Breaking Bharat: পাড়ার জেঠি – কাকিমার প্রশ্নে জেরবার ? বিয়ের বয়স পেরিয়ে গেল বিয়ে হলো না কেন? পাড়ার ছেলের সঙ্গে ঝোপে ঝাড়ে ধরা পড়েছেন নাকি আপনি?
প্রতিবেদনের শিরোনামেই নিশ্চয়ই ছোটবেলায় নস্টালজিয়া ফিরে এসেছে। হতেই হবে। আসলে ছোট থেকে বড় হতে গেলে একাধিক ঘটনা জীবনকে ভরিয়ে তোলে। তার মধ্যে জড়িয়ে থাকে পাড়ার স্মৃতি। যাদের পাড়ায় ছোটবেলার স্মৃতিগুলো জড়িয়ে নেই তাদের বড় বেলাটা কিছুতেই সুন্দর হতে পারে না।
গুরুত্বপূর্ণ হলো কাকিমা জেঠিমাদের মতো চরিত্রগুলো:
একসঙ্গে খেলতে যাবার থেকে শুরু করে, পৌষ পার্বণের আগে ঘুড়ির সুতোয় মাঞ্জা দেওয়া। কিন্তু ধরুন চাঁদা তুলে দুর্গাপুজো বা কালী পূজার আয়োজন করা। সরস্বতী পূজায় রাত জেগে প্যান্ডেল করার কথা মনে পড়ে? কিংবা দোলের দিনে পাড়ার টেঁপি বা বাবাই দা কে রং মাখিয়ে দেবার স্মৃতি।
এই সবগুলো নিয়ে বড় হতে হতে একাধিক প্রশ্ন জীবনকে ভরিয়ে তুলেছিল। ফেলে আসা কথাগুলো মনে পড়লে আজ বড্ড হাসি পায়। অথচ সেদিন ছিল মান অভিমান আর প্রচন্ড রাগ। মনে হয়েছিল আমার জীবন আমি ঠিক করব কিভাবে চালাবো অন্যের এত কৌতুহল কিসের?
পাড়ার কাকীমা জেঠিমাদের মাথাব্যথা:
জীবনটা অনেকটা সিনেমার মতো জানেন। সব ধরনের চরিত্র আমাদের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকে। নায়ক নায়িকা ছাড়াও পার্শ্ব চরিত্র জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। তেমনই প্রয়োজন ভিলেনের। আর সব থেকে গুরুত্বপূর্ণ হলো কাকিমা জেঠিমাদের মতো চরিত্রগুলো।
প্রেম করছিস কিনা বা মাধ্যমিকে কত নম্বর পেলি? এই প্রশ্নগুলো ছাড়া যেন বড় হয়ে ওঠাটা অসম্পূর্ণ। যখন পড়াশোনা করার বয়স তখন কত নম্বর কে পেল কে কোন সাবজেক্টে (subject) ভালো আর কত স্কোর হল এই নিয়ে থাকে পাড়ার কাকীমা জেঠিমাদের মাথাব্যথা।
আরো পড়ুন – বিয়ের প্রথম রাতে মেয়ে এবং জামাইয়ের সঙ্গে মেয়ের মা রাত কাটান, ভাবতে পারেন?
কাকিমা,পিসিমা,মাসিমাদের একেক রকমের প্রশ্ন:
এত বড় ক্ষতি কোন ছেলের সঙ্গে কোন মেয়ে ঘুরছে তারার মধ্যে কাকে আলাদাভাবে বসে থাকতে বা ঘুরতে দেখা গেছে এই নিয়ে চলে জল্পনা। ব্যাস বাড়ি ফিরতে না ফিরতি, মা বাবা নিজের পরিবারের লোকেদের হাজারটা প্রশ্নের সম্মুখীন হতে হয় আপনাকে। তিন ভুবনের পাড়ে সিনেমার সেই “কে তুমি নন্দিনী” গানের কথা মনে আছে?
আরো পড়ুন – Speak only Hindi : ইংরেজি নিয়ে টেনশন করবেন না, হিন্দি দিয়ে সহজে কাজ চালান!
পাড়ার কয়েকটা ছেলে যেই না গান গাইলো টিটকিরি করলো অমনি বাড়িতে সওয়াল জবাবের পালা আপনার ওপর এসে পড়ল। কাকিমা পিসিমা মাসিমাদের এক একটা বয়সে একেক রকমের প্রশ্ন থাকে। স্কুল কলেজ পাশ কোরে, একটু বড় হলে বিয়ে বাড়ির সাজ নিয়ে প্রশ্ন?
কিরে তোর বিয়ে কবে হবে?
কারো সাথে প্রেমের সম্পর্ক আছে কিনা তা নিয়ে কৌতুহলের তো শেষ নেই। এখানেই তালিকাটা শেষ হচ্ছে না আরো আছে। এই যেমন ধরুন সমবয়সী কারোর বিয়ে হলে সোজা প্রশ্ন কিরে তোর বিয়ে কবে হবে? আবার একটু সাজগোজ দেখলেই এই রংটা মানায় না বা একটু বাড়াবাড়ি হয়ে গেছে তাই নানা মন্তব্য উড়ে আসে।
আরো পড়ুন – আপনি কি মধ্যবয়স্ক মহিলার প্রেমে পড়েছেন? এই অসম ভালবাসা কতটা সিদ্ধ?
কার রোগা হওয়া দরকার কার মোটা এইসব কিছুর সমাধান যেন কাকে বা জেঠিমা দের মধ্যেই রয়ে গেছে। এ বিষয়ে তাবড় তাবড় বিশেষজ্ঞরা হার মানবেন তাদের জ্ঞানের কাছে। কোন ছেলে পছন্দ হলেও আর কোন ছেলের সঙ্গে বিয়ে হল এই নিয়ে তো পাড়ায় রীতিমতো কয়েক দফা মিটিং হয়ে যায়। বিয়ে হয়ে গেলে তো কবে বাচ্চা হবে, কেন সময় মত বাচ্চা হচ্ছে না এই নিয়েও চলে সন্ধান।
আরো পড়ুন – Married life : বিবাহিত জীবনে সুখী নন? আপনার স্ত্রী কি অন্য কোন সম্পর্কে জড়িয়ে পড়ছেন?
এখানেও ডাক্তারের থেকে এক কদম এগিয়ে থাকেন এই কাকিমারা। কি মশাই জেরবার হয়েছেন তো? অতীতটাকে একটু ঝালিয়ে নিন, মনে করালাম আমরা।