realme 11 pro plus: 200MP ক্যামেরা ফোন সম্পর্কে জানেন কিছু? রিয়েলমি নিয়ে এল দারুন এক অফার! এবং দুর্দান্ত ফিচার্স নিয়ে দেশে লঞ্চ হয়েছে এই ফোন, কিন্তু এর জন্য কত টাকা খরচ হবে আপনার?
যারা ছবি তুলতে ভালোবাসেন তাদের কাছে ক্যামেরা ফোনের একটা আলাদা গুরুত্ব আছে। মানে, প্রথম ফোন কেনার কথা মাথায় এলেই তারা খোঁজ করেন ক্যামেরার সম্পর্কিত তথ্য। একটা সময় ছিল যখন পাঁচ দশ পনেরো কুড়ি এমপি পর্যন্ত আলোচনায় উঠে আসতো।
কিন্তু বিজ্ঞান এত দ্রুত গতিতে এগোচ্ছে যে এখন গোটা বিষয়টা একশ ছাড়িয়ে ২০০তে পৌঁছে গেছে। অবাক হচ্ছেন, আমরা কিন্তু মেগাপিক্সেলের কথাই বলছি। এবার Realme-র প্রথম 200MP ক্যামেরা ফোন নিয়ে আলোচনা শুরু হয়েছে দেশের সর্বত্র। দুর্দান্ত ফিচার্স নিয়ে দেশে লঞ্চ হয়েছে এই ফোন। কিন্তু এর জন্য কত টাকা খরচ হবে আপনার জানাবো বিস্তারিত।
Realme-র প্রথম 200MP ক্যামেরা ফোন:
অনেক অপেক্ষা ছিল এবার অপেক্ষার অবসানে কাঙ্খিত ফোন দেশে লঞ্চ হয়ে গেল। আপনাকে জানাই যে Realme 11 Pro 5G এবং Realme 11 Pro plus 5G নামে দু’টি দুর্দান্ত স্মার্টফোন এদেশে লঞ্চ করেছে। এদের মধ্যে বড় আকর্ষণ হল এটি ‘প্রো প্লাস’ সংস্থার প্রথম ফোন যা, ২০০ মেগাপিক্সেল Samsung ক্যামেরার সঙ্গে এসেছে। ডিজাইন অসাধারণ (realme 11 pro plus 200mp camera)।
আপনার নজর আকর্ষণ করার মতো ফিচারস আছে ডিভাইসটিতে। এতে আকর্ষণীয় ভেগান লেদার এবং প্লাস্টিকের ব্যাক প্যানেল তো পাবেনই তার সঙ্গে রয়েছে AMOLED ডিসপ্লে প্যানেল, ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। আপনাকে জানিয়ে দেবো যে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ১০০ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থিত বড় ব্যাটারি থাকছে এই ফোনে।
আসলে ভারতে রিয়েলমি ১১ প্রো+ ৫জি স্মার্টফোনকে দুটি স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ করা হয়েছে। যার মধ্যে ৮ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত বেস মডেলের দাম রাখা হয়েছে ২৭ হাজার ৯৯৯ টাকা। আর ১২ জিবি র্যাম + ২৫৬ জিবি স্টোরেজ সহ টপ-এন্ড ভ্যারিয়েন্টের দাম ভারতীয় মূল্যে ২৯ হাজার ৯৯৯ টাকা (realme 11 pro plus price)।
আরো পড়ুন – Infinix InBook X2: নতুন ল্যাপটপ? মেটাল বডির হাল্কা ল্যাপটপ নিয়ে এল Infinix, জানুন বিস্তারিত!
আপনি এই মডেল এটি দুটি ব্যাক প্যানেল ফিনিশিং এবং তিনটি কালার অপশনে পাবেন। প্লাস্টিক ব্যাক প্যানেল যেখানে থাকছে অ্যাস্ট্রাল ব্ল্যাক এবং ভেগান লেদার মানে ওয়েসিস গ্রিন এবং সানরাইজ বেইজ। আগামী ১৫ তারিখ থেকে ওপেন সেলে এই ফোন বিক্রি করা হবে। সে ক্ষেত্রে লঞ্চ অফারের কারণে গ্রাহকরা বড় ছাড় পাবেন।
আরো পড়ুন – ফিরছে টলিউডের বস? সুপারস্টার জিৎ কি নতুন ভাবে কামব্যাক করবেন?
মানে ICICI, HDFC ব্যাঙ্ক এবং অন্যান্য নির্বাচিত কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চাইলে ২,০০০ টাকা পর্যন্ত ছাড় পেয়ে যাবেন। ই-কমার্স সাইট ফ্লিপকার্টের মাধ্যমে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত লাইভ থাকা এই আর্লি-অ্যাক্সেস সেলের লাভ নিয়ে আপনিও আগাম অর্ডার করতে পারবেন।
Realme 11 Pro+ 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন:
এবার তাহলে এই Realme 11 Pro+ 5G স্মার্টফোনের স্পেসিফিকেশনের দিকে তাকানো যাক। ৬.৭-ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে রয়েছে সেটা তো জেনেই গেছেন দেওয়া হয়েছে। এতে কার্ভড এজ স্টাইল ধরা হয়েছে এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট রয়েছে।
আরো পড়ুন – Ajmer 92: গণধর্ষণের প্রেক্ষাপটে তৈরি ‘আজমেঢ় ৯২’ মুক্তি পাবে কবে? আবার কি বিতর্ক জুড়ছে?
এই ডিসপ্লে ৯৫০ নিট পিক ব্রাইটনেস অফার করে। মনে রাখবেন এই ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক রিয়েলমি ইউআই ৪.০ কাস্টম ইউজার ইন্টারফেস দ্বারা চালিত। ২০০ মেগাপিক্সেল Samsung ISOCELL HM3 প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর যুক্ত ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে।
আরো পড়ুন – Mahendra Singh Dhoni: মহেন্দ্র সিং ধোনির কি কি ব্যবসা আছে? সব মিলিয়ে কত টাকার মালিক ধোনি?
সেলফি ও ভিডিও কলিংয়ের কথা মাথায় রেখে এতে মিলবে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা। যারা ইউটিউব কিংবা অ্যাপ ব্যবহার করে সিনেমা সিরিয়াল দেখতে পছন্দ করেন তাদের জন্য ডুয়াল স্পিকার সিস্টেম দেয়া হয়েছে এই ফোনে।