Breaking Bharat : (Bidyut Bhowmick) একদিন সময় দেখাতে চেয়েছি উল্টো পকেট খুলে রাতভোর বৃষ্টিতে বাদী ও বিবাদীতে ! গতি আহ্নিক স্থাপন এই বাইপাশে ঘূর্ণন এভাবেই সহজ বৃষ্টিতে আমার ছায়ার তলায়,দু’ভাগ চিন্তার বেনামী জীবন ফুসফুসে দূষণের জটিল সংক্রামক,মাটি ও প্রকৃতির বিভাজিত অপ্রমেয় ঘুম নির্ঘুম কিম্বা দর্পণে প্ররোচিত ছবির নগ্ন দর্শন;এই সব অন্য হারানো পথে নিম ইচ্ছায় দূর নিরীক্ষণ !
শরীরে যতটা পোশাক ঢাকা;তার মধ্যে অদৃশ্য নগ্ন শাখা – প্রশাখা ৷ ক্রমাগত ছায়া পালটিয়ে আবরণে স্মৃতি ছায়া মুখ ! এই পথে অন্য অচেনা ইতিহাস হিংস্র দানবের ছদ্মবেশ নিয়ে পার্ক স্ট্রিটে এক বেস্যার উপাখ্যান ঘাটে,কেউ শূন্য তৈরি করে নিজে নিজে ৷ সে আমার হৃদয় শূন্য গত জন্মের আমি !
শেষে এভাবেই পয়মন্ত পথে বৃত্ত ছেড়ে বেরিয়ে এসে;যৌন শিক্ষার পাঠ পড়াচ্ছি ওই আকাশটার তারাদের ! এই উল্টো পকেটে কিছু কিছু ছায়া মুদ্রার ঘুঘু চড়েছে;সেই কারণে অন্তর সমাধি হয় স্মৃতিহীন অমাইক জ্বালায় ! প্রচুর স্বপ্নরা ; চেনা সেবক সেজে চোখে চোখে বৃষ্টি ঝরায় ৷
আরো পড়ুন- ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় – ঠিক কখন মনে হয়? Breaking Bharat
আরো পড়ুন- Second hand mobile: সেকেন্ড হ্যান্ড মোবাইল কেনার আগে এই বিষয়গুলো জেনে নিন
তাজা রক্তে আতুর আশ্রয়ে প্রহর কাটায় ! কী এক চিহ্ন টেনে দৌড়ে চলে যায় ইহকালের ক্যালেন্ডার;এটাও অস্তিত্বে এবং না বলা অশরীরী ! কেউ কেউ চিনে ফেলে আমার পূর্ব পরিচয়;কেউ কেউ প্রচীন আকাশ থেকে জ্যোৎস্না কেনে পোশাকহীন দেবতার কাছে !
নতমুখে ঈশ্বরকে সুখ দেখতে চেয়ে সততই ওধারের রাস্তাতে বিজ্ঞাপন ছেড়া ভাস্কর্য,অবয়ব আবিষ্ট হয়তবু এই শূন্যতায় অক্ষত যত ভাবে থাকি ৷সেই যে সেই প্রান্তিক সকলে সম্পূর্ণ দুঃখের পাশে বিমূর্ত এক উলঙ্গ ছায়া,দ্রবীভূত হতে হতে অকস্মাৎ বাতাসে উড়ে যেতেই-প্রত্যেন্তে মোচড় খেলাম!
আরো পড়ুন- Drink Water: খেয়ে উঠেই জল খান? সাবধান! এতে বিপদ বাড়তে পারে
অলীক যতো চোখ ভেজা মিথ্যা আকাশ,সেটা ঘরের ভিতর থেকে আরও অস্পষ্ট এক পাতা গদ্য কবিতার ভিতর অনভ্যস্ত নির্ঘুমে এভাবেই একক | ঘরের মধ্যে আরও কিছু অন্তরগত পরিবর্তন-মহাশূন্যে অশরীর অথবা অশান্ত স্বার্থপর সেজে মনকে গোপন করে ভ্রূভগ্ন তালে শ্রাবণ আনে জ্যোৎস্না রমণীর মহিমান্বিত দেহের নির্মম দহনে ! (লেখনীকাল ০৫/০৬/৯৬,স্থান কবির বাসস্থান ছায়ানীড়,শ্রীরামপুর , হুগলী)