Breaking Bharat: কষ্ট করে পাওয়া মনুষ্য জন্মে আফসোস রাখার প্রয়োজন আছে কি? যেটা চাই সেটা পাই না, যেটা পাই সেটা চাইনা (Regret in life )। মহা শক্তিমান ঈশ্বর কিংবা ভাগ্য বিধাতা যে ভাবেই তাঁকে বিশ্বাস করুন, আপনি এই অভিযোগ তাঁর কাছে করেন নি এমনটা হতেই পারে না (What is personal regret?)। আসলে মানুষ কখনোই তৃপ্ত হতে পারে না। কিছুটা পেলে তিনি আরও বেশি কিছু পাওয়ার আশা অজান্তেই তৈরি হয়ে যায়। কিন্তু আমরা বোধহয় ভুলে যাই, যেটা ছিল না সেটা না পাওয়াই থাক। সব পেলে নষ্ট জীবন। (What you regret most in life?)
তাই আর যাই করুন জীবনে আফসোস করে বাঁচবেন না । মাথায় রাখবেন আপনার যা পাওয়ার নয় আপনি সেটা পাবেন না। আর যা আপনার প্রাপ্য তার থেকে কেউ আপনাকে বঞ্চিত করবেন না। তাই আফসোস করে কোনও লাভ নেই (biggest regret in life)। তবুও বেশ কিছু বিষয় আছে যেগুলোর জন্য আজীবন আফসোস করার একটা প্রবণতা দেখা যায়। আজ একটু সময় নিয়ে সেই বিষয়গুলোকে মনে করা।
অনেকেই নিজের রূপ নিয়ে অর্থাৎ চেহারা নিয়ে আফসোস করেন। এটা করার কোনও মানে আছে কি? আপনি যে রকম সেটার মধ্যেই লুকিয়ে আছে আপনার বৈশিষ্ট্য । প্রতিটা মানুষ নিজের মত আলাদা আলাদা হয়। তাই তুলনা টেনে আফসোস করা নিতান্তই মূর্খতা। শুধুই কি তাই গায়ের রং নিয়ে আফসোস- এটা কিন্তু যুক্তিহীন একটা বিষয়। ২০২২ সালে দাঁড়িয়ে আপনি ফর্সা না কালো সেটা বোধহয় গুরুত্বপূর্ণ নয় (How do stop regretting in life?)।
অনেক টাকা খরচ করে ফেয়ারনেস ক্রিম মেখে নিজের ত্বকের রং পরিবর্তনের চেষ্টা করা বা সেটা না হলে আফসোস করা, একেবারেই অনুচিত। অনেকেই নিজের সঙ্গীকে নিয়ে আফসোস করেন। এটা যদিও ব্যক্তিগত ব্যাপার, কদমতলী কাজটা করা উচিত নয়। বাংলায় একটি প্রবাদ বাক্য আছে, ” ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না” ।
অতএব নিজের সঙ্গী বাছার সুযোগ যদি আপনার থাকে তাহলে বিচার করতে হবে আপনাকেই।যা আছেন, যেভাবে আছেন, যেমন আছেন সেভাবেই মেনে নিন, নিজের উপর আফসোস আপনাকে মানসিক কষ্ট দেবে, আর কিছু না। এর সঙ্গে যে কথাটা উঠে আসে তা হল ভুল মানুষকে ভালোবেসে আফসোস করা। এক্ষেত্রে ভাবা দরকার আপনি ঠিক আছেন কিনা। আপনি যদি ভালো মানুষ হন তাহলে অন্যকে ভালোবেসে আপনি ভুল করেননি (You are not wrong to love others)।
আরো পড়ুন- Tiger VS Lion : দুই মুখোমুখি প্রতিদ্বন্দ্বী বাঘ এবং সিংহ। কে বেশি শক্তিধর? কে দেবে উত্তর?
আপনার ভালোবাসার মর্যাদা যদি কেউ না দিতে পারেন, তাহলে সেটা তার সমস্যা, আপনার মোটেই নয়। আফসোস তিনি করবেন, আপনি নন। আরেকটা কথা নিজের পেশা নিয়ে কখনো আফসোস রাখবেন না। প্রতিটি সৎ কাজ-ই মন থেকে করবেন। অর্থ ও সম্পত্তি নিয়ে আফসোস রাখবেন না বরং যা আছে তা নিয়ে সবসময় সন্তুষ্ট থাকুন। কঠোর পরিশ্রম করে এগিয়ে যেতে চেষ্টা করুন। সঠিক পরিশ্রম করলে সাফল্য আসতে বাধ্য (Success is bound to come if you work hard.)।
আরো পড়ুন- Earphone : ইয়ারফোন ব্যবহার করেন? তাহলে অবশ্যই ইয়ারফোন কেনার আগে এই বিষয়গুলো জেনে নিন
আরো পড়ুন- Paracetamol : ওয়েদার বদলাচ্ছে! জ্বর আসছে? মাঝে মধ্যে গা গরম মানে কি প্যারাসিটামল?
সবশেষে একটা কথা বলি, ভালো থাকাটা অন্যের ওপর নয় আপনার নিজের ওপর নির্ভর করে। নিজে ভালো থাকতে চেষ্টা করুন দেখবেন তাহলে জগতের সবকিছুই ভালো লাগবে (biggest regrets at end of life)।