Breaking Bharat : কবিতা নিয়ে কিছু কথা :
নিছক কিছু একটা বাক্য গঠন করে সাদা পৃষ্ঠায় নীল কালির কলমে শব্দ ও অক্ষরে কিছু লিখে সম্পাদকদের কাছে পাঠিয়ে দেওয়াটা আমি কখনোই এটাকে কবিতা বলে সম্মান দেবনা ৷ কবিতা”- নামক বিষয়টার সাথে আমি গুনে গুনে চল্লিশটা বছর কাটালাম , এটা দু’ই বাংলার পাঠক বন্ধুরা জানেন । আমি এবং আমার কবিতা উর্বর মস্তিষ্কের ফসল বলতে পারি ৷ এই কবিতারা আমার জীবন বোধের প্রতিবিম্ব বলা যেতে পারে ৷ খুব যত্ন এবং সময় ও বুদ্ধি খরচ করে আমার কবিতার নির্মাণ হয় !
একটা কবিতা প্রকাশ পাবার আগে এবং পরে , যে সন্ধিক্ষণ সেই রাস্তাটা অনুধাবন করার আমি আদ্যোপান্ত চেষ্টা করি ৷ নতুন যারা লিখছেন , তাঁদের মধ্যে অনেকেই আমার অন্তরের অন্তঃস্থলে জায়গা করে নিয়েছেন ৷ নবীনদের প্রতি আমার বিশ্বাস প্রথম থেকেই ৷ কী অসাধারণ প্রতিভা নিয়ে এরা জন্মেছেন ! ওদের কবিতা পড়ে আমি উৎসাহ পাই , এবং ওদের সাথে নিজে থেকেই যোগাযোগ করে বন্ধুত্ব গড়ি ৷
আরো পড়ুন- Poet Bidyut Bhowmick : প্রখ্যাত কবি বিদ্যুৎ ভৌমিক এর একটি অন্যতম শ্রেষ্ঠ কবিতা
যাই হোক , এখানে একটা কথা না বললেই নয় ; সেটা হোল , কবিতাকে নিয়ে যথেচ্ছ ছিনিমিনি খেলার প্রয়াসই বর্তমানে কবিতার ক্ষেত্র থেকে পাঠক সমাজকে অনেক দূ-রে সরিয়ে নিয়ে যাচ্ছে ! এর থেকে উপায় একটাই , যাঁরা একমাত্র কবিতা পত্রিকার সম্পাদক ও প্রকাশক তাঁদেরকে আমার আন্তবিক অনুবোধ , আপনারা আপনাদের পত্রিকার সম্পাদনা একটু কঠিন ও কঠোর হয়ে করুন ৷ কেননা যে কোনো রচনা প্রকাশ হয়ে রেরলে সত্যি কারের ভালো লেখা থেকে পাঠক দৃষ্টি সরিয়ে নেবেন ! যাই হোক সবাই ভালো থাকুন এবং চাল থেকে কাঁকোড় বেছে তবেই উন্নত মানের কবিতাকে আবিষ্কার করুন ৷
বিদ্যুৎ ভৌমিক১১/১০/২০১৯শ্রীরামপুর , হুগলী
ধ্রুপদী কবিতা :ফুটপাতের অশরীর দাঁড়িয়ে কেউ , বিদ্যুৎ ভৌমিক
আরো পড়ুন- Poet Bidyut Bhowmick : বিশিষ্ট কবি বিদ্যুৎ ভৌমিক এর কলমে একটি সহজ সত্য কাব্যিক উচ্চারণ
এরই ভেতরএই পথে বৃষ্টিতে চলার ইচ্ছা গুলো খোলস ছেড়ে ; আত্মপতনের শ্বাস প্রশ্বাস গোনে ! তবুও ওই জলাতে চাঁদ ডোবে নিজের খেয়ালে ,| শেষ প্রহরে জীবিত প্রেত গুলো অপেক্ষাকৃত একলা এভাবেই যদি মরি ; মৃত্যুর কাছে আমার পরবর্তী জন্মের কিছু পরামর্শ দেবার আছে !
প্রতিতুলনায় চলেছি আমার ছায়া ঠেলে ঠেলে ! যদিও এই মন পথে পথে কথা হারানোর ইতিহাস খুজি ; নতুবা তর্কতীত অন্য এক আবেগের কাছে বোধ যেন সম্মুখবর্তী নস্টালজিয়াকে সালাম ঠুকে মরণের রাস্তা দেখায় ! যে চোখ দৈবাত নিয়ে বেড়ে ওঠে দৃশ্যের অহংকার নিয়ে ; সেই চোখে সংজ্ঞা হারানো ছবিটা নীরবতায় একলা একক হয়ে ওঠে এই পথে !
আরো পড়ুন- আমলকি কেন খাবেন ? খেলে কি কি উপকার হয় ?জেনে নেওয়া যাক আমলকির উপকারিতা
অলক্ষ্যে চলেছি ; স্বপ্ন ও দশ দিকের দৈর্ঘ্য প্রস্থ কিম্বা অন্য কোন বাবতীয় অস্বীকার , এ সব রাস্তার কষ্ট ভুলে যাবার নাটক রচনা করে ! এই এক দিন বৃষ্টিতে পাশের রাস্তায় ভুল উচ্চারণ করে কেউ একজন আমার নাম ধরে ডাকে ,সেটাও যেন মৃত্যুর উনিশটা মাস পরে ! এভাবেই রাস্তার ভেতর অন্য এক রাস্তা এসে বৃষ্টিতে ভেজে ৷ এই তো সময় ; আমার এত কালের অবৈদিক আবেগ যেটা প্রত্যন্ত গভীরে থেকেও ইদানিং অতীব অমাইক ! ছবি যেন কত শত সত্যের না ডোবা
এই ভাবে চলতে হলে নষ্ট হয় গোপন কথার বিবরণ ! তা বলে কখনেই অন্য এক ভুল অন্য চেহারা নিয়ে সামনে দাড়ালে ; দর্পণে নিজের শরীর উলঙ্গ দেখি ! কবিতার মধ্যে অভিমান পোড়া হৃদয় অশ্রু পাতে ভিজে ওঠে ; অন্য এক মৃত কঙ্কালের ছদ্মবেশে ৷ তবুও এই পথে দানব ও ঈশ্বর ঠোট নিয়ে বলে ওঠে ঘুম নির্ঘুমের জীবনী
লেখনীকাল :~১৪/১১/২০১৭,শ্রীরামপুর , হুগলী- ছায়ানীড়