Breaking Bharat: কথায় বলে অর্থ অনর্থের মূল, কিন্তু টাকা ছাড়া জীবন বাঁচান আদৌ কি সম্ভব (Money is everything)?
কবিগুরু বলে গেছেন,
“এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুঁড়ি ভুঁড়ি ,
রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি” ।
কবি গুরুর কথাতেই স্পষ্ট জীবন বেঁচে থাকার একটা অন্যতম প্রয়োজন হল টাকা। টাকা ছাড়া কখনোই জীবন চলে না। কে যেন এমন এক প্রয়োজন যার কোন শেষ নেই। কিন্তু সত্যিই কি ভালো থাকতে গেলে টাকার প্রয়োজন? নাকি টাকা থাকা এবং ভালো থাকা দুটো একসঙ্গে ঘটা সম্ভব নয়?
টাকা ছাড়া জীবনটা মূল্যহীন (Money is everything):
জীবনের প্রতিটি অধ্যায় জুড়ে অনেক ঘটনা জড়িয়ে আছে । যত সময় যায় মানুষ নানা রকমের অভিজ্ঞতা সঞ্চয় করে। জীবনের সব থেকে বেশি প্রয়োজন যে জিনিসটার সেটা হলো টাকা। কারণ টাকা ছাড়া কার্যত সবটাই কেমন যেন ফাঁকা ফাঁকা । অনেকে বলে থাকেন নীতি এবং আদর্শের সঙ্গে টাকার তুলনা হয় না।
কিন্তু প্রশ্নটা পেটের খিদে মেটানোর। আর তার জন্য টাকার প্রয়োজনীয়তা আছে। কথায় বলে টাকা ছাড়া জীবনটা মূল্যহীন (Life is worthless without money)। এই কথা সত্যি বটে। কারণ প্রতিমুহূর্তে জীবনের চলতে গেলে টাকা ছাড়া কিছু করা সম্ভব নয়। জন্ম থেকে মৃত্যু এই সবই নাকি বিধাতা নির্ধারণ করে থাকেন , কিন্তু টাকা ছাড়া বাস্তবে কোন কিছুই ঘটা সম্ভব হয় না।
টাকার প্রয়োজন কোথায় গিয়ে শেষ হচ্ছে?
সকাল থেকে রাত পর্যন্ত মানুষের এই যে এত দৌড়াদৌড়ি সবটাই কিন্তু টাকার জন্য। প্রয়োজনের বেশি টাকা মানুষের জীবনে বড় বিপদ আনতে পারে। কিন্তু টাকার প্রয়োজন (need money) কি কোথায় গিয়ে শেষ হচ্ছে সেটা বোঝার ক্ষমতা কার আছে? প্রতিটা মানুষ চান একটু ভালো থাকতে সুস্থ থাকতে।
আর তার জন্য দরকার টাকা, তবেই না আরাম কেনা যাবে। নিজের প্রিয়জনকে পরিবারকে ভালো রাখতে চাওয়া কোন অপরাধ বা অন্যায় নয়। কত টাকা হলে ভাল থাকা যায় সেটা বোধহয় আজ পর্যন্ত কেউই হিসেব করে বলতে পারেন নি। সেটা সম্ভব নয় (Money is needed to live well)।
ছেঁড়া জামা পরা মানুষটা টাকা পেলে কি চাইবেন?
আজ দুটো রুটি খেলে কাল কি লুচি বা পরোটা খেতে ইচ্ছে করবে না আপনার? এটা হওয়াটাই তো স্বাভাবিক, তাই না? বা ধরুন আপনি বা পরিবারের কেউ অসুস্থ , আপনি কি চাইবেন না ভালো চিকিৎসা করাতে? কম দামি বা ছেঁড়া জামা পরা মানুষটা টাকা পেলে কি চাইবেন না একটু ভালো পোশাক পরতে?
আরো পড়ুন – tears in bottles : মানুষ মারা গেলে চোখের জল ফেলতে দেখা যায়, কিন্তু সেই জলকে কি বোতলে রাখা যায়?
এতে অন্যায়ের কিছু নেই। কিন্তু সমস্যা হচ্ছে, কোথায় গিয়ে থামতে হবে এটা বোধহয় নির্ধারণ করাটা দরকার। সেটা না পারলে সমাজে এবং চারপাশে নিজের জীবনেও বাড়তে থাকে সমস্যা। নিজের চাহিদাকে যদি কন্ট্রোল করা না যায় তাহলে ভোগান্তির শেষ থাকে না।
আরো পড়ুন – whale vomit : মাছের থেকেও মাছের বমির দাম অনেক বেশি! জানেন কোন মাছের বমি?
অর্থাৎ কোনটা প্রয়োজন আর কোনটা বিলাসিতা এই তফাতটা বুঝে নেওয়া দরকার। টাকা থাকলে চারপাশে মানুষজনের অনেক ভালো ভালো দিক দেখা যায়। টাকা না থাকলে মানুষের আসল রূপ চেনা যায়। আসলে টাকা অত্যন্ত প্রয়োজনীয়। টাকা ছাড়া সকাল থেকে রাত পর্যন্ত চলা পর্যন্ত প্রায় অসম্ভব (reasons why money is everything) ।
আরো পড়ুন – Poisoned girls : এই ধরনের মহিলাকে চুম্বন করলে পুরুষের মৃত্যু অবধারিত? কিন্তু কারা এরা?
আলো, হাওয়া, এইসবের জন্য ইলেকট্রিক কোম্পানিকে টাকা দেওয়া থেকে ভাত রুটির জোগাড়। এই সবটা টাকা ছাড়া তো সম্ভব নয়। তবে লোভ নয় দরকার নিজের প্রতি বিশ্বাস । চেষ্টা করুন।