Breaking Bharat: বাড়িতে পাতাবাহার (patabahar gach) সাজানো আছে কি? সাবধান! এই গাছই হতে পারে আপনার মৃত্যুর কারণ! ছোটবেলা থেকে বিজ্ঞান বইতে পড়া হয়েছে গাছ আমাদের জন্য উপকারী। গাছ অক্সিজেন ত্যাগ করে যা আমরা গ্রহণ করি। আমরা বেঁচে থাকি আর আমাদের দূষিত কার্বন-ডাই-অক্সাইড গাছ শোষণ করে পরিবেশকে সুস্থ রাখে। এভাবেই ভারসাম্য বজায় থাকে পৃথিবীর।
যত দিন যাচ্ছে মানুষ নিজেদের স্বার্থে গাছ কেটে বড় বড় বাড়ি তৈরি করছে। এর প্রভাব যে ভোগ করতে হচ্ছে না তেমনটা নয়। হারে হারে সবটাই টের পাচ্ছে বিশ্ববাসী। কিন্তু সৌখিনতার কারণে বাড়ির টবে লাগানো গাছ থেকে কি মৃত্যু হতে পারে?
একটি গাছ একটি প্রাণ, গাছ লাগান প্রাণ বাঁচান। কিন্তু এমন কোন গাছ আছে কি যা লাগালে বা বাড়িতে রাখলে আপনার প্রাণ বিপন্ন হতে পারে? আপনার কি গার্ডেনিং এর শখ আছে? বাড়িতে এটা ওটা গাছ সাজিয়ে রাখতে ভালোবাসেন? আজকাল অনেকেই ইনডোর প্লান্ট বারান্দায় বা ড্রয়িং রুমে সাজিয়ে রাখেন। নানা ধরনের গাছ রাখা যেতে পারে।
বাড়িতে পাতাবাহার জাতীয় গাছ রাখতে অনেকেই পছন্দ করেন। বিশেষ করে বহুতলের সিঁড়িতে কিংবা ঝুলন্ত বারান্দায় কিংবা জানলার ফাঁকে – এই গাছের বাহার দেখা যায়। যদি অনেকেই এর সম্পর্কে কিছু না জেনে শুধুমাত্র দেখতে সুন্দর লাগে বলেই এটিকে রেখে দেন। শুধু বাড়ি কেন আজকাল স্কুল করিডোরে বা কর্পোরেট অফিস কিউবিক্যাল এর মাঝেও এই গাছ দেখা যায়।
তবে এই গাছ রাখলে আপনাকে বিশেষভাবে সাবধান হতে হবে, না হলে ঘনিয়ে আসতে পারে চরম বিপদ। হতে পারে মৃত্যুও। ডিফিনব্যাকিয়া – এটিই হল পাতাবাহার গাছের বিজ্ঞানসম্মত নাম। বিশেষজ্ঞদের মতে বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাহলে এই গাছ কখনোই লাগানো বা রাখা উচিত নয়।
উদ্ভিদবিদরা বলছেন এই গাছের যে কোনও অংশ খাওয়ার ফলে গলায় গেলে মিনিট খানেকের মধ্যেই একটি শিশুর মৃত্যু হতে পারে। একই ঘটনা ঘটতে পারে প্রাপ্তবয়স্কদের সঙ্গেও। তাবিজ যেহেতু তারিখ ইমিউনিটি একটু স্ট্রং তাই সেক্ষেত্রে আরেকটু সময় তারা হাতে পাবেন।
তবে মৃত্যু অবধারিত মাত্র ১৫ মিনিটের মধ্যেই। উদ্ভিদ বিশেষজ্ঞরা বলছেন এই গাছ যদি কেউ হাত দিয়ে ধরেন আর সেই হাত যদি চোখে চলে যায় – তাহলে সারা জীবনের মতো অন্ধ হয়ে যেতে পারেন আপনি। ভাবতে পারছেন কি মারাত্মক ভয়ংকর পরিণতি এই গাছ বাড়িতে রাখার? মনে রাখতে হবে এই আপাত নিরীহ পাতাবাহার গাছ আদতে অত্যন্ত ভয়ংকর (patabahar gach theke sandhan)!
আরো পড়ুন- Sourav Ganguly : লর্ডসে ঘুরপাক জামা মানে দাদাগিরি! মনে পরে সৌরভের সেই গৌরবময় ইতিহাস?
অনেকেই গাছ ভালোবেসে এবং বাড়িতে অক্সিজেনের যোগান ঠিক থাকবে এই আশায় নানা ইনডোর প্লান্ট দিয়ে ঘর সাজাতে পছন্দ করেন। কিন্তু সেক্ষেত্রে কোনও একটা নার্সারি থেকে গাছ ঘিরে আনলেই হলো না। তার সম্পর্কে সঠিকভাবে জেনে তবেই সেটা ঘরে নিয়ে আসা উচিত। পাতাবাহার গাছ কী সাংঘাতিক সেটা আশা করি বুঝতে পেরেছেন।
আরো পড়ুন- Perfect life : পারফেক্ট জীবন মানে ঠিক কেমন? পরিমিত খাবার মানে কতটা পরিমাণ বোঝায়?
তাই চোখের সামনে থেকে এই গাছ সরিয়ে রাখুন। অনেক স্কুলের করিডোরে এই গাছের টব দেখা যায়। অনেক শিশুর দৌড়াদৌড়ির মাঝে কারুর যদি ওই গাছে হাত লেগে যায় তাহলে তার জীবনের চরম পরিণতি ঘনিয়ে আসতে পারে। সেই বিষয়ে সজাগ থাকতে বাড়িতে বা স্কুলে কিংবা অফিসে যেখানেই এই টব রাখুন না কেন চারপাশটা ভালো করে গ্রিল দিয়ে দিন যাতে বাড়ির বাচ্চারা ওই গাছের নাগাল না পায়।
আরো পড়ুন- Caviar fish : ৩০ গ্রাম ওজনের মাছের দাম ১৮ হাজার টাকা? কি সেই মাছ ?
বাড়িতে যারা পাতাবাহার গাছ রাখছেন তাদের বলি ড্রয়িং রুম থেকে সরিয়ে অন্য কোথাও রাখুন, যেখানে চট করে কেউ দেখতে পাবে না। গাছ বাঁচিয়ে রাখা ,সেই গাছকে বড় করে তোলা , এর মত ভালো কাজ আর হয় না। কিন্তু মাথায় রাখতে হবে যেন কোন প্রাণহানি না হয়।