Breaking Bharat : কবি পরিচিতি : (Poet Bidyut Bhowmick) কেবলমাত্র বিরামহীন কবিতা লিখে যিনি দু’ই বাংলার পাঠক সমাজের মনে পাকাপাকি ভাবে জায়গা করে নিয়েছেন , তিনি হলেন এই সময়কার অন্যতম জনপ্রিয় কবি বিদ্যুৎ ভৌমিক ৷ ১৬ জুন, ১৯৬৪ ভারতের পশ্চিমবঙ্গের হুগলী জেলার শ্রীরামপুরে তাঁর জন্ম ও কাব্য সাধনার ক্ষেত্র ৷ পিতা ৺পিযুষ কান্তি ভৌমিক , মাতা ৺ ছায়ারাণী ভৌমিক ৷ বাংলা কাব্যসাহিত্যের প্রথম শ্রেণীর পত্র পত্রিকা এবং উন্নত মানের লিটল ম্যাগাজিনে তাঁর কবিতা আমরা প্রায় চল্লিশ বছর ধরে পড়ে আসছি ৷
কবিবিদ্যুৎ ভৌমিক এর অন্যতম কাব্যগ্রন্থ গুলির মধ্যে উল্লেখযোগ্য ১) নির্বাচিত কবিতা ২) কথা না রাখার কথা ৩) নীল কলম ও একান্নটা চুমু ৪) গাছবৃষ্টি চোখের পাতা ভিজিয়ে ছিল , ইত্যাদি ৷ কবিতা লেখার পাশাপাশি সেই ছোটবেলা থেকে আজ পর্যন্ত আবৃত্তিচর্চা এবং বর্তমানে একজন বিশিষ্ট আবৃত্তিকার হিসাবে পরিচিত নাম ৷ বেতার ও টেলিভিশন মিডিয়ার চেনা মুখ এবং পরিচিত কণ্ঠ ৷ Breaking ভারত”- এর এই সংখ্যায় প্রকাশ করা হোল কবি বিদ্যুৎ ভৌমিক এর অন্যতম শ্রেষ্ঠ কবিতা ৷
আরো পড়ুন- Bidyut Bhowmick : কবি বিদ্যুৎ ভৌমিক এর অপ্রকাশিত অন্যতম শ্রেষ্ঠ ধ্রুপদী কবিতা
কবি বিদ্যুৎ ভৌমিক এর কবিতা
১ ) হদয়তান্ত্রিক উচ্চারণ
ক্যানভাসটায় ঘুরছে ফিরছে বহু জাগতীক রঙ ;
রোদ নিভিয়ে চাঁদ সরিয়ে পার্শ্ব বর্তী ঘর পুড়িয়ে অন্ধকারের অলীক পথে ঘুরছি সারাক্ষণ !
তুমি যেন প্রাচীন কালের
ম্যাজিকওয়ালা ; বাতাস বেণুর মত ,
তুমি যেন প্রেমিক পুরুষ অতলান্তে স্বপ্ন শতশত ! সমাধিমগ্ন তোমার চোখে অনেক কথার ভাষা , মনের ঘরে চুপি চুপি তোমার যাওয়া আসা !
আরো পড়ুন- Poet Bidyut Bhowmick : কবি বিদ্যুৎ ভৌমিক এর আন্তর্জাতিক প্রেমের কবিতা
প্রলয়ের আগে স্থির ছিল সমস্ত চরাচর ৷ বিষম বধির ছিল বহুকালের হাওয়া বাতাস ৷ আপতত গোপন শরীরে রক্ত মাংস নিংড়ে দাঁড়িয়ে থাকা ; অদেখা মনুষ্যত্ব নিয়ে ,মাঝখানে স্বপ্নের ভেতর থেকে ঘুম এসে উপহার দিয়েছে প্রতিটা রাতের স্তব্ধতা !অবিকল তোমার সুশিক্ষার শেষ সীমায় এসে সুবোধ বালকের মত কতবার তোমাকে দিয়েছি পৃথিবীময় আমাদের পাপ , অথচ হে মহাপ্রাণ নটরাজ সেই পাপগুলো শেষমেষ পদ্ম হয়ে তোমার পায়েতে আশ্রয় পায় রোজ !! ১৪১৫ বঙ্গাব্দ
আরো পড়ুন- Poet Bidyut Bhowmick : কবি বিদ্যুৎ ভৌমিক এর একটি অপ্রকাশিত শেষ না হওয়া কবিতা
২ ) ভাঙা ঘুম ছেড়া স্বপ্ন
অবশেষে বৃষ্টি থামলো ; চোখেতে পলাশ ফাগুন ! স্বপ্ন ফেরৎ পাখিটা বহুকাল ধরে নির্ঘুম ছিল অলীক অবহেলায় , তবু প্রত্যন্ত সাধন গর্ভে মুখ বাড়িয়ে কথা বলে কথাহীন ইতিহাস ! বৃষ্টি ও জলে পাথিকের পায়ের চিহ্ন ধুয়ে যেতে যেতে পথ হারানো স্তব্ধতায় নির্বাক সময় ; গতিপথে এগিয়ে দেয় বিনীত প্রণাম !
সাধারণ স্বপ্ন গুলো এভাবেই ভিক্ষুক ,অবৈদিক ঢঙে চেয়ে নেয় মন খারাপের স্মৃতি ডোবা দিন !
ওধারে অনেক আগেই বৃষ্টি থেমেছে , আড়ালে ছাইরঙা ছবির আধার বেমালুম চেয়ে দেখে সর্বনাশের পালিয়ে যাওয়া মেঘকে , যতবার এখানে জন্মের সঠিক তারিখ ভুলে গেছে কিঁট পতঙ্গ দল | এই রাত এবং সমস্ত দিনের অশরীর আবেগ মধ্যরাতে সময়কে পুতে রাখে অন্য কোন অলৌকিক পথে ! !লেখনী কাল : ~ ২০১১ | স্থান :শ্রীরমপুর , হুগলী