Breaking Bharat: শিক্ষাগুরু অর্থাৎ শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে ছাত্র ছাত্রীদের সম্পর্ক কেমন? গুরু ধ্যান, গুরু জ্ঞান, গুরু চিন্তামনি!
শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে ছাত্রছাত্রীদের সম্পর্কের একটা আলাদা বন্ধন থাকে। ছোট্ট শিশু বাবা-মা এর সঙ্গ ছেড়ে পাঠশালায় যখন যায় তখন গুরুমশাই তার বড় আপন হয়ে ওঠেন। সময় পরিবর্তনে গুরু মশাই হয়েছেন মাস্টারমশাই তারপর শিক্ষক মশাই এখন স্যার বা ম্যাডাম।
কিন্তু ছাত্র শিক্ষক বা ছাত্রীর শিক্ষক এই সম্পর্কটা আজও একই রকম রয়ে গেছে। ব্যতিক্রমী ঘটনা সম্পর্কে অপমান এটা যে হয়নি সেটা বললে মিথ্যে বলা হবে। কিন্তু অনুভূতিটা আজও সেই আগের মতো। শ্রদ্ধা ভালবাসা আর পরম স্নেহের সম্পর্ক রয়ে গেছে বিশ্বের বুকে।
শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে ছাত্রছাত্রীদের সম্পর্ক:
শিক্ষক মানেই মানুষ গড়ার কারিগর আর শিক্ষাঙ্গন মন্দিরের মতো এটা ভুললে চলবে না কখনো। ছোটবেলায় বাড়ির পরিবেশের মধ্যে বেড়ে ওঠা কিন্তু তারপর হঠাৎ করে এমন একটা পরিবেশে যাওয়া যেখানে সবাই অচেনা ।একে একে পরিচিত হতে শুরু করি আমরা সবকিছু সঙ্গে।
কত অচেনা মুখ আস্তে আস্তে প্রিয় বন্ধু হয়ে ওঠে। যেন মা-বাবার মতই আমরা এমন একজনকে পাই বা একাধিক জনকে পাই, যারা আমাদের মানুষ গড়ার মানুষ হওয়ার প্রকৃত শিক্ষা দেন। পৃথিবীর বুকে কত মধুর ছাত্র শিক্ষক সম্পর্ক আছে। এখানেও লিঙ্গ ভেদ করলাম না অর্থাৎ ছাত্রী শিক্ষক বা ছাত্র-শিক্ষিকা এরকম নয় (Relationship between students and teachers)।
শিক্ষক শিক্ষিকাকে সম্মান জানানো উচিত:
একজন শিক্ষা দেন অন্যজন শিক্ষা নেন আর এর মধ্যে দিয়েই একটা দারুন সম্পর্ক গড়ে ওঠে। শুধুমাত্র ভালো নম্বর পাওয়াটাই কিন্তু মানুষ হবার চাবিকাঠি নয় ভালো মানুষ হতে গেলে মান এবং হুশ এই দুটো পরিপূর্ণ হতে হয়। বাড়ির পর স্কুলের শিক্ষা এক্ষেত্রে ভীষণভাবে প্রয়োজনীয়।
মা-বাবার সমতুল্য হিসেবে শিক্ষক শিক্ষিকাকে সম্মান জানানো উচিত (Teachers should be respected)। এমন অনেক কথা যা হয়তো বাড়ির লোককে বলা সম্ভব হয় না অনায়াসে প্রিয় শিক্ষক-শিক্ষিকাকে বলা যায়। আগেকার দিনের গুরু মশাই থেকে এখনকার দিনের স্যার ম্যাডাম সবাই অনেকটা পাল্টে গেছে।
সেই শিক্ষক-শিক্ষিকারা আর দ্বিতীয়বার আসবেন না:
তাই এখন শুধুমাত্র কড়া শাসন বা অনুশাসন নয় শিক্ষক ছাত্রীর সম্পর্ক অনেকটা বন্ধুর মতো। আর এটা তো সকলেই জানেন যে বন্ধু মানে একটু পাশে থাকা বন্ধু মানে হাতে হাত রাখা। সেই হাতে হাতটা স্নেহের পরশ হতে পারে হতে পারে ভালোবাসার বন্ধন।
আরো পড়ুন – জল খেতে গিয়ে কোনও ভুল করছেন না তো? প্লাস্টিকের পুরনো বোতলে জল খাওয়া আজই ছাড়ুন!
আপনার শিক্ষককে যথাযথ সম্মান দিন তার কথা শুনুন এখন স্কুল বা কলেজে থেকে হয়তো বুঝতে পারছেন না পরবর্তীকালে বুঝবেন বাস্তব জীবনে তার শিক্ষার প্রয়োগ কতখানি করতে পারছেন আপনি। একজন শিক্ষাকে জীবনে বা শিক্ষিকা জীবনে একাধিক ছাত্র বা ছাত্রী আসেন কিন্তু শিক্ষার্থী হিসেবে আপনার জীবনে কিন্তু সেই শিক্ষক-শিক্ষিকারা আর দ্বিতীয়বার আসবেন না।
একজন শিক্ষকই পারেন সুস্থ সমাজ গড়ে তুলতে:
এই অনুভূতিটাই আলাদা যেখানে সম্পূর্ণ অচেনা একজন মানুষ মনের মধ্যে মাথার মধ্যে এতটাই জায়গা করে নেন যে তাকে ঠিক মা-বাবার মতোই মনে হয়। মনে হয় তাকে জড়িয়ে ধরে নিজের দুঃখ কষ্টের কথা বলি আর তার স্নেহের পরশ মাথায় পড়লে সব দুঃখ ভুলে যাওয়া যায় এতটাই আত্মার সম্পর্ক গুরু এবং শিষ্যের।
আরো পড়ুন – পুজোর সময় মাথায় ঘোমটা দেওয়ার রীতির পেছনে আসল কারণ কি ভেবেছেন কখনো?
সম্পর্ক শ্রদ্ধা করুন ভালবাসুন আর তাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যান দেখবেন সুস্থ সমাজ প্রকৃত মানুষ আর প্রকৃত শিক্ষা আপনার জীবনকে ভরিয়ে তুলবে।
এখন জানা দরকার শিক্ষক হিসেবে আপনার কী করনীয়?
শিক্ষার্থীকে সঠিক শিক্ষা দান যাতে সে জীবনের জয়গান গাইতে পারে। শুধুমাত্র পড়াশোনায় ভালো হলেই হয় না, ভালো মানুষ হতে গেলে জীবনের নম্বর পেতে হয়। একজন শিক্ষকই পারেন সুস্থ সমাজ গড়ে তোলার জন্য যথার্থ শিক্ষার্থী থেকে তৈরি করতে।
আরো পড়ুন – My hair : ভেজা চুলের সমস্যা? সময়ের অভাবে স্নান করে মাথায় তোয়ালে জড়িয়ে রাখেন?
ছোট থেকে যে ছাত্র ছাত্রী শিক্ষকের কাছে আসছেন শিক্ষকের দায়িত্ব তার মানসিকতাকে বোঝা এবং সঠিক পথে চালনা করা। এই ভাবেই যুগ যুগ ধরে চলে আসছে ছাত্র শিক্ষক সম্পর্কের বন্ধন।