Breaking Bharat : আজকের দিনে ভাল মানুষের বড় অভাব, সৎপথে চলতে বড়ই কষ্ট হয়! কি করবেন ? জীবনে বারবার ঠকেছেন? মানুষ (People) আজকাল লোভী হয়ে উঠেছে তাহলে কি ভালো মানুষ হতে ভয় করে বুঝি? জেনে নিন ভালো থাকার উপায়
জীবনে চলার পথে আমরা দুটো পথ পাই। এক, ভালো রাস্তা, দুই, খারাপ রাস্তা। ভালো পথ দিয়ে চলার কথা ভাবলে শুরুতেই নানা বাধার মুখোমুখি হতে হয় আমাদের। কষ্ট যন্ত্রণা ব্যথা আর বারবার হেরে যাওয়ার মত অবস্থা হয়। আর খারাপ রাস্তা দিয়ে চলতে শুরু করলে অনেক আনন্দ আর মসৃণতার মধ্যে দিয়ে যাত্রা শুরু হয়।
কিন্তু ভেবে দেখেছেন পরিণতি কী?
আসলে জীবন তো একটা উদ্দেশ্য নিয়ে জন্ম নেয় তাই না? গন্তব্যে পৌঁছে গেলে রেজাল্ট মেলে। কিন্তু জানেন খারাপ পথ দিয়ে চলাচল করলে দিনের শেষে হার মানতে হবে আপনাকে। আর ভালো পথ শুরুতে দুঃখ দিলেও শেষটা হবে আনন্দমুখর। প্রাথমিক কষ্টকে মনে রাখলে এটা ভাবাই স্বাভাবিক ভালো মানুষ বলেই এত দুঃখ। কিন্তু ভরসা রাখুন বিধাতার ওপর প্রকৃতির নিয়মের উপর। আর চারপাশের খারাপ গুলোকে গুরুত্ব দেওয়া বন্ধ করুন।
জানেন আজকের দিনে ভাল মানুষের বড় অভাব (Great lack of good people)। সৎ পথে ভালো পথে চলতে যে কষ্ট হয় তা করতে কেউ রাজি নয়। সবাই চায় সুখের জীবন। কম পরিশ্রম করে কম খাটুনিতে বেশি লাভের আশা প্রতিটি মানুষের মনে রয়ে গেছে। তাই বুঝি, মানুষ আজকাল লোভী হয়ে উঠেছে (People have become greedy these days)।
ভালো মানুষ হিসেবে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে:
এটা নতুন কিছু নয় আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে। তাই ভালো মানুষ হিসেবে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা ছাড়বেন না। ভালো মানুষ আছেন বলেই পৃথিবীটা এখনো ধ্বংস হয়ে যায়নি। মনে হতে পারে কাব্য কথা , কিন্তু ভেবে দেখুন তো আপনার পরীক্ষা দেওয়ার সামর্থ্য আছে বলেই না, বিধাতা পরীক্ষা নিচ্ছেন।
যেই করিয়া পড়াশুনা করে না শিক্ষক শিক্ষিকারা তাদের নিয়ে এত ভাবেন না। যার মধ্যে একটু সম্ভাবনা দেখা যায় তাকে আরো উৎসাহিত করে প্রত্যেকে। খুব সাধারণ ভাবে আপনার মধ্যে ভালো গুণ থাকলে ঈশ্বর বেছে নেবেন আপনাকেই।
টাকা পয়সা থাকলেই কি ভালো থাকা যায়?
জানেন যখন কষ্ট আসে কেউ ঠকিয়ে যায় তখন এসব কথাকে নীতি কথা মনে হয়। খুব সত্যি কথা। এটা হওয়াটা বাস্তব। কিন্তু ভালো থাকার সংজ্ঞাটা কি সেটা কি জানেন আপনি? যদি মনে করেন টাকা পয়সা থাকলেই ভালো থাকবেন তাহলে ভুল ভাবছেন। সাময়িক সুখের মধ্যে হারিয়ে ফেলছেন চিরন্তন ভালো থাকার সংজ্ঞাকে।
ঈশ্বরকে ডেকে যদি অর্থ কষ্ট দূর করতে চান ঈশ্বর সে ডাকে সাড়া দেবেন না। আসলে মানুষের জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, অর্থ লাভ নয়। মানুষ মারা গেলে টাকা পয়সা কি সঙ্গে নিয়ে যায়? জীবনে বাঁচতে যতটুকু প্রয়োজন ততটা মিললেই হল। এখানেও অনেকে ভাবেন আদৌ কি ততটা মেলে? বেশ সেই প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি।
জীবনে বাঁচতে গেলে ধ্রুব সত্যটা মনে রাখবেন। আপনার যা প্রাপ্য তা থেকে বঞ্চিত হবেন না। আর যেটা আপনার নয় কখনোই তা পাবেন না। এটা কিন্তু আপনি ঠিক করবেন না। ঠিক করবে আপনার কর্ম। যতটা ভালো মানুষ হবেন কষ্ট আরো বাড়বে কারণ ঈশ্বরের তত কাছে যাবেন আপনি।
আরো পড়ুন- Temple : পদ্মনাভস্বামী মন্দিরে যাব পুজো দিতে কিন্তু সেখানেও বিধি নিষেধ! বিশেষ পোশাক? কেন?
পরীক্ষায় ভালো নম্বর পেতে গেলে বেশি পড়াশোনা করতে হয় তো? এটাও একই ব্যাপার। অনেকেই ভাবেন ভালো মানুষদের বেশি ঠকতে হয়। আসল কারণটা হচ্ছে যারা ভালো হন অন্যদেরও ভালো ভাবেন। আর তারা সেই সুযোগটা নেন। তখনই মন ভেঙে যায় মনে হয় ঠকে গেছি, প্রতারিত হয়েছি।
আরো পড়ুন – Ice Cream : আইসক্রিম খেতে ভালোবাসেন? আহা! কী করে,কোথা থেকে এল আইসস্ক্রীম ?
হয়তো আপনার উচ্চ মানসিকতায় আপনি বারবার ঠকবেন, কিন্তু তবুও রবি ঠাকুরের কথা মাথায় রাখবেন। তিনি বলে গেছেন মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। আপনার কে আপন আর কে পর সেটা বুঝতে শিখুন। অন্ধের মত বিশ্বাস করবেন না, সত্যতা যাচাই করুন সবকিছু আগে।
আরো পড়ুন- Kadaknath chicken : কড়কনাথ মুরগি চাষ করেই লাখোপতি? এই মুরগি চাষে রয়েছে মোটা লাভ!
বন্ধুর ছদ্মবেশ নিয়ে আপনার ক্ষতি করেছেন যিনি তাকে ভবিষ্যতে বন্ধু ভাবার আগে একটুখানি পরখ করে নিন। অর্থই অনর্থের মূল। দেখবেন যত সমস্যা ওই টাকার কারণে। আপনি অর্থবান হলে সবাই কাছে আসবে না হলে পৃথিবীর আসল রূপ চিনবেন। এতে প্রকৃতি বা অর্থের কোন দোষ নেই দোষটা খারাপ মানসিকতার।
আরো পড়ুন- Raghu Dakat : অত্যাচারী জমিদার-মহাজনদের ত্রাস, চিনুন গরিবের রবিনহুড রঘু ডাকাতকে!
পরিশেষে একটা কথা বলি চারপাশে অনেক কিছু ঘটছে সেটায় মন দিন। খারাপ গুলো নিয়ে চিন্তা করবেন না শরীর খারাপই হবে তাতে।
মনে রাখবেন,
উত্তম নিশ্চিন্তে চলে অধমের সাথে
যিনি মধ্যম তিনি চলেন তফাতে