কবি বিদ্যুৎ ভৌমিক”- এর পান্ডুলিপি থেকে উদ্ধার হওয়া কবিতা – Published by Breaking Bharat – স্মৃতিঘর ও পরিচিত উপহাস বিদ্যুৎ ভৌমিক (Poet Bidyut Bhowmik)
যদি ওভাবে উচ্চারণ হত অফুরান স্বপ্নগুলো ; তাহলে আর একবার মৃত্যু নিয়ে ঘুমিয়ে পরবো এই ঘরে ,এই বিছানায় ! মহাবনস্পতি থেকে শূন্যের অদূরের আকাশ ; এধারে – ওধারে মাখামাখি নীলের বৃষ্টি ভেতরে নিরাময় স্তব ; চোখের পিঞ্জরে নির্জন নিঃশব্দ কথা আরও কত প্রাঞ্চল অসুখ এ আমারই !
নতুন কেনা চশমায় চোখ বাসা বাঁধে হাওয়ায় বাতাসে ভাসে এ বাড়ির প্রতিটা স্তবক ৷ চার ধারের চোখগুলো ছায়া ছায়া ভাসমান অদ্ভুত হেঁয়ালী নিয়ে নির্বাক এভাবেই স্বপ্নে ঘুরে গেছে ব-হু বার ,অথচ প্রত্যন্ত অস্থিরতায় কেউ যেন শরীরের সমস্ত নগ্নতা আদিখ্যেতায় দেখাতে চেয়েছে এই আমিটাকে !
এই বাড়ি ,ঘর – দোর , চেনা সিঁড়ির প্রতিটা অবয়ব কবে থেকে অন্য এক সময় থেকে নির্বাসন নিয়েছে ! অথচ এখন সেই দেরাজে লুকিয়ে রাখা মৃত প্রজাপতির ডানা ; সেটাও মনকে পোড়ায় !
আরো পড়ুন- কবি বিদ্যুৎ ভৌমিক এর অন্যতম একটি শ্রেষ্ঠ কবিতা ৷ Published by Breaking Bharat
এই গভীরের অসুখ স্মৃতিভিক্ষা করে সময়ের কাছে কতবার , কতভাবে ,তবু যতবার আমার শরীর ছেড়ে চলে যাওয়া আজীবনের কবিতাদের ফেলে , সেগুলো এখন বাহিরের দরজায় দাঁড়িয়ে আমার জন্য অপেক্ষা করছে !
কাউকে এভাবে মন খুলে ডাকিনি এভাবে ; সেই আকাশ পাড়ের চাঁদ , সেও বৃষ্টির ভেতর আমার ডাক শুনতে পায়নি একবারও ! স্নানঘরের ভেতর বারোমাসের স্বপ্নদোষ – তারাও মধ্যরাতের দুঃস্বপ্নে এসে আমি কেমন আছি খোঁজ নিয়ে গেছে ! কাল সারারাত এই মেঘ-বৃষ্টির ভেতর ঘরের জানলা খোলাই ছিল !
আরো পড়ুন- Poet Bidyut Bhowmick : বিশিষ্ট কবি বিদ্যুৎ ভৌমিক এর কলমে একটি সহজ সত্য কাব্যিক উচ্চারণ
মনের মধ্যে দিয়ে কত রাতের নির্ঘুম যাপন সেও পাখির বাসার মত নীরবতায় একাকার ,সবটাই এই স্মৃতিঘরে একাই জীবন পেতে বসে আছে ! কেউ একজন মৃত্যুর পরেও নিমন্ত্রণ পাঠিয়েছে আমাকে ; উষ্ণ আলতো উচ্চারণে ,ভেতরের যাবতীয় প্রাপ্য দুঃখ ; তারাও আমার পায়ের নীচের রাস্তায় নির্দ্বিধায় অশ্রু ঝরিয়েছে !
আরো পড়ুন- An interview of Poet Bidyut Bhowmick : কবি বিদ্যুৎ ভৌমিক”- এর সাক্ষাৎকার,Breaking Bharat
এই রাস্তায় আমার নাম ধরে কবেকার আধপোড়া স্মৃতি ডেকেছে ; সেটাও নির্ঘুম ঘুমন্তে শুনতে পেয়েছি ,এই অন্তহীন সময় শ্মশান থেকে বৃষ্টি ভিজিয়ে ফিরিয়ে এনেছে আমাকে ! সেখানে সন্ধ্যার পর স্মৃতির ফসিলের আর্তনাদ কতদিন শুনতে পেয়েছি ; এসো হে প্রাণ মৃত চোখ খোলো , আমি এক অতীত আর বর্তমানের মধ্যে তোমার অপেক্ষয় আজীবন মৃত্যু নিয়ে জেগে বসে আছি !!
লেখনীকাল ২৫ / ০৫ / ১৯৯০ স্থান ~ কবি বিদ্যুৎ ভৌমিক এর বাসগৃহ ছায়ানীড় , হুগলী , শ্রীরামপুর ,