Breaking Bharat : Bidyut Bhowmick : যে ভাবেই নত হও দেবতার কাছে ; অলক্ষে তিনিও হাওয়া ও বাতাসে ভীত পলাতক ! এখন অন্য ওধারে বিষণ্ণ বারুদের গন্ধ , রক্ত ও মাংস পোড়া কটুগন্ধে চারধার এভাবেই গভীর মৃত্যু এধার সেধার ; তবুও তাঁর কাছে দু’হাত পেতে শান্তি চাইছো ? শুনে রাখো ; তোমার বানানো ভগবান ,তিনি আদ্যোপান্ত অশরীরী অথবা বোধবুদ্ধি হীন উলঙ্গ !
সত্যি আমাদের কেউ কেউ এভাবেই সেই ঈশ্বরটির কাছে বন্ধক রাখি আমাদের পাপ ও পুণ্য ; তবুও চোখ থেকে অতল গভীরে অন্তর , সেখানেই বহু দূরের অমিল রাস্তাতে তিন এভাবেই ভ্রান্ত অদৃশ্য ! জন্মের লজ্জা আঁকা ব্যক্তির নামও তাঁর নামেতেই ,এভাবেই পয়দা করতে হয় অপ্রমেও বিশ্বাস ; তাই না ভগবান ?
আরো পড়ুন- Poet Bidyut Bhowmick: কবিতার রাজপুত্র কবি বিদ্যুৎ ভৌমিকের অন্যতম শ্রেষ্ঠ একটি প্রেমের কবিতা
শেষ শূন্যতায় কেউ একজন প্রত্যাশা করছিল তোমায় ৷ জটিল অঙ্কতে হস্তহীনতায় তিনি অতি আমায়িক ; তবুও তাঁর কাছে পৃথিবীর সর্বনাশ যেন অন্য এক দর্শনের আর এক নাম ! হে অদেখা ঈশ্বর ; ভালো থেকো আমাদের দুঃশ্চিন্তা নিয়ে এসো দেখি একবার , পারোতো যুদ্ধ থামাও ! পথ থেকে অন্য এক রাস্তায় ; সেখানে দূরের নিকটবর্তী শূন্যতা , সেই খানে কখনো সখনো অকৃণ বিশ্বাস এসে চুপ কথা বলে ! আমাদের সমস্ত অন্ধত্ব বিশ্বাস ভেতরে গভীরে রক্তে ও শিরায় মনে – ভাবনায় মজ্জাগত !
এই খানে প্রতিপলে আমাদেরও ঠোকতে হয় অহর্নিশ ; ঈশ্বরের নামে লুঠ হয় স্বপ্ন ! আমরা ভাঁজহীন ব্যর্থ স্বপ্ন গুলোকে নিয়ে শুনশান ফাঁকা রাস্তায় তোমার নাম করে ছেড়ে দেই ; যদি কপাল রেখায় ভাগ্য টলমল করে ! হে জীবন ; তুমি তো ভগবানের কাছে সৃষ্টির পর থেকে ধর্ষিত হয়ে আসছো ! এই অন্তর্জাল ছিড়ে একবার তুমি পুরুষ হয়ে দাঁড়াও যদিও সমস্ত আমিত্ত্বে ঈশ্বর এভাবেই উলঙ্গ হয় আমাদের কঠিনোতম আপদে বিপদে ! এত সবের মধ্যেও আমাদের চোখ অন্ধকারে ডুবে থাকে অন্য এক ম্যাজিক কল্পনায় !!
লেখনীকাল : ১০/০৫/২০০৩ স্থান :~ কবির বাসগৃহ ছায়ানীড় , শ্রীরামপুর , হুগলী ,ভারত , পশ্চিমবঙ্গ