Breaking Bharat : ৯০”- এর সময়ের লেখা ক-বি-তা (জাফরানি রঙ পরছায়া স্মৃতি-বিদ্যুৎ ভৌমিক- (Poet Bidyut Bhowmick)
এই অভিন্ন ভাসমান নির্জনতায় একান্তে অবুঝ ! তবুও নিভৃতে একক নির্ঘুম নীরব ,নির্নিমেষ কথা চলে চোখে চোখে ম্যাকডেভিড ছাড়িয়ে অদ্ভুত উচ্চারণে-এই বেশ সতত প্রেম অতীব চোখচুপ ছিমছাম হৃদয় পোড়া আক্ষরিক আত্মনীরর ! কোথাও এভাবে দুঃখডোবা অমনস্ক ভূষিত আবেগ ; অলৌকিক ফ্যাকাশে ৷ তাই বিরতি নিতে চেয়ে চোখ অন্য দিকে ঘুরে গেল , এভাবেই পরছায়া স্মৃতি এবং প্রাচীন কাপড় চোপড় ; বিশ্রী একই রকম নিঃসঙ্গ একক !
এখানের কবিতাগুলো অস্তিত্বহীন ও ব্যক্তিগত আবেগ নিয়ে অভিন্ন নিঃস্ফল আকুল ,তাই বেশিটুকু সময় অন্য চাঁদের জ্যোৎসা পান করে দেবতার ছদ্মবেশ নিয়ে ! এই চোখ বেমালুম আঁকছিল তোমায় ; তুমিও শেষ নিঃশ্বাস আমার ঠোঁটেতে ফেলে স্তদ্ধ নীরবতায় হীম এভাবেই নিথর অশরীর ! তাই ভালোবাসার কাছে আমিও পাথর হয়ে আছি ,
আরো পড়ুন- Poet Bidyut Bhowmick : বিশিষ্ট কবি বিদ্যুৎ ভৌমিক এর কলমে একটি সহজ সত্য কাব্যিক উচ্চারণ
কোথাকার জীবন এই মাটির মধ্যে অক্ষরলিপি ছড়িয়ে দিয়েছে প্রতিজন্মে ! এই ধৃষ্টতা প্রতিবার খুন হয় মনুষ্যতের পরিচয় দিতে গিয়ে ,সবটাই মূল্যহীন,তীব্র বঞ্চনায় কষ্টের দাগ গুলো দর্পণে ভেসে ওঠে অসুখ বিসুখের স্তবক নিয়ে ! সেখানে আমিও নির্বাক,অনেকটাই নিঃশব্দ !
অবুঝ ইচ্ছা গুলো মৃত্যু মৃত্যু স্তব্ধ নির্জনে ব্যক্তিত্বহীন নির্বাক থাকে আজীবন,অথচ সেই কতকালের প্রেম শরীরহীন শাস্ত্রদর্শী এভাবেই ! ছুঁয়েছি তোর স্বপ্নের শরীর,ভিতরে ডেকেছি তোকে স্নান ঘরের শ্রাবণ জলচ্ছাসে , তুই ও তোর প্রতিবারের উপেক্ষা ব্বির্ণ ভৌতিক ,তবু আমি ভালোবাসি প্রতিবার তোর কাছে মৃত্যু নিতে নিতে !
আরো পড়ুন- Poet Bidyut Bhowmick : কবি বিদ্যুৎ ভৌমিক এর কলমে দুটি আন্তর্জাতিক মানের কবিতা
এই চোখ দুটো শূন্যতা চিনতে শিখেছে,মৃদু ভাস্যে ছড়িয়েছে কাতকালের কলঙ্কিত স্মৃতি ৷তবু এই মন চোখের লজ্জা মাখেনি কখনো !শেষ রাতে আমি যেন একা থাকার কাব্য নিয়ে তোর কাছে উলঙ্গ হয়ে কেঁদেছি,অথচ প্রাণহীন তুই লাশকাটা ঘরে শরীরী গোপনাঙ্গ খুলে ফিনাইল সুবাসে এভাবেই নিথর হয়ে ছিলি!কতবার তোকে জাগাবার ইচ্ছায় মরে যাবার নাটক করেছি ; সেজন্য গোটা রাতটা অন্য কোন অনিয়মে বিশ্রামহীন নীরব হয়ে আছে ৷
শেষ রাতে কিছু কিছু ভুল এই দর্পণে ভেসে ওঠে ! কিছু কিছু স্মৃতি অমাইক উচ্চারণ গুলি প্রতিদিনের মরণকে ডাকে . একক একান্তে ! মৃত্যু ঘুম থেকে ভালোবাসা উঠে এলে ওর সমস্ত স্বপ্ন পুড়ে ওঠে কবিতার পাতায় পাতায় ‘ (লেখনী সময় :~১৯৯০ এর ভেতর,স্থান : শ্রীরামপূর হুগলী,কবির বাসগৃহ ছায়ানীড়)