Breaking Bharat: The Best of Poetry by Bidyut Bhowmick’s এই সময়কার অন্যতম একজন দু’ই বাংলার জনপ্রিয় কবি বিদ্যুৎ ভৌমিক এর একটি শ্রেষ্ঠ কবিতা ৷
অন্য চোখ অভিন্ন আমি
বিদ্যুৎ ভৌমিক
মুক স্তব্ধ হলে নিজস্বী স্মৃতি স্তবকেরা ছায়ার ভেতর পায়ে পায়ে কাছে চলে এলে ইথার ভাষ্যে আজনবী শিতারিষ্ট যন্ত্রের কান মোলে নিপুন প্রণয়ে !
রোজ যাকে দেখি চেনা রাস্তায় চোখের মধ্যে রাখি সঞ্চিত পাপ , তাপ , মায়াবী অভিমান , এসব ভেতরেই চুপ একই অদৃশ্যতায় বিশ্রামহীন অপটু আদর্শে দর্পণের কাছে ঋণস্বীকার করে !
মৃত্যুর পর অন্য এক অদেখা অশরীর ছদ্মবেশ ; এই চেনা চৌরাস্তায় আমাকেও অচেনা দেখি গল্পের ফাঁদে ব্যথাতুর বিবর্ণ পাঁচালি নিয়ে এপাড়া – ওপাড়া অজ্ঞাত অবিচল শূন্যতায় ক্লেডিয়াস ঢেউয়ের ভেতর !
বহুদিন পর নিজে নিজেই নিখোঁজ হলাম ,এই ঘরে আমার আত্মগোপনের হদিশ পায়নি নিজের প্রিয়জন এবং স্ত্রী ও সন্তান ; তবুও এভাবেই মৃত্যু মৃত্যু উদাস অন্তরে ভিজে ওঠে মনের দু’চোখ!
কথা হয়েছিল এক যুগ আগে তোমার সাথে ! তখন কবিতার ভেতর দূর্দান্ত মুগ্ধতায় আগুনের কথা ভুলেই গেছি ,-সময়টা আপাদমস্তক উড়ণচন্ডি ছিল প্রেম ছিল , প্রার্থনা ছিল , সুগন্ধ ছিল চারপাশ ঘিরে তবুও এই মন ভালোবাসার দৃশ্যমানতা প্রত্যন্তে কতবার হিসেবহীন এঁকেছে স্বযত্নে সেটা মন বোঝে নি !এভাবেই কতবার তোমার জন্য সখ করে মিথ্যেই মরেছি , সেটাও নাবুঝে এভাবে-ই নবনীতা !
এই যে এই ঘরে আমার উচ্ছ্বিষ্ট অতীত ; তারাও অবিবেচক , তা না হলে কেনোইবা ওরা মৃত্যুর পর স্মৃতিস্বপ্ন মেলে ধরে কথা না বাড়িয়ে শ্মশান থেকে ওরা ফিরে এসে ছিল আমাকে দাহ করে ! নিম পাতা,লোহা,আগুন ছুঁয়ে এ বাড়ির চৌকাঠ ডিঙিয়ে ছিল ওদের ঠিক পিছন পিছন আমিও চলে এসেছিলাম এই ঘরে অযান্ত্রিক একক !
আরো পড়ুন- যন্ত্রণায় কাতরাচ্ছেন ? মুঠো মুঠো পেইনকিলার খেয়ে নিচ্ছেন না তো? জানেন পেইনকিলার আসলে কি?
অথচ প্রিয় মুখগুলোর বিমূর্ত নাটক দেখে সব হারানো রাত রাত গন্ধে অনির্দিষ্ট মোচড় খেলাম!যখন এই শরীরটা পুড়ে উঠছিল ; স্মৃতিবাস স্বপ্ন গুলো একবার বাঁচার ইচ্ছাতে চিৎকার করে আমার অভ্যন্তরে তোমার নাম করে কেঁদে উঠেছিল নবনীতা !
আরো পড়ুন- একা একলা জীবন কাটানোর কী কী সুবিধা ও অসুবিধা আছে ? Breaking Bharat
সেদিনের সন্ধ্যায় শিলাবৃষ্টির ভেতর এই ঘরে প্রথম স্পর্শের ছোঁয়ায় আঁধার বিগ্রহের বুকে ফাঁটল দেখেছিলাম !
তুমি তোমার হাত এগিয়ে দিয়েছিলে ভালোবাসতে ,অথচ আজ হঠাৎ বাতাসে উড়ে গেল কবিতার খাতার শেষ তোমাকে নিয়ে লেখা কবিতা নবনীতা !কতদিন কেটেছে এভাবে তুমিহীন দহনে পীড়ণে দুঃখে ও জ্বালায় ,এই ঘরে স্বপ্নরা এসে খোঁজ নিয়ে গেছে ; আমি আর ফিরবো না কোন ভাবে !!
আরো পড়ুন- আপনি কি বশ হয়ে যাচ্ছেন? আপনাকে কেউ নিয়ন্ত্রণ করছে? হিপনোটিজম সম্পর্কে জানেন?
লেখনীকাল :২৬/০৫/৯৮
স্থান : কবি বিদ্যুৎ ভৌমিক এর বাসস্থান ছায়ানীড় , হুগলী , শ্রীরামপুর , ভারত , পশ্চিমবঙ্গ