Breaking Bharat: তারকাদের জীবন ঘিরে নিরাপত্তাহীনতা! প্রদীপের যত আলো ততই অন্ধকার ! তাই কি গ্ল্যামারের দুনিয়ায় ঝকমক করা তারকাদের বুলেট প্রুফ গাড়ির দরকার (Bulletproof Cars)?
তারা স্টার , সুপার স্টার, মেগা স্টার। তাদের জন্য হামলে পরে গোটা পৃথিবী। কিন্তু দিনের শেষে গিয়ে যদি তারকার ইমেজ ছেড়ে, বাড়িতে থাকতে হয় তারাও তো সাধারণ মানুষ। এই মানুষগুলোর একটা পরিবার আছে সুস্থ জীবন বেঁচে থাকার অধিকারও আছে।
কিন্তু যেহেতু তারা পাবলিক ফিগার তাই এই ক্ষমতা থেকে অচিরেই বঞ্চিত হন তারা। তাদের কাছে জীবনের মানেটা অন্য হয়ে দাঁড়ায়। ইচ্ছামত হাত পা ছোঁড়া, খাওয়া দাওয়া, গল্প করা সবটাই তাদের সব কাজই আলোচনার বিষয়বস্তু। অবশ্য এর জন্য তারা অনেক পারিশ্রমিক পান (Bollywood Celebs Who Own Bullet-Proof)।
নিরাপত্তার জন্য যারা বুলেট প্রুফ গাড়ি কিনলেন (Bulletproof Cars):
গ্লামার পান হাততালি পান দর্শকের প্রশংসা পান অনেক অনেক সুখের জীবন লাভ করতে পারেন। পেতে গেলে তার জন্য কিছু দাম দিতেই হয়। কিন্তু সেটা যদি প্রতিমুহূর্তে জীবনের সঙ্গে কম্প্রোমাইজ করা হয় তাহলে একটা সময় গিয়ে মস্তিষ্ক আর নিতে পারেনা। হ্যাঁ, সেই তারকাদের অন্ধকার জীবন ঘিরে নিরাপত্তাহীনতার কথাই বলছি আজকে।
বলিউড থেকে হলিউড প্রতিটি তারকা জীবনযাত্রার মান বদলে যায় সিনেমা হলে বক্স অফিস কালেকশনের উপর। খুব স্বাভাবিক ব্যাপার যে সিনেমা যত হিট সেই তারকার কদর তত বেশি। এটা করতে করতে সে উন্নতির শিখরে চলে যায়। কিন্তু নিশ্চিন্তে থাকা যায় না।
সিনেমা জগতের আলোর ঝলকানির মাঝে অন্ধকার :
কারণ সিনেমা জগতের ইতিহাস ঘাটলে দেখা যায়। অন্ধকার জগতের সঙ্গে ঝকঝকে গ্ল্যামার জগতের বড্ড বেশি কানেকশন। তাইতো দ্রব্যের সঙ্গে তারকা বা তারকা পুত্ররা কখনো পুলিশের হাতে ধরা পড়েন, আবার কখনো আত্মহত্যা করেন উঠতি কোনও নায়ক বা নায়িকা। এই সবটাই জীবনের ওঠা পরার সঙ্গে জড়িয়ে থাকে।
টিনসেল টাউনের আলোর ঝলকানির মাঝে অন্ধকার অপরাধ জগতের হুমকি প্রতিমুহূর্তে আসতে থাকে। যখনই নিজের এবং পরিবারের উপর আঁচ আসে, তখনই নিশ্চিত নিরাপত্তায় তারকারা নিজেদের চারপাশকে ঘিরে ফেলতে চান। সব থেকে বেশি দেখা যায় বুলেট গাড়ি কেনার প্রবণতা। সশস্ত্র বডিগার্ড তো রয়েইছে। আজকে কয়েকজন বলিউড তারকার গাড়ির কথা বলি।
যেসব বলিউড তারকার বুলেট প্রুফ গাড়ি রয়েছে :
বলিউডের বাজিগর এর গাড়ির খুব শখ। বাদশা শাহরুখের কাছে মার্সিডিজ বেঞ্জের এস৬০০ গার্ড (Mercedes Benz S600 Guard) মডেলটি রয়েছে। এটি পুরোপুরি বুলেট প্রুফ। শোনা যায় একবার শাহরুখ খানকে প্রাণ নাশের হুমকি দিয়েছিলেন কোন এক অপরাধী। কেকেআর এর মালিক এর পর থেকে বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করেন (Own Bullet Proof cars of celebrities)।
আরো পড়ুন – Broom : ঝাড়ু মেরে ময়লা বিদায় করুন, তবে নিয়ম না মেনে ঝাঁটা বিদায় করবেন না যেন!
শাহরুখের গাড়ির সামনে যদি ঘুরে গ্রেনেড দিয়ে হামলা হয় তাহলে গাড়িটির কোনো ক্ষতি হবে না। গাড়ির ভেতরে থাকা মানুষটিও। গাড়িটির বাজার মূল্য প্রায় ১০ কোটি টাকা। নিজে সুরক্ষার কথা ভেবে এই একই গাড়ি কিনেছেন আমির খান। এই তালিকায় এক বিতর্কিত অভিনেত্রী নামও আছে তিনি কঙ্গনা রানাউত (Kangana Ranaut)।
বুলেট প্রুফ গাড়ি কিনলেন সালমান খান:
বিএমডব্লিউ সাত সিরিজ গার্ড মডেলের একটি গাড়ি রয়েছে নায়িকার কাছে। শুধু বিলাসবহুলই বললে হয়তো ভুল বলা হবে বা একটু কম বলা হবে, এই গাড়িটি এমন ভাবে তৈরি করা হয়েছে যে, গুলি চললেও গাড়ির কোনও ক্ষতি হবে না। নিজের সুরক্ষাকে নিশ্চিত করেছেন অভিনেত্রী।
আরো পড়ুন – চারচাকা মানে সবার পছন্দ Mercedes? গাড়ি কিনতে চান? এসে গেল নতুন মডেল?
এবার বলি বলিউডের ভাইজান এর কথা (Salman Khan bought bullet proof car)। টয়োটা ল্যান্ড ক্রুসার নামে যে গাড়িটি তিনি কিনেছেন সেটি বর্তমানে আর তৈরি হয় না। না না বিতর্কে নানা সময় জড়িয়ে থাকেন তিনি তাই এখানে ওখান থেকে হুমকিও জোটে, অত এব নিরাপত্তায় কোন কম্প্রোমাইজ করেন না দাবাং ম্যান সলমান খান।
আরো পড়ুন – Michael Jackson : নিজের সন্তানদের মুখে কেন মুখোশ পড়াতেন মাইকেল জ্যাকসন?
এইসব দেখতে দেখতে কোথাও গিয়ে মনে হয় সাধারণ মানুষই বেশ ভালো আছেন । যত সম্পত্তি আর সম্পদ তত বেশি সমস্যা তাই না?