Breaking Bharat : পরিচিতি লিখন :~কবি বিদ্যুৎ ভৌমিক (Poet Bidyut Bhowmick), জন্ম ১৬ জুন ১৯৬৪ , হুগলী জেলার শ্রীরামপুরে ৷ পিতা ৺ পিযুষ কান্তি ভৌমিক ও মাতা ৺ ছায়ারানী ভৌমিক ৷ প্রথমে পূর্ণচন্দ্র প্রাথমিক বিদ্যালয় পরে নেতাজী উচ্চ বিদ্যালয় ৷ ৭০ এর দশকের শেষের দিকে কবিতা লেখার সূচনা | বাংলা সাহিত্যের প্রথম শ্রেণীর পত্র পত্রিকা ,লিটল ম্যাগাজীন,কবিতা সংকলনে একমাত্র কবিতা লিখে জনপ্রিয় ও প্রতিষ্ঠিত |স্বীকৃতি স্বরূপ দেশ ও বিদেশ থেকে পেয়েছেন পুরস্কার ও সম্মান |বিশেষ ভাবে উল্লেখযোগ্য ২০০০ সালে আমেরিকান বাওগ্রাফিক্যাল ইন্সটিটিউট থেকে “ম্যান অফ দ্যা ইয়ার” পুরস্কার ২০০৬ সালে world medal of freedom সম্মান লাভ করেন ৷
সম্প্রতি California TV থেকে ২০২১ দু’দুবার পান কবি হিসেবে সম্মান ও স্বীকৃতি | তাঁর কাব্যগ্রন্থ গুলির মধ্যে অন্যতম ক) নির্বাচিত কবিতা খ ) কথা না রাখার কথা গ ) গাছবৃষ্টি চোখের পাতা ভিজিয়েছিল ঘ ) নীল কলম ও একান্নটা চুমু ( Ebook ) |ইতিমধ্যে ভারত ও বাংলাদেশের বেতার ও টিভির তিনি জনপ্রিয় বাচিক শিল্পী হিসাবে সুনাম অর্জন করে চলেছেন ৷ তাঁর কবিতার সংখ্যা প্রায় ১০ হাজারের অধিক ৷ কবি বিদ্যুৎ ভৌমিক এর ঠিকানা ছারানীড় ৬৫/১৭ , ফিরিঙ্গি ডাঙা লেন , মল্লিকপাড়া , সূচক ৭১২২০৩ শ্রীরামপুর , হুগলী , ভারত , পশ্চিমবঙ্গ ৷
ক-বি-তা ~প্রেমিক স্বজনেষু ~ বিদ্যুৎ ভৌমিক
দেখ বন্ধু এই হাত জোড়ায় কিছু নেই , চেটোর মধ্যে অভ্রান্ত রেখার নিশান ! কী করে যে থেকে গেছে জন্মঋণ এবং প্রতি জন্মের থেকে যাওয়া চুমুর দাগ !কিছুকালের স্পন্দমান বুকের ভারসাম্যহীন ধুক ধুকানী ,এসব আবার ম্যাজিক নাকি;আজন্মের বাতুলতা ! সহজ সত্য গোপনতা মাখা নীল নীল প্রতাঘ্নের বিষ !
তোর শরীরে ল্যাভেন্ডারের মৃদু সৌরভ ৷ কত যে কি বাতাস মেশা ছায়ার আদোর ; সেই যে সেই জন্মে জন্মে আমার প্রেমের আসা যাওয়া,মন ভ্রমণে !কী ভয়ানক মরণ ফাঁদ ; এই রাস্তায় ,চলতে চলতে অতীত ফেরত ক্যালেন্ডারের দিন গুলোকে একলা করি ; ইচ্ছায় ও স্বেচ্ছায় ! এই জীবনটা তোকে তোর থেকে কী ভাবে যে কেড়ে নিলাম ,এটাও একটা অর্ধেক ম্যাজিক;বাকিটা পরবাস্তবতা কত জন্মের স্মৃতির শিকড় যেই ছিঁড়েছে ;সেগুলো আবার যত্ন করে তোলা আছে কবিতায় কবিতায় !
আরো পড়ুন- ঘুম থেকে উঠে সবার আগে বিছানাটা চটপট পরিষ্কার করে ফেলুন! এটা কিন্তু দরকার
সম্মোহনে স্থির হয়েছে এ মনটুকু ,ওই দরজায় রাত ঢুকেছে সূর্য নিবিয়ে দিয়ে ৷এই মনেতে প্রবেশ করলে দরজা দিয়ে প্রেমিক হাসে সর্বনাশের প্রচ্ছন্ন ক্রোধে ,এই যে আমি হাত পেতেছি তোর দিকে ; যদি একবার তোর ঠোঁটে উচ্চারণ হয় ভা-লো- বা-সি , ভা-লো-বা-সি ! সেই শাড়িতে হারিয়ে যাওয়া সাতসাগরের অসীম মনন ,বুকের মধ্যে সেই থেকে সেই আনাত্মীয় নীরবতা ! এটাও নাকি তোর জন্যে কুসুমকলী , চাঁদ ভাসিয়ে দিলাম আমি এই যে আমার ভালোবাসায় ! ধমনী শিরায়
আরো পড়ুন- Mutton Biryani Recipe : বাড়িতেই সুস্বাদু মটন বিরিয়ানি রান্না করা সম্ভব,রেসিপি আমরা বলে দিচ্ছি
আরো পড়ুন- Post-Mortem: পোস্ট মর্টেমের নাম ‘ময়নাতদন্ত’? কেনই বা এমন নামকরণ?
কতবাব যে ইচ্ছা করে পাল্টে নিলাম নিজের শরীর ; বলতো দেখি আগুনলতা কোন আমার শ্রেষ্ঠ নির্মাণ ? প্রতি জন্মে দেহ বদলের নাটক চলে,প্রেমিক স্বজনবন্ধু গুলো গভীর জুড়ে প্রতি জন্মের আয়না দেখায় ! তার ভেতরে আমার আমি মৃত ভাসমান ,হঠাৎ করে নির্ঘুমেতে অশ্রুপাতের শব্দ শুনি ; ফের আর একবার চোখ ফেরানো সজাগ দুঃস্বপ্ন , ফের ঘুমন্ত অস্তিত্ব বহতাময় ! জটিল অন্তরীক্ষ থেকে ফিরিয়ে দেই তোকে নিয়ে প্রতি জন্মে লেখা স্মৃতি হয়ে যাওয়া কবিতা |
অপ্রকাশিত কবিতা,লেখনী কাল ২২/৬/২০১৭,স্থান ~ছায়ানীড় ~শ্রীরামপুর , হুগলী