Redmi Note 12T Pro: আপনি কি নতুন মোবাইল কিনতে চান? Redmi Note 12T Pro সম্পর্কিত আপডেট জানেন কি? Redmi Note 12 সিরিজ়ে একটি নতুন ফোন যোগ করল Xiaomi, যার নাম দেওয়া হয়েছে Redmi Note 12T Pro। চলুন বিস্তারিত আলোচনা করা যাক।
আমরা প্রতিমুহূর্তে টেকনোলজির সঙ্গে নিজেদের মানানসই করে নেওয়ার চেষ্টা করছি। আর সেই কারণে নিত্যনতুন আধুনিক মোবাইল কিনবা ল্যাপটপ আমাদের সঙ্গী হয়ে যাচ্ছে। তাই খুব স্বাভাবিকভাবেই লক্ষ্য রাখতে হচ্ছে যে এই মুহূর্তে কোন কোন নতুন মডেলের ফোন বাজারে আসছে।
রেডমি ফোনের সম্পর্কিত আপডেট ও দাম:
এই তালিকায় আজকের আলোচ্য redmi এর কথা বলব আমরা। এই ফোন আপনি মাত্র ১৮ হাজার টাকার সামান্য কিছু বেশি দামে কিনতে পারবেন এটা বোধহয় কিছুদিন আগে পর্যন্ত ভাবা যেত না। কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে।
মানুষের চাহিদার সঙ্গে পাল্লা দিতে গিয়ে এখন কম্পিটিশন মার্কেটে প্রত্যেকের ভালো প্রোডাক্ট পকেটে ফ্রেন্ডলি দামে ক্রেতাদের কাছে নিয়ে আসতে চাইছে। তাহলে আজকের যে ফোন বা রেডমি নোট নিয়ে যে কথাবার্তা সেখানে বিস্তারিত আলোচনা করে দেওয়া যাক।
আমাদের মধ্যে অনেকেই আছেন যারা এই রেডমি কোম্পানির ফোন আগেও ব্যবহার করেছেন। তাই খুব স্বাভাবিকভাবেই তারা এতটাই খুশি যে এই কোম্পানির নতুন কি প্রোডাক্ট লঞ্চ করবে সেই দিকে তাকিয়ে থাকেন। সেই সব মানুষ এবং বাকিদের জন্য সুখবর কারণ Redmi Note 12 সিরিজ়ে একটি নতুন ফোন যোগ করল Xiaomi, যার নাম দেওয়া হয়েছে Redmi Note 12T Pro।
Redmi Note 12T Pro ফোনের একাধিক ফিচার:
এই হ্যান্ডসেট টি দেখলে আপনি চমকে যাবেন। একাধিক ফিচার রয়েছে যেমন ধরুন 6.6 ইঞ্চির ফুল HD+ LCD ডিসপ্লে, রিফ্রেশ রেট 144Hz। ছবি তুলতে ভালোবাসেন যারা তাদের কথা ভেবে সেলফি ও ভিডিয়ো কলিংয়ের জন্য ফোনের সামনে একটি 16MP ফ্রন্ট ফেসিং সেন্সর দেওয়া হয়েছে।
এই ফোনে আপনি পেয়ে যাবেন 5,080mAh ব্যাটারি , যা 67W চার্জিং সাপোর্ট করে। একটি মিডিয়াটেক ডাইমেনসিটি 8200 আলট্রা চিপসেট এই ফোনে দেওয়া হয়েছে। তবে ভারতে এখনই হয়তো এই মডেল পাওয়া যাবে না কারণ শুধুমাত্র চিনের জন্য এটিকে লঞ্চ করা হয়েছে।
আরো পড়ুন – Tecno Camon 20: টেকনো ক্যামন সিরিজ় স্মার্ট ফোন লঞ্চ হল, কত দাম জানেন?
এবার একটু স্টোরেজ এবং দাম সম্পর্কিত তথ্যের দিকে চোখ বুলানো যাক। আপনাকে জানিয়ে দিতে চাইছি যে এই ফোনটি মোট তিনটি স্টোরেজ ভার্সনে লঞ্চ করা হয়েছে । 8GB + 128GB মডেলের দাম রাখা হয়েছে 18,660 টাকা। 8GB + 256GB মডেলের দাম আরেকটু বেশি প্রায় 19,830 টাকা।
আরো পড়ুন – Money on Telegram: টেলিগ্রাম থেকে উপার্জন করার সুযোগ! কী ভাবে টেলিগ্রাম থেকে আয় করবেন?
যাদের একটু বেশি স্টোরেজ প্রয়োজন তাদেরকে বাজেট বাড়াতে হবে কারণ 12GB + 256GB মডেলের দাম 20,990 টাকা। এক্কেবারে হাই-এন্ড মডেল অর্থাৎ 12GB + 512GB মডেলের দাম 23,300 টাকা ধার্য করেছে কেন্দ্র। একদিকে যেমন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে তেমনি ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে ফোনের পিছনে।
আরো পড়ুন – BGMI লাভারদের বড় সুযোগ! BGMI ‘প্রিলোড’ করতে চান? এসে গেছে মুশকিল আসান!
আইস ফগ হোয়াইট, কার্বন ব্ল্যাক এবং হারুমি ব্লু এই তিন রঙে এই ফোন মে মাসে শেষ দিন থেকে চিনে উপলব্ধ হলেও ভারতে আসতে আরো কিছুটা সময় লাগবে বটে। তাই ততদিন একটু অপেক্ষা করুন কারণ ভালো জিনিসের জন্য সঠিক সময় অপেক্ষা প্রয়োজনীয়।