Breaking Bharat: আসলে বিজ্ঞান আর প্রযুক্তির যুগে আমাদের জীবনে এরকম অনেক কিছু আছে যার সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা নেই। কিন্তু ব্যবহারিক ক্ষেত্রে সেই জিনিস বা শব্দ ব্যবহার করি আমরা। আজ সেরকমই একটি বিষয় নিয়ে কথা।
যদি সংজ্ঞা জানতে চান তাহলে বলি, দূরের কোনও বস্তুর অস্তিত্বের সম্পর্কে জানার জন্য যে যন্ত্রের ব্যবহার করা হয় তাকে রাডার বলা হয়। রাডারকে কিছু ক্ষেত্রে মূল বিষয়ের বা ব্যক্তির তৃতীয় নয়ন বলতে পারেন। অনেক কিছুর উপর ভিত্তি করে কাজ করে এই যন্ত্রটি। যদিও রাডার শব্দ টা কিন্তু ছোটো শব্দ হলেও এর অর্থ বেশ বড়।
আসলে রাডার হল রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং (radio detection and ranging)। এই বিষয়ে ইন্টারনেটে এবং বইতে আপনি তথ্য পাবেন। এটি একটি পদ্ধতি যা রেডিও তরঙ্গের ব্যবহার করে চলমান বা স্থির বস্তুর অবস্থান, দূরত্ব, উচ্চতা এবং দিক নির্ণয় করতে পারে।
আকাশ পথে এবং জলপথে খুব কার্যকরী এই পদ্ধতি (This method is effective in air and water)। পাইলট এবং নাবিক এই রাডারের উপর ভিত্তি ও ভরসা করে অনেক সিদ্ধান্ত নেন। একটা উদাহরণ দিলে বুঝতে সুবিধা হতে পারে। ধরুন ঘন কুয়াশার মধ্যে একটি প্লেন এগিয়ে চলেছে। দৃশ্যমানতা প্রায় নেই বললেই চলে। ঠিক এই সময়ে গুরুত্বপূর্ন ভূমিকা নেয় রাডার।
বিমান থেকে সব সময় একটি রেডিও তরঙ্গ রাডারের (Radar) মাধ্যমে সম্মুখে প্রেরণ করা হয়। এরপর প্রতিফলন এর জন্য অপেক্ষা করা হয়। যদি প্রতিফলন পাওয়া যায় তবে সহজেই বোঝা যায় সামনে কোন বস্তু আছে। তখন আগাম সতর্ক হওয়া যায়। রাডারের পর্দাটি আসলে একটি টেলিভিশনপর্দার মতো। মূল কেন্দ্রবিন্দুতে আছে একটি অপেক্ষাকৃত বড় আলোর বিন্দু।এটা তার নিজের অবস্থান (Radar is a detection system)।
আরো পড়ুন- Avoid these people: এই ধরনের মানুষদের কখনো পাত্তা দেওয়া উচিত নয়, কেন জানেন ?
এর চারপাশে যদি কোন আলোর বিন্দু ফুটে ওঠে তাহলে বোঝা যায় ওখানে অবজেক্ট বা বস্তু আছে। রাডারের পর্দার নম্বর এবং অক্ষরই বলে দিতে পারে বস্তুটির অবস্থান কোথায়। ফলে কোন দিকে আছে এবং কতটা দূরে আছে এটা জানা সহজ হয় । জলে অর্থাৎ জাহাজে বা জলপথে যুদ্ধক্ষেত্রে ঠিক এইভাবেই রাডারের সুবিধাকে কাজে লাগানো হয়।
আরো পড়ুন- Use of Mirrors: নিজের মুখ আর রূপ দেখার জন্যই কি আয়না? যদি আয়না না থাকতো, তাহলে?
রাডার স্টেশন হল একটি ছোট মাপের বেতার কেন্দ্র (Small size radio station)। এই কেন্দ্র থেকে আকাশে বা জলে রেডিও তরঙ্গ (Radio waves) নিক্ষেপ করা হয়। যখন এই রেডিও তরঙ্গ কোন কঠিন বস্তুকে আঘাত করে তখনই সেটা প্রতিফলিত হয়ে ফিরে আসে। এই প্রতিফলিত হওয়া তরঙ্গই রাডারের গ্রাহক যন্ত্রে ধরা পড়ে।
আরো পড়ুন- Tea shop: বাঙালি মানেই আড্ডা,হুল্লোড়, তবে চায়ের দোকানে আড্ডা স্পেশাল, কেন জানেন?
তবে বর্তমানে অন্যান্য ব্যবহারিক কাজেও এর চাহিদা বাড়ছে। যেমন পুলিশ অবৈধ স্পীডে চালান বাইক বা গাড়িকে ডিটেক্ট করতে এটি ব্যবহার করে থাকে। মহাকাশ বিজ্ঞানীরা পৃথিবী বা অন্য গ্রহ উপগ্রহের মানচিত্র পেতে এই রাডারের ব্যাবহার করে থাকে। স্যাটেলাইট এর অবস্থান জানতে মহাকাশ গবেষণা সংস্থা নাসাও এর ব্যবহার করে থাকে বলে জানা যায়