Breaking Bharat : ধ্রুপদী অপ্রকাশিত কবিতা থেকে
স্মরণযোগ্য মৃত্যু ও সময়শূন্য জীবন বিদ্যুৎ ভৌমিক (Poet Bidyut Bhowmick)
শীত ছড়ানো রোদ্দুরে এ ফুলে ও ফুলে খেলছিল ; প্রজাপতি ! সারাবেলাটার ভিতর তখনো মহাঘুম নির্জন ,এখানে রাত পর্যন্ত একলা একক প্রতিদিনের জীবন ৷ এখানে বাতাস কিছুটা আগে বাঁশি ফুঁকে চলে গেছে উত্তরহীন নিরবতা নিয়ে ,কবিতার পাতায় পাতায় মহাকাশের তারাদের সূর্য ঝলসানো নির্ঘুম ! ওধারের চেনা চোখে চেনা কথার চুপ নিঃঝুম প্রেম ; অশ্রুপাতে বলতে চেয়েছে , মরলেও ভালোবাসি বলে তবেই মরবো !
সদ্য কেনা আকাশটায় মেঘ করলে ; চোখ ভিজে ওঠে মৃদু কান্নায় ! ওধারের পৃথিবীতে সারাবেলাটার স্বপ্ন গুলো ভাগ করে নিতে নিতে মৃত আত্মারা পালিয়েছে প্রমুখ আবেগে ! এই শীতে স্মৃতিগুলির অবতরণে অন্তর্হীন অবুঝ – নির্বোধ প্রাচীন দর্পণের তেপান্তর ; অথচ গোপন তরঙ্গে পোশাকহীন অতৃপ্তির জ্বালায় অন্ধ হয়ে গেছে স্বপ্নভ্রষ্ট চাঁদ !
আরো পড়ুন- Sim Card : একাধিক সিম ব্যবহার করেন? বন্ধ হতে পারে কানেকশন
ব্যক্তিগত ব্যথা গুলো যাবতীয় স্তদ্ধতায় সর্বনাশের মত আয়ু নিয়ে বেঁচে আছে ; এভাবেই ! এ’মন কাল সমস্ত দিন তোর চোখের ভেতর ঘুমিয়ে থেকেছে ৷ হীম নীরবে কথা গুলো এঁকে বেঁকে পাখি হয়ে উড়ে গেছে জ্যোৎস্না ফিরিয়ে আনতে ,অদূরেই জটিল সর্বনাশ গুলো আবেগ তাড়িত ; তবু একাই এই মনে ব্যথার দাগ গুলো মুছে দিতে দিতে বৃষ্টিবিন্দুগুলি হাত পেতে তুলে নেই মিথ্যা বিশ্বাসে !
আরো পড়ুন- Bidyut Bhowmick : কবি বিদ্যুৎ ভৌমিক এর অপ্রকাশিত অন্যতম শ্রেষ্ঠ ধ্রুপদী কবিতা
অনিয়ন্ত্রিত জরুরি চোখেরা অতলান্তে তাকিয়ে দেখে স্বঘোষিত উপাচার গুলি ৷ আজ কেউ একজন অবিকল দু’হাত এগিয়ে দিয়ে আকাশ ছুঁয়ে ছিল ; ও পৃথিবীর শ্রেষ্ঠ পাগল ! অবশেষে এভাবেই শেষ কথা হয় , বিবেক চোখ খুলে পেল্লাই সমীহ নিল অন্তরপুরুষ ! নষ্ট নষ্ট স্বপ্ন থেকে পথহীন আদোল সম্বিত ফিরে পেলে আমিও নিছক হেঁসে উঠলাম ভেতরে গভীরে ! এই অন্য স্বপ্নের ভোর ; সততই আমারই আবেগ গোলাকার হয়ে ঘুরছে ফিরছে নতুন এক জন্মের ইচ্ছায় !
আরো পড়ুন- Poet Bidyut Bhowmick : জনপ্রিয় কবি বিদ্যুৎ ভৌমিক এবং তাঁর সময়সাক্ষী কবিতা
লেখনীকাল ১১/১০/৯৪, স্থান :কবির বাসগৃহ ছায়ানীড়শ্রীরামপুর,হুগলী