Breaking Bharat: 100MP ক্যামেরা? Realme ফোন এত সস্তায় এত ফিচারস দিচ্ছে? এত সস্তা, ভাবতেও পারবেন না। আসলে রিয়েলমির নয়া ফোনের প্রাইস লুক রীতিমতো স্বস্তি দিল তরুণ প্রজন্মকে।
নানা রকমের ফোন নিয়ে এক্সপেরিমেন্ট করতে অনেকেই পছন্দ করেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ফোনের বাজেট একটা বড় বাধা হয়ে দাঁড়ায়। যে কোন স্মার্ট ফোনে যেমন তার ব্যাটারি ব্যাকআপ এবং ফিচার্স লুকিয়ে দিকে নজর দেয়া হয় তেমনি আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে ক্যামেরা।
Realme ফোনের দুধর্ষ সব ফিচার্স!
ক্যামেরা কত মেগাপিক্সেলের এটা যেন নতুন ফোন কিনলেই উল্টো দিক থেকে আসা প্রথম প্রশ্ন হয়ে দাঁড়ায়। সে ক্ষেত্রে সগর্বে যদি কাউকে বলতে পারেন যে আপনার ফোনের ক্যামেরা ১০০ মেগা পিক্সেল তাহলে ব্যাপারটা কেমন হয়? সঙ্গে দুধর্ষ সব ফিচার্স! এত সস্তা, ভাবতেও পারবেন না। আসলে রিয়েলমির নয়া ফোনের প্রাইস লিক রীতিমতো স্বস্তি দিল তরুণ প্রজন্মকে।
খবর এসেছে যে Realme 11 Pro সিরিজ আগামী ৮ জুলাই লঞ্চ হতে চলেছে। সেক্ষেত্রে ভারতসহ বিশ্বের সব দেশেই এই ফোন লঞ্চ হবে। Realme 11 Pro এবং Realme 11 Pro plus নামের দুটো মডেল আসবে। আপনি হয়তো ভাবছেন এর মধ্যে বিশেষত্ব বা নতুনত্বের কী বা আছে।
আসলে আপনাকে তো সব কথা বলাই হয়নি। লঞ্চ হওয়ার আগেই এই ফোনের স্টোরেজ কনফিগারেশন এবং দাম সম্পর্কিত তথ্য সামনে এসে গেছে। আমরা তো ইতিমধ্যেই জানিয়ে দিয়েছি যে রিয়েলমি ১১ প্রো ৫জি দুটি স্টোরেজ অপশনে লঞ্চ হতে চলেছে ।
আরো পড়ুন – সমকামী হলেও মা-বাবা হতে কোন বাধা নেই? যুগান্তকারী আবিষ্কার চমকে দেবে আপনাকে!
একটি হল ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং অপরটি ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ। রিয়েলমি ১১ প্রো ৫জি-এর ৮ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম প্রায় ২৭,৪০০ টাকা রাখা হতে পারে। ভারতে ফোনটির দাম ২৩,০০০-২৫,০০০ টাকার মধ্যেই থাকবে।
জুনের মাঝামাঝি সময় থেকে এটা বিশ্ববাজারে বিক্রি শুরু হবে। আপাতত এই মডেল অ্যাস্ট্রাল ব্ল্যাক এবং সানরাইজ বেইজ কালার অপশনে পাওয়া যাবে। স্পেসিফিকেশনের দিকে নজর দিলে বোঝা যায় রিয়েলমি ১১ প্রো-এ ৬.৭ ইঞ্চির কার্ভড অ্যামোলেড ডিসপ্লে রয়েছে।
আরো পড়ুন – অনেকটাই দাম কমল Redmi কোম্পানির বিভিন্ন ফোনের? জেনে নিন আকর্ষণীয় অফার
এই ডিসপ্লে সম্পূর্ণভাবে এইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ অফার করে। পাশাপাশি বলে রাখা দরকার যে ডিসপ্লেটি ৯৫০ নিট পিক ব্রাইটনেস এবং এইচডিআর১০+ সাপোর্ট করে। এই ফোনে আপনি ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ পেয়ে যাবেন। এবার ক্যামেরার কথা বলা যাক।
এখনো পর্যন্ত যে তথ্য সামনে এসেছে তার থেকে বোঝা যাচ্ছে Realme 11 Pro-তে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন সহ ১০০ এমএএইচ প্রাইমারি ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স রয়েছে। সেলফি তোলার জন্য একটি ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে।
আরো পড়ুন – Hero HF Deluxe: হিরো ক্যানভাস ব্ল্যাক এডিশন মোটরসাইকেল এবার প্রকাশ্যে! কী চমক যুক্ত হল?
এই ফোনের ব্যাটারি ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এখনকার সময় দাঁড়িয়ে ফোনের প্রযুক্তিগত নিরাপত্তাকে সুনিশ্চিত করতে এতে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, চার্জিং এবং ডেটা ট্রান্সফারের জন্য একটি ইউএসবি টাইপ-সি পোর্ট এবং ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.২, এনএফসি এবং জিপিএস সাপোর্ট দেওয়া আছে।
আরো পড়ুন – দিদি নম্বর ১ শুটিং চলাকালিন রচনা ব্যানার্জীর এই জিনিস গুলো সবচেয়ে বেশি প্রয়োজন হয়
এই ফোন অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমের ওপর ভিত্তি করে রিয়েলমি ইউআই ৪.০ ইউজার ইন্টারফেসে রান করে। এর ফলে এটি কাস্টমাইজেশন অপশনগুলির সহ একটি ইউজার-ফ্রেন্ডলি ইন্টারফেস অফার করে গ্রাহককে।