Breaking Bharat: গ্রাহকদের জন্য সুবর্ণ সুযোগ আনল পোস্ট অফিসের (Post office) মান্থলি ইনকাম স্কিম। এই যোজনার মাধ্যমে ভাল মুনাফা তো হবেই, সঙ্গে সুরক্ষিত থাকবে বিনিয়োগকারীর মূলধন। যাঁরা সঞ্চয়ের কথা ভাবছেন, কিন্তু কোথায় বিনিয়োগ করবেন, বুঝতে পারছেন না, তাঁদের জন্য নিঃসন্দেহে লোভনীয় সুযোগ পোস্ট অফিসের এই মাসিক আয় যোজনা।
মান্থলি ইনকাম স্কিম অর্থাৎ এমআইএস-এর মাধ্যমে প্রতি মাসেই টাকা পাবেন গ্রাহকরা। সব মিলিয়ে পাঁচবছরের মেয়াদ রয়েছে এই স্কিমের। এই মেয়াদ একবার শেষ হলে আবারও পরবর্তী পাঁচবছরের জন্য টাকা রাখতে পারবেন গ্রাহকরা। এক্ষেত্রে সুদের হার মিলবে বছর পিছু ৬.৬ শতাংশ। ন্যূনতম ১,০০০ টাকা জমা দিয়ে এই স্কিমের সুবিধা নিতে পারবেন আপনিও।
তবে এমআইএস-এর ক্ষেত্রে সর্বোচ্চ ডিপোজিটের পরিমাণ সাড়ে চার লক্ষ টাকা। জয়েন্ট অ্যাকাউন্ট (Joint Account) হোল্ডাররাও নিতে পারবেন এই সুবিধা। তবে সেক্ষেত্রে সাড়ে চার লক্ষ টাকা করে দু’জনের অর্থাৎ সর্বোচ্চ ন’লক্ষ টাকা জমা করা যাবে। জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে তিনজনের বেশি যুগ্ম গ্রাহক হতে পারবেন না। তবে তৃতীয়জন নাবালক হলেও এক্ষেত্রে অসুবিধা নেই। অর্থাৎ জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে সন্তানসহ বাবা ও মা এই স্কিমের সুবিধা পেতে পারেন। শর্ত অবশ্য একটা রয়েছে। এক্ষেত্রে সন্তানের বয়স হতে হবে ন্যূনতম ১০ বছর।
আরো পড়ুন- প্রিয় চিপসের প্যাকেট সব সময় ফোলা থাকে কেন, জানেন কি? Breaking Bharat
পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে বিনিয়োগকারী কীভাবে প্রতি মাসে ২,৪৭৫ টাকা পাবেন? এক্ষেত্রে ৯ লক্ষ টাকা ইনভেস্ট করলে বছরে ৬.৬ শতাংশ হারে সব মিলিয়ে সুদ পাওয়া যাবে ৫৯,৪০০ টাকা। অর্থাৎ মাসের হিসেবে ভাগ করলে তা দাঁড়াবে ৪,৯৫০ টাকা। অর্থাৎ ন’লক্ষ টাকা বিনিয়োগ করে মাসপিছু প্রায় পাঁচ হাজার টাকা পেতে পারেন গ্রাহকরা। অন্যদিকে যদি সিঙ্গল অ্যাকাউন্ট হয়, সেক্ষেত্রে ৪.৫ লক্ষ টাকা বিনিয়োগ করলে মাস পিছু আমানতকারী পাবেন ২,৪৭৫টাকা।
আরো পড়ুন- Aiburo Bhat :’আইবুড়োভাত’ কি? বিয়ের আগে কেন ‘আইবুড়োভাত’ দেওয়া হয়? প্রিয় চিপসের
আরো পড়ুন- প্যাকেট সব সময় ফোলা থাকে কেন, জানেন কি? Breaking Bharat
এমআইএস-এর সুবিধা নিতে গেলে সরাসরি যোগাযোগ করতে পারেন নিকটস্থ পোস্ট অফিসে। এক্ষেত্রে আগেই সেভিংস অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খুলতে গেলে আইডি ও অ্যাড্রেস প্রুফ হিসেবে আধার কার্ড, ভোটার আইডি অথবা ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি নথি থাকা বাঞ্ছনীয়। এছাড়াও অ্যাকাউন্ট খুলতে গেলে সম্প্রতি তোলা দু’টি পাসপোর্ট সাইজ ছবি লাগবে। তাহলে আর দেরি কেন, নিজের মূলধন সুরক্ষিত রাখার পাশাপাশি মাস গেলে হাতে টাকা পেতে অবিলম্বে পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমের সুবিধা নিতে পারেন।