Breaking Bharat: বিনোদন জগতের অন্যতম তারকা কমল হাসান কে চেনেন? তিনি নাকি জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন?
বিনোদন জগতের তারকাতে জীবন সত্যিই বড় কঠিন। তাদেরকে নিয়ে আমাদের মনে যেমন একটা আগ্রহ কাজ করে ঠিক তেমনি এটাই তাদের কাছে মাঝেমধ্যে বড় যন্ত্রণার হয়ে দাঁড়ায়। সেলিব্রেটি মানে তাদের জীবন নিয়ে তাদের জীবনযাত্রা নিয়ে সবসময় একটা বিশেষ নজর থাকে সাধারণ মানুষের।
এক কথায় বলতে পারেন তাদের প্রাইভেসি সুরক্ষিত নয়। যে সময়টা তারা মনে করেন নিজের মতো করে কাটাবেন বা প্রিয়জনের সঙ্গে আলাদা মুহূর্ত তৈরি করবেন তখনো কোথাও গিয়ে স্টারডাম যেন ব্যাঘাত ঘটায়। এই জায়গায় তারা বড্ড অসহায়। কাজের চাপ বেশি তার সঙ্গে সেলিব্রেটি হওয়ার একাধিক ঝঞ্ঝাট প্রতিদিন সহ্য করতে হয়।
এই সবকিছুর পর সম্পর্ককে সময় না দিতে পারায় কিংবা জীবনে পেশাগত ব্যর্থতা আশায় মাঝেমধ্যে অবসাদ নেমে আসে। কিন্তু এমন কপাল সেই সময়টুকু নিজের মতো করে কাটানোর সুযোগ নেই তাদের কারণ সেখানে জুড়ে যায় সমালোচনা মিডিয়ার হস্তক্ষেপ।
এমন ঘটনা প্রত্যেকে জীবনেই ঘটে অনেকে আবার এই সবকিছু সহ্য করতে না পেরে জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন। এত সাফল্যের পরেও কমল হাসানের ক্ষেত্রেও ঠিক এমন ঘটনায় ঘটেছিল কি? জানেন ভারতীয় বিনোদন জগতে এই তারকা আত্মহত্যা সিদ্ধান্ত নিয়েছিলেন?
কমল হাসান জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন?
বাইরে থেকে চকচকে মনে হলেও বলিউড কিংবা গ্ল্যামার ওয়ার্ল্ড আদতেও সেরকম নয়। মাঝেমধ্যেই সেখান থেকে টুকরো টুকরো খবর ভেসে আসে। কিছু বছর আগে সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যুর খবরে কেঁপে উঠেছিল বলিউড । এইতো কিছুদিন আগেই তামিল ইন্ডাস্ট্রির খ্যাতনামী সুরকার বিজয় অ্যান্টনির মেয়ে আত্মহত্যা করে।
আরো পড়ুন – প্রথম দিন শুটিংয়ে ভয় পেয়ে গেলেন শাহরুখের মেয়ে সুহানা খান? তারকা বাবার কন্যার কেমন অভিজ্ঞতা?
মাত্র ১৬ বছর বয়সে এমন চরম পদক্ষেপ কী করে নিলেন কিশোরী মীরা, সেটা নিয়ে একাধিক ধোঁয়াশা তৈরি হয়েছে। শুধুই দু তিনটে ঘটনায় নয় দেশের নানা প্রান্তেই দিন দিন বেড়ে চলেছেন ছাত্র-ছাত্রীদের আত্মহত্যার সংখ্যা। সত্যিই কি বিষয়টা গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত থাকার কারণ নাকি নিজেদের ব্যক্তিগত জীবনের সমস্যা থেকেও এমন সিদ্ধান্ত?
আরো পড়ুন – অভিনয় না করেও বলিউডের মালাইকা আরোরা কি করে কোটি কোটি টাকা রোজগার করে?
সম্প্রতি চেন্নাইয়ের একটি ইঞ্জিনিয়ারিং কলেজে গিয়ে নিজের অত্যন্ত গোপনীয় এক সংবেদনশীল মুহূর্তের কথা তুলে ধরলেন মেগাতারকা ‘কমল হাসান‘। সেখানে উঠে এলো তার এক চিন্তাভাবনার কথা।
আদতে দক্ষিণী তারকা হলেও বলিউডে একের পর এক ছবিতে অসামান্য অভিনয় করে দর্শকের মন জয় করেছেন কমল হাসন। এমনকি ছোট পর্দাতেও তাঁর আবেদন কিছু কম নয়। তবে অনেকেই হয়তো জানেন না যে এত সাফল্য সত্ত্বেও এই অভিনেতা এক সময় শেষ করে দিতে চেয়েছিলেন নিজের জীবন!
আরো পড়ুন – অরিজিৎ সিং হঠাৎ করে পাগড়ি পরা শুরু করলেন? অনেকদিন অরিজিৎ সিংকে কেউ পাগড়ি ছাড়া দেখেননি?
কিন্তু কেন? অভিনেতা বলছেন, ‘‘২১ বছর বয়সে আত্মহত্যার চিন্তা আসে মাথায়, ভাবি শেষ করে দেব এই জীবন।’’ অনেক ছোট বয়স থেকেই তিনি অভিনয় জগতের সঙ্গে যুক্ত। কিন্তু একটা সময়ের পরে আর নিতে পারছিলেন না। চাইছিলেন একটু বেশি করে লোকের চোখে পড়তে, তবে সেটা হচ্ছিল না।
তিনি চাইছিলেন বাণিজ্যিক ছবির নির্মাতারা তাকে নিয়ে ভাবুক কিন্তু সেটা কোনভাবেই সম্ভব হচ্ছিল না। তখন অবসাদের ঘোরে তিনি নিজেকে শেষ করতে চেয়েছিলেন যাকে পৃথিবী বুঝতে পারে কত বড় অভিনেতা চলে গেল! সেই মুহূর্তে তার গুরু জানিয়েছিলেন জীবন সঠিক সময় সবকিছু ঠিক করে দেয়।
আরো পড়ুন – বচ্চন পরিবারে বড় ভাঙন? আলাদা হয়ে যাচ্ছেন অভিষেক ঐশ্বর্য?
তাই তাড়াহুড়ো করে কোন ভুল সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। অভিনেতা জানান জীবন আর মৃত্যু আলাদা কিছু নয়, একদিন না একদিন মৃত্যু আসবেই। নিজে থেকে ছুটে যাওয়ার মধ্যে কোন বাহালতা নেই। তার জায়গায় বেঁচে থাকার মধ্যে নতুন কিছু সৃষ্টি করার মধ্যেই রয়েছে আনন্দ, সেটা সব অবসাদকে কিছু সময় পরে ডিলিট করেই দেয়।