Breaking Bharat: বাড়ি বসেই লাখপতি? ‘জন ধন যোজনা’র (PMJDY) মাধ্যমে এই কাজটি করে দেবে ব্যাংক!কখনো কখনো এমন ঘটনা ঘটে যা বিশ্বাস করতে কষ্ট হয়। আবার এটাও সত্যি কিছু ঘটনা বিস্ময় জাগায়। তবে সুস্পষ্ট পদ্ধতি মেনে যদি কাজ করা যায়, আর সরকারি নিয়ম সম্পর্কে যদি অবগত থাকা যায় তাহলে অনেক ক্ষেত্রেই তার লাভ নেওয়া সম্ভব হয়।
শিরোনাম দেখে বুঝে গেছেন আজকে আপনাকে লাখপতি বানানোর চেষ্টা করব। আসলে এখানে আমাদের কিছু করার নেই। যা করবে সবটাই প্রধানমন্ত্রী একটি ঘোষণার কারণে হবে। অনেকেই হয়তো সরকারি সুযোগ সুবিধা পেতে চান, কিন্তু এর সঠিক এবং পদ্ধতি গুলো ঠিকমতো জানেন না।
প্রধানমন্ত্রী জন ধন যোজনা একাউন্ট ওপেন:
যার ফলে বিভ্রান্তির মধ্যে পড়তে হয়। প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর অনেকগুলো প্রকল্পের কথা ঘোষণা করেছেন। জন ধন যোজনা (Pradhan Mantri Jan Dhan Yojana) তার মধ্যে একটি। ভারতের প্রায় কয়েক কোটি মানুষ এই সুবিধা পেয়েছেন।
কোনও দেশে সরকারকে সাধারণ মানুষ নির্বাচিত করেন যাতে সরকার সুষ্ঠুভাবে রাষ্ট্র শাসন করতে পারে। ২০১৪ সালে প্রথমবার ভারতের প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদি। এরপর তিনি মানুষের সুবিধার্থে বেশ কিছু প্রকল্পের ঘোষণা করেন।
জন ধন যোজনা সুবিধা (pradhan mantri jan dhan yojana):
কেন্দ্রের যে কটি স্কিমে সাধারণ মানুষ বিশেষ সুবিধা পায়, তার মধ্যে জন ধন অ্যাকাউন্ট অন্যতম, এই কথাই বলছেন সবাই। আপনি হয়তো জানলে অবাক হবেন এখন পর্যন্ত ৪৬.২৫ কোটি অ্যাকাউন্ট খোলা হয়েছে এই অ্যাকাউন্টগুলিতে। এবং মোট ১.৭৪ লক্ষ্য কোটি টাকা জমা করা হয়েছে ইতি মধ্যেই (jan dhan yojana account opening)।
এক নজরে দেখাতে গেলে স্পষ্টভাবেই ছ ধরনের সুবিধার কথা উল্লেখ করতে হয়। প্রথমেই জানিয়ে রাখি, সহজে টাকা ট্রান্সফার করা যায়, ওভারড্রাফ্ট এর সুবিধা পাবেন আপনি। এছাড়াও পেনশন এবং মাইক্রো ইন্স্যুরেন্স সঙ্গে আবার ডিজিটাল পেমেন্ট, বিনামূল্যে Rupay ডেবিট কার্ড এবং অ্যাক্সিডেন্টাল ইনস্যুরেন্স – এইসব সুবিধাও থাকছে।
প্রধানমন্ত্রী জন ধন যোজনা (PMJDY):
প্রধানমন্ত্রী জন ধন যোজনার আওতায় বিনামূল্যে অ্যাকাউন্ট খোলা তো কোনও সমস্যাই নয়। সরকারি বিভিন্ন স্কিমের টাকা সরাসরি এই অ্যাকাউন্টে জমা হয়। এক লাখ টাকায় অ্যাক্সিডেন্টাল বিমা পাওয়ার কথাও বলা আছে নিয়মে।
আরো পড়ুন – Bandhan Bank : চন্দ্রশেখর ঘোষের ‘বন্ধন ব্যাঙ্ক’ তৈরির পেছনের কঠিন লড়াই জানেন?
ন্যূনতম ব্যালেন্স রাখার কোনও ঝামেলা তো নেই, পাশাপাশি আবার বিনামূল্যে মোবাইল ব্যাঙ্কিংয়ের সুবিধা পেয়ে যাবেন গ্রাহকরা (pradhan mantri jan dhan yojana benefits)।
আরো পড়ুন – Momo Recipe : মোমোর স্বর্গীয় স্বাদ, আহা! কেন মোমোকে নেপালি খাবার বলা হয়? জানেন?
ন্যূনতম ১০ বছর বয়স হওয়ার পরে কোনও সরকারি ব্যাঙ্ক বা বেসরকারি ব্যাঙ্কেও এই অ্যাকাউন্ট খোলা যেতে পারে। আবার ধরুন কারোর কোনও ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্ট আছে তাহলে সেটিকেও সহজেই জন ধন অ্যাকাউন্টে বদলে ফেলা যেতে পারে। কৃষকদের টাকা জমা হয় এই অ্যাকাউন্ট গুলিতে। প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা এবং প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার আওতায় কভারের সুবিধা মেলে।
আরো পড়ুন – Zomato : এক ক্লিকে বাড়িতে এসে গেল খাবার? জোম্যাটোর জয়জয়কার হল কী ভাবে?
তাহলে দেরি না, চটপট অ্যাকাউন্ট খুলে ফেলুন (pradhan mantri jan dhan yojana online apply)। তবে হ্যাঁ যেকোন বিনিয়োগ করার আগে ঝুঁকি সংক্রান্ত বিষয়গুলি অবশ্যই আগে থেকে জেনে নেবেন।