Breaking Bharat: বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির বাদশা বুম্বাদা ওরফে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenji King of Bengali film industry), তাঁকে নিয়ে নানা কথা,ব্যক্তিগত জীবন থেকে অভিনয় ক্যারিয়ার,সব আলোচনা সমালোচনার মধ্যে থেকেও আজ বাংলা ছবি বলতে যদি একটা নাম বলতে হয় তাহলে সেটা নিঃসন্দেহে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তার অভিনয় দক্ষতা দিয়ে অনেক প্রশ্ন উঠেছে কিন্তু সিনেমার তালিকা দেখলে বোধহয় ছবিটা পরিষ্কার হয়।
“ছোট্ট জিজ্ঞাসা” নিয়ে ইন্ডাস্ট্রিতে আসা, চোখে অনেক বড় স্বপ্ন। বাবা বিখ্যাত অভিনেতা ,নাম বিশ্বজিৎ চ্যাটার্জী। ছোট থেকেই বাড়িতে একটা সিনেমার আবহ। উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়ের মত দাপুটে অভিনেতাদের স্বচক্ষে দেখার অভিজ্ঞতা লাভ সেই কোন কালে।১৯৬৮ তে ছোট্ট বুম্বার আত্মপ্রকাশ । প্রায় ছয় বছর ধরে শিশুশিল্পী হিসেবে কাজ করা সেদিনের ছোট্ট বুম্বা আজ টলিউডের “দ্য ইন্ডাস্ট্রি”।
Prosenji Chatterjee King of Bengali film industry
১৯৬৮-১৯৭৪ > ৪টি ছবি
১৯৮০-১৯৮৫ > ১২টি ছবি
১৯৮৬-১৯৯০ > ৫১টি ছবি
১৯৯১-১৯৯৫ > ৩৭টি ছবি
১৯৯৬-২০০০ > ৬০টি ছবি
২০০১-২০০৫ > ৫৩টি ছবি
২০০৬-২০১০ > ৩৬টি ছবি
২০১১-২০২০ > ৩২টি ছবি
সাফল্যের উড়ান শুরু বাংলা ছবি অমর সঙ্গী থেকে:
জীবনের সাফল্যের উড়ান শুরু বাংলা ছবি অমর সঙ্গী করে। ১৯৮৭ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘অমর সঙ্গী’ মুক্তি পায়। পুরনো রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ে বাংলা সিনে দুনিয়া এই ছবির হাত ধরে। তবে এই ছবির করার আগে ১৯৮৬ সালে তিনি তপন সিনহা (‘আতঙ্ক’) ও করুণ মজুমদার (‘পথভোলা’)-এর মতো পরিচালকের সঙ্গে কাজ করে ফেলেছেন।
এমন কোনো নায়িকা নেই যিনি প্রসেনজিতের সঙ্গে কাজ করেননি ।এমন কোন নায়ক নেই যিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সঙ্গে স্ক্রিন শেয়ার (Screen share with Prosenjit Chatterjee) করতে চাননি। কারোর কাছে বন্ধু, কারোর কাছে বড় দাদা, কারোর কাছে আবার মাথার উপর ঈশ্বর হয়ে কেরিয়ারে উন্নতি করতে সাহায্য করে গেছেন বুম্বাদা। ঋতুপর্ণ ঘোষ, অপর্ণা সেন তার সঙ্গে কাজ করেছেন চুটিয়ে।
সৃজিৎ মুখার্জী, কৌশিক গাঙ্গুলী,কলমেশ্বর মুখার্জি ,ব্রাত্য বসু ,শিবপ্রসাদ মুখার্জি, নন্দিতা রায়, অতনু ঘোষ, হরনাথ চক্রবর্তী, স্বপন সাহা, অঞ্জন চৌধুরী কোন পরিচালকের তালিকা থেকে বাদ পড়েননি। গৌতম ঘোষ বা বুদ্ধদেব দাশগুপ্ত-এর সঙ্গেও হিট ছবি করে দেখিয়েছেন প্রসেনজিৎ। বাণিজ্যিক ছবি থেকে সময় মতো একটু সরে, অন্য ধরনের ছবি করাতে মন দিয়েছেন পেয়েছেন সাফল্য।
আপনার জীবনের সেরা সময় বা সেরা মুহূর্ত কোনটা? নাকি বুঝতেই পারছেন না?
Teaching Tuition : টিউশনি পড়াতে গিয়ে শিক্ষক-শিক্ষিকাদের কি কি সমস্যার সম্মুখীন হতে হয়?
নানা চরিত্রে নিজেকে তুলে ধরেছেন, নানা রকম ভাবে এক্সপেরিমেন্ট করেছেন অবলীলায়। চরিত্রের প্রয়োজনে যখন যে রকম ভাবে থাকা দরকার, নিয়ম পালন করা দরকার সেই সবটা একমনে করে গেছেন শুধু বাংলা ছবিকে ভালোবেসে (Just love Bengali movies)।
বিমল রায়,তরুণ মজুমদার ,তপন সিনহা সুখেন দাস ,প্রভাত রায় ,সুজিত গুহ, অর্ধেন্দু চট্টোপাধ্যায় – এনাদের সাথেও কাজ করেছেন তিনি। একের পর এক নায়িকাদের সঙ্গে জুটি তৈরি হয়েছে । নায়িকা বদলেছে সময় আর জনপ্রিয়তা বিশেষে কিন্তু নায়ক একজনই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee is the only hero)। কলাকুশলীদের পাশে দাঁড়িয়েছেন,ফোরাম গড়ে তুলেছেন, তাদের দাবীর জন্য লড়াই করেছেন, তাই তো তিনি সবার বুম্বাদা।
আপনার জীবনের সেরা সময় বা সেরা মুহূর্ত কোনটা? নাকি বুঝতেই পারছেন না?
সবশেষে এটুকুই বলি, বাংলার আপামর দর্শকের কাছে গিয়ে একবার জানতে চান প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তাদের কাছে কি, উত্তরটা সেখানেই পেয়ে যাবেন।