রাম ব্রেক এবং সিঙ্গেল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। দাম প্রায় ১ লক্ষ ৯৩ হাজারের মতো।