Project December AI: এবার ডিজিটাল পদ্ধতিতে মৃত ব্যক্তিদের সঙ্গে কথা বলার সুযোগ! ‘প্রজেক্ট ডিসেম্বরের’ কথা জানলে চমকে উঠবেন (Project December: Simulate the Dead)!
মানুষ চলে গেলে তার স্মৃতি প্রত্যেক মুহূর্তে অনেক কথা মনে করিয়ে দেয়। অনেক সময় এরকম হয় যে মানুষ চাই যিনি চলে গেছেন তার কথা জানতে বা এমনভাবে হয়তো তিনি চলে গেছেন তার মৃত্যুর কারণ সম্পর্কে খোঁজ নিতে। এইসব ক্ষেত্রে সাধারণত বিজ্ঞান সংগত বা বিজ্ঞান সম্মত যুক্তি আপনি খুঁজে পাবেন না কারণ জন্ম মৃত্যু এই দুটো অবস্থার বৈজ্ঞানিক ব্যাখ্যা কোন অন্ধ বিশ্বাসকে সমর্থন করে না।
কিন্তু তা সত্ত্বেও প্ল্যানচেট বলে একটা শব্দের সঙ্গে ছোট বড় আমরা সকলেই পরিচিত। কিছুটা বই কিছুটা টেলিভিশন কিছুটা কল্পনা এই সবটা মিলিয়ে মিশিয়ে এই সংক্রান্ত একটা ধারণা পাওয়া যায়। এখানে মৃত আত্মাদের সঙ্গে কথা বলার উপায় মেলে। কিন্তু মৃতের সঙ্গে কথা বলার জন্য যন্ত্র আবিষ্কার হয়েছে এই কথা যদি আপনাকে বলি, তাহলে কি অবাক হবেন না?
আজকের আলোচনায় তাহলে থাকুক ‘প্রজেক্ট ডিসেম্বর- সিমুলেট দ্য ডেড’। এটা এমন এক প্রযুক্তি যার সাহায্যে সুপার কম্পিউটারের মাধ্যমে যেকোনো ব্যক্তির সঙ্গে লিখিতভাবে বাক্যালাপ করা যায়। এটা কিন্তু প্ল্যানচেট বা প্রেতসিদ্ধের রোমাঞ্চ কাহিনি নয়, একেবারেই তথ্যপ্রযুক্তি শাসিত বাস্তব এক দুনিয়া যেখানে বড় লোকের বাসিন্দাদের সঙ্গে আপনার কমিউনিকেশন একেবারে নিশ্চিত হতে চলেছে।
আজকালকার তিনি মানুষ মুঠোফোনে বন্দী হয়েছেন। জেনারেল নলেজের জন্য প্রশ্নের উত্তর খোঁজা থেকে শুরু করে রান্নার রেসিপি সবটাই আজ মোবাইলে পাওয়া যায়। তবে এবার এমন এক প্রযুক্তির সঙ্গে আপনার পরিচয় হতে চলেছে যেখানে আপনার হাতে থাকা মোবাইল ফোনে ডাউনলোড করা অ্যাপ মারফত যোগাযোগ করা যাবে ‘তেনাদের’ সঙ্গে।
বড়লোকের বাসিন্দাদের সঙ্গে যোগাযোগের বন্দোবস্ত করতে নানা রকমের পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছিলেন রবীন্দ্রনাথ থেকে বিভূতিভূষণ। তাহলে আপনি বা বাদ থাকবেন কেন? মুশকিল আসান। কৃত্রিম মেধা ব্যবহার করে মৃত মানুষের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করা সম্ভব বলে সোশ্যাল মিডিয়ায় একটি খবর ভাইরাল হয়েছে।
দেখুন সাহিত্য বা কল্পকাহিনিতে মৃত ব্যক্তির সঙ্গে যোগসাধনের কথা শোনা গেলেও বাস্তবে ইহলোক ও পরলোকের মধ্যে সংযোগ স্থাপন সম্ভব নয় বলেই বিশ্বাস করেন যুক্তিবাদে আস্থাশীল মানুষ। অর্থাৎ যে মানুষটি চলে গেছেন যার মৃত্যু হয়েছে তাকে আর কোনোভাবেই ফিরে পাওয়াটা সম্ভব নয় তাই তার না বলতে পারা কথাগুলো জানার আর কোন উপায় বাকি থাকে না।
অনেক অস্বাভাবিক মৃত্যুর ক্ষেত্রে অনেক প্রশ্ন থেকে যায়। তখন উত্তর খুঁজতে প্ল্যানচেট করতে চান অনেকে। অনেকেই হয়তো জানেন যে বিজ্ঞানী টমাস আলভা এডিসনও চেষ্টা করছিলেন এমন এক যন্ত্র আবিষ্কারের, যার মাধ্যমে প্রেতলোকের বাসিন্দাদের সঙ্গে কথোপকথন সম্ভব হবে।
আমাদের দেশে বিষয়গুলোর মধ্যে কুসংস্কার ধর্ম অন্ধবিশ্বাস এইসব থাকলেও পশ্চিমে দেশগুলিতে রীতিমতো পয়সা খরচ করে প্রেতলোকের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার জন্য পেশাদার ‘মিডিয়াম’রা সক্রিয় রয়েছেন। আমরা বর্তমান সময়ে দাঁড়িয়ে প্রযুক্তি আর আধুনিকতার উপর বিশ্বাস করি। এই প্রযুক্তি যদি বলে কোন যন্ত্রের মাধ্যমে মৃত মানুষের সঙ্গে কথা বলা সম্ভব তাহলে একটু চমকে যেতে হয় বৈকি।
আমরা আপনাদেরকে জানাতে চাইবো যে সংবাদমাধ্যম ‘দ্য মেট্রো’র একটি সাম্প্রতিক প্রতিবেদন বলছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে মৃত ব্যক্তিদের সঙ্গে ‘যোগাযোগের’ নতুন নতুন উপায় খুঁজে বার করার চেষ্টা করছেন গবেষক এবং প্রযুক্তিবিদেরা।
আরো পড়ুন – খাবার খেতে খেতেও ফোন ঘাঁটতে হয় বুঝি? এই অভ্যাস না বদলাকে বড় বিপদ !
অর্থাৎ গোটা বিষয়টি হবে বিজ্ঞানকে ব্যবহার করে। প্রতিবেদনে তো এমনটাও দাবি করা হয়েছে যে নিউ ইয়র্কের বাসিন্দা ক্রিস্টি অ্যাঞ্জেল ‘প্রজেক্ট ডিসেম্বর’ নামের এক এআই পরিষেবার মাধ্যমে তাঁর এক প্রয়াত বন্ধুর সঙ্গে কথোপকথন চালাতে সমর্থ হয়েছেন। এই AI পরিষেবাটির পুরো নাম ‘প্রজেক্ট ডিসেম্বর: সিমুলেট দ্য ডেড’। এর স্বত্ব এখনও পর্যন্ত গৃহীত হয়নি।
আরো পড়ুন – Data Pack: নেট কার্ড ভরতেই দ্রুত মোবাইলে ডেটা শেষ হয়ে যাচ্ছে? ডেটা খরচ বাঁচাবেন কি করে জানেন?
‘প্রজেক্ট ডিসেম্বর’-এর পরিষেবা পেতে গেলে ন্যূনতম ১০ আমেরিকান ডলার খরচ করতে হবে আপনাকে।বিশেষ প্রযুক্তিটির আবিষ্কর্তা আমেরিকান কম্পিউটার প্রোগ্রামার জ্যাসন রোহ্রার এই । এটি আসলে একটি ‘অনলাইন চ্যাটবট’। নিয়ম অনুসারে এখানে অ্যালগরিদমকে কিছু তথ্য প্রদান করতে হয়। সেই অনুযায়ীই এই চ্যাটবট কাজ করে।
আরো পড়ুন – SearchGPT: চিন্তা বাড়ছে গুগলের! একচেটি আধিপত্য কমার আশঙ্কা, কিন্তু কেন?
যদি এই ‘বট’টিকে যিনি ব্যবহার করছেন তাঁর পরিচিত প্রয়াত কোনও ব্যক্তি সংক্রান্ত তথ্য প্রদান করে কথোপকথন শুরু করেন, তা হলে ‘প্রজেক্ট ডিসেম্বর’ সেই মৃত ব্যক্তির মতো করেই উত্তর দেবে। ব্যবহারকারীর মনে হবে, তিনি প্রকৃতই মৃত ব্যক্তির সঙ্গে কথা বলছেন।