Breaking Bharat : ধ্রুপদী হৃদয়তান্ত্রিক উচ্চারণএবং কবি বিদ্যুৎ ভৌমিক (Bidyut Bhowmick) এর মেঘবালিকার কথা : কিছু কিছু কবিতা আমি যে সময়ে লিখেছি , সেগুলো এখন সম্পাদনা করার প্রয়োজন হলেও আমি করবো না ! তার কারণ , যে সময়ে যে লেখাগুলো আমার কলম দিয়ে বেড়িয়েছে , সেই সময়ে আমার মানসিক ও চিন্তার গতি প্রকৃতি যে রকম ছিল , এখন এতোগুলো বছর পর আমার মনের অনেক কিছু পরিবর্তন হয়েছে , তাই ওই লেখা গুলোর এই মূহুর্তে সম্পাদনা করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না ৷
বিদ্যুৎ ভৌমিক (Poet Bidyut Bhowmick) ০৮/১১/২০২১ ছায়ানীড় মেঘ ব’লল ; জলের ছায়ায় একবারট্রি চুপটি করে তুই,দাঁড়া,স্বপ্ন গুলো বিছিয়ে দেই তবে ! তোর জন্যে ! চোখের নদীর শ্রেণীবিভাগ তো পাইনি খুঁজে সিলেবাসে , তবু যেন আদ্যোপান্ত মন দিগন্তে তাকিয়ে দেখি ; আমার যত কান্না কান্না স্বপ্নে বোনা অশ্রুদানা !
আরো পড়ুন- Poet Bidyut Bhowmick : প্রখ্যাত কবি বিদ্যুৎ ভৌমিক এর একগুচ্ছ কোলাজ কবিতা
মেঘ বলেছে দুপুর হলে রাখিশ খুলে জানলাটাকে,তোর কাছেতে শুনবো আমি ঘুম পাড়ানি গান ; তোর চোখেতে কাজল হয়ে সোহাগ পরশ ছুঁইয়ে দেব ! তেপান্তরের খোঁজটি দেব ; ভালোবাসার পাঠ শেখাব , পড়শীরা সব ঘুমিয়ে গেলে !এই তো সেদিন শ্রাবণ এল ঝড়”- ও হল ,বুকের মধ্যে আমি ডাকলাম নামটি ধরে ! তখন কেন বল দেখি তুই লজ্জা পেলি , ঘরের মধ্যে চুপটি করে হৃদয়শূন্য হয়ে ছিলি ? বল দেখি তুই কোথায় ছিলি ? মনের ঘরের জানলা খুলে হাত বাড়ালি খামখেয়ালী ?
আরো পড়ুন- Poet Bidyut Bhowmick : বিশিষ্ট কবি বিদ্যুৎ ভৌমিক এর নির্জন পাড়ার কবিতা
সবটুকু সুখ আকাশ পাতায় লিখবি নাকি ;মেঘ বললো ! স্বপ্নে বোনা টগোর যুঁথি জুই চামেলী মালা গেথে কে জড়ালো তোর খোঁপাতে ? মেঘ বললো ! কতবার কতভাবে সমস্ত দিন ঝরেই গেছি ;ইচ্ছেমত ৷ তোর জন্য মধ্যরাতে আয়নায় দেখিয়েছি তেপান্তর ! গোপন ধারায় অন্তরীক্ষ ভেঙে তোকে দেখালাম আমার পোশাকহীন নগ্ন শরীর ;একমাত্র তোর জন্যে, তোর জন্য এই অসময়ে কত শত বছরের আকাশে ঘুরেছি ; যাবতীয় স্তব্ধতা নিয়ে ৷
এই বুকেতে অন্তর লজ্জায় স্বপ্ন থাকে নির্ঘুম ; অথচ কত পথ , কত প্রেম কতযে তবুঝ অস্থিরতা ; আমাকে ভিখারি করে রেযেই দিল প্রতিজন্মে তোর কথা ভেবে ভেবে ! মেঘ বলেছে ; তোর ওই দু’চোখেতে সঙ্গী করে নে,সেই কথাতে হঠাৎ কেন মনে হল ; আমি যেন অন্য কোন আমি ! দূর আকাশে পথ হারিয়ে ঘুরেই চলি অনন্তকাল তোর জন্য ; হে প্রেম ,হে আমার প্রতিজন্মের স্বপ্নে বোনা মেঘ ! !
লেখনীকাল ১৯৯৭ স্থান :কবি বিদ্যুৎ ভৌমিক এর বাসস্থান ছায়ানীড়,শ্রীরামপুর,হুগলী