Breaking Bharat: আপনি কি রয়েল এনফিল্ড চালাতে পছন্দ করেন? তাহলে তো এ বছর আপনার জন্য রয়েছে দারুণ অফার! আপনি জানেন এই রয়েল এনফিল্ড (Royal Enfield) আপনার জন্য সুখবর আনছে? এই কোম্পানি ভারতে প্রথম 750cc মোটরসাইকেল আনছে, আর সেটাও কিন্তু এই ২০২৩ সালে।
গাড়ির রাজা বলতে তার মধ্যে একটা রাজকীয় ব্যাপার না থাকলে সেটা কখনোই ফ্যাশনের সঙ্গে মানানসই হতে পারে না। এ প্রজন্ম কিন্তু খুব ভালো করে সেটা বোঝে। আর সেই কারণে গাড়ি কেনার ক্ষেত্রে তারা প্রতিটা জিনিসকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে বুঝে নেয়।
প্রতিটি প্রজন্মের তারুণ্যের সঙ্গে পাল্লা দিয়ে নিজেকে আকর্ষণের সেরা করে দেখাতে পেরেছে একমাত্র রয়েল এনফিল্ড। গাড়িটার বসলে আর সেটা চালালে একটা অন্যরকমের আমেজ তৈরি হয় যা আপনাকে এই পৃথিবীর মধ্যেও একটা অদ্ভুত স্বর্গীয় অনুভূতি দেয়। আপনি জানেন এই রয়েল এনফিল্ড আপনার জন্য সুখবর আনছে? এই কোম্পানি ভারতে প্রথম 750cc মোটরসাইকেল আনছে, আর সেটাও কিন্তু এই ২০২৩ সালে।
ভারতে এই প্রথম 750cc মোটরসাইকেল আসছে:
এটা নিয়ে নতুন করে কিছু বলার নেই যেভারতে রেট্রো মোটরসাইকেলের স্বনামধন্য নির্মাতা রয়্যাল এনফিল্ড নিজেদের বাজারকে বেশ সমৃদ্ধ করতে পেরেছে। মানে একটু যদি বাজেটকে নিজের মত করে সাজিয়ে নেওয়া যায় সেই মতো সঞ্চয় করে গাড়ি কিনতে হলে এই প্রজন্ম আগে রয়েল এনফিল্ড এর দিকেই আকর্ষণ বোধ করবে। ব্যাপারটা আসক্তি বললেও খুব একটা কম বলা হবে না।
এই যেমন ধরুন ৬৫০ সিসি সেগমেন্টে Interceptor 650 ও Continental GT 650, ও Super Meteor 650- র জনপ্রিয়তা দেখার পর সংস্থা নতুন করে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে। আর কোম্পানির এবারের লক্ষ্য ৭৫০ সিসির দিকে।
আরো পড়ুন – Hungry People: খাবার খাবার একটু খাবার! ক্ষুধার্ত মানুষের কাছে এটাই তো একমাত্র চাওয়া, তাই না?
আমরা একটি প্রতিবেদনের ভিত্তিতে আপনাদেরকে এই তথ্য দিয়ে অবগত করতে চাই যে ২০২৩ এর ডিসেম্বর শেষ হবে না হতেই ভারতে তাদের প্রথম ৭৫০ সিসির মোটরসাইকেল লঞ্চ করতে চলেছে।জানেন নতুন প্ল্যাটফর্মটির সাংকেতিক নাম – ‘R’!
জানা গেছে শুধুমাত্র ভারত নয়, উত্তর আমেরিকা, ইউরোপ এবং ব্রিটেনের বাজার থেকে ক্রেতাদের মতামত গ্রহণের পর ৭৫০ সিসির ববার বাইকটির ডেভেলপমেন্ট শুরু করেছে রয়্যাল এনফিল্ড। এই মডেলের code name – R2G।। ২০২৩ সালের মধ্যে এটির আনুষ্ঠানিক লঞ্চ হয়ে যাবে।
আরো পড়ুন – চিতা বাঘ বানরের মা-কে নিয়ে যাচ্ছে আর শিশু বানর তখনও জানে তার মা তাঁকে বাঁচাবে
তবে সম্ভবত ৭৫০ সিসি বাইকটি ২০২৫ সালে বাজারে সকলের জন্য উপলব্ধ হতে চলেছে। চমক দেয়ার চেষ্টার জন্য প্রতিযোগিতার একটা তথ্য কেউ বিশেষভাবে দায়ী করা যায়। আসলেই বাজারের টিকে থাকতে হলে অন্য কোম্পানির কি নিয়ে আসছে বাজারে সেটা সম্পর্কে নজর দেওয়া দরকার।
আর বাইক বোদ্ধারা বলছেন Harley-Davidson ও Triumph এন্ট্রি-লেভেল মিডসাইজ মোটরসাইকেল সেগমেন্টে সদ্য পদার্পণ করায় রয়্যাল এনফিল্ড’ আরও কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হয়েছে। যেটুকু শোনা যাচ্ছে তার থেকে এই ধারণা সকলের কাছেই পরিষ্কার যে এই জুলাই মাসে ইতিমধ্যেই Harley-Davidson ও Hero MotoCorp সম্মিলিতভাবে নতুন রেট্রো বাইক X440 লঞ্চ করেছে।
আরো পড়ুন – Source of Fire: আগুনের উৎস কী? এই আগুনে পুড়েই তো সব ছারখার! তাহলে জানুন বিস্তারিত
৫ জুলাই Triumph-Bajaj Speed 400 ও Scrambler 400X ভারতে লঞ্চ করতে চলেছে। তাই রয়াল এনফিল্ড এবার নজর দিয়েছে ৭৫০ সিসির টু-হুইলারের দিকে। এটা কিন্তু টুইন সিলিন্ডার যুক্ত ৬৫০ সিসি ইঞ্জিনের বড় ভার্সন।