Breaking Bharat: বাস্তবে সম্ভব না হলেও স্বপ্নের উদ্যম যৌনতায় বাস্তবের কি পরিণাম হয় জানেন (Bodily Harm )?
যৌনতা এমন একটা বিষয় যা নিয়ে কমবেশি ছুতমার্গ সকলেরই থাকে। যৌনতার নেশায় মেতে থাকতে চান সকলেই। কখনো কখনো এটা একটা নেশার মতো হয়ে যায়। বাস্তবে সম্ভব না হলে স্বপ্নে যৌনতার ছবি ভেসে ওঠে। এর ফলে শরীরের মারাত্মক ক্ষতি হতে পারে বলছেন বিশেষজ্ঞরা (Can cause serious bodily harm)।
শুধু পুরুষ নয় যৌনতার স্বপ্ন দেখেন নারীরাও। একেই বলে স্বপ্নদোষ। কখনো কখনো এর ফলে শরীরের উপর বিশেষ আঘাত পড়ে। অনেকে উত্তেজনার জেরে ঘুম ভেঙ্গে যায়, কারোর আবার মাথার সমস্যা শুরু হয়।
আপনি স্বপ্নের মধ্যে যৌন সঙ্গমে লিপ্ত হচ্ছেন?
চিকিৎসা করে বলছেন ঘুমের মধ্যে স্বপ্নে যদি যৌন সঙ্গম দেখা হয় তাহলে মহিলাদের ক্ষেত্রে ভ্যাজাইনাল ডিসচার্জ হওয়ার সম্ভাবনা বেশি। শুধুমাত্র যে মানসিক বিভ্রাট ঘটে তাই নয় অন্তরবাস ভিজে যাওয়ার মত এক কেলেঙ্কারি কান্ড ঘটতে দেখা গেছে অনেক ক্ষেত্রে।
আসলে ঘুমের মধ্যে যদি এই ব্যাপারটা ঘটে তার মানে হল আপনি স্বপ্নের মধ্যে যৌন সঙ্গমে লিপ্ত হচ্ছেন। অথচ বাস্তবে তা ঘটছে না কিন্তু আপনার স্নায়ু প্রতিমুহূর্তে একটি বিশেষ সংকেত পাচ্ছে। এর ফলে হরমোন নিঃসরণ বাড়তে থাকে।
মস্তিষ্ক যৌন সঙ্গমের সংকেত পেতে থাকে, তাহলে?
কিন্তু যেহেতু আপনি ঘুমিয়ে আছেন এবং স্বপ্নের মধ্যে আছেন তাই আপনি এটি কল্পনা না বাস্তব তার মধ্যে কোন খারাপ করতে পারেন না। কৈশোর থেকে যৌবনে এই সমস্যা বেশি হয় বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তা অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসে বা কমে যায়।
বিশেষজ্ঞরা মনে করেন মস্তিষ্ক যদি ক্রমাগত এই যৌন সঙ্গমের সংকেত পেতে থাকে তাহলে ভ্যাজাইনাল ওয়ালে অর্থাৎ ভেতরের দিকে ত্বকের যে অংশ আছে সেখানে রক্ত প্রবাহের গতি বাড়ে। এর ফলে কখনও কখনও এর ফলে অর্গ্যাজমও হতে পারে ৷ তবে এই বিষয়ে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।
যৌনতা নিয়ে অতিরিক্ত বেশি মাত্রায় চিন্তা:
ডাক্তার বলেন যদি হরমোনাল ফাংশন নিয়ে দুশ্চিন্তা থাকে বা যৌনতা নিয়ে অতিরিক্ত বেশি মাত্রায় চিন্তা করা হয় তাহলে এই ধরনের ঘটনা নারী দেহে ঘটা অসম্ভব নয়। স্বপ্নদোষ ঘরোয়া উপায় কাটিয়ে তোলা যায় কিন্তু যদি অস্বস্তি বাড়ে তাহলে কোন সেক্সোলজিস্ট বা সাইক্রিয়াটিস্ট এর পরামর্শ নিন।
আসলে সচেতন মন যা চিন্তা ভাবনা করতে লজ্জা পায় অসচেতন মন সেই নিষিদ্ধ বিষয়টি নিজের চোখের সামনে দেখতে চায়। কিন্তু যদি দিনের পর দিন এরকম হয় যে অশ্লীল দৃশ্য চোখের সামনে ঘোরাফেরা করছে যেমন সমকামিতা বা উলঙ্গ দৃশ্য তাহলে বোধহয় একবার মানসিকভাবে অবসাদগ্রস্ত হচ্ছেন কিনা তার জন্য ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার।
যৌন সম্পর্কে লিপ্ত হচ্ছে এ দৃশ্য ভেসে উঠতেই পারে:
অনেক সময় শৈশবে ঘটে যাওয়া যৌন অত্যাচারের ছবিও বয়সন্ধিকালে স্বপ্নের মাঝে ঘুরে ফিরে চলে আসে। আসলে যৌন হেনস্থার নানা ঘটনা প্রত্যেক মুহূর্তে কন্যা সন্তানের সঙ্গে ঘটতেই থাকে তা সে যে বয়সেরই হোক না কেন। কখনো কখনো এর থেকে ট্রমা বা আতঙ্কের সৃষ্টি হয়।
এর অনেকগুলো ভাগ আছে আবার। যেমন কোন প্রিয় বন্ধু যার প্রতি আপনি আকর্ষিত বা হয়তো অফিসের কোনোকালীক কিন্তু প্রকাশ্যে নিজের আকর্ষণের কথা স্বীকার করতে পারছেন না তখন স্বপ্নে সেই মানুষটির সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হচ্ছে এ দৃশ্য ভেসে উঠতেই পারে।
যৌন সম্পর্কে লিপ্ত হয়েছেন এমন স্বপ্ন বারবার দেখেন:
মনে রাখতে হবে যৌনতা নিয়ে এখনো পর্যন্ত প্রকাশ্যে কথাবার্তা বলা তাকে অনুচিত বলে ধরা হয় তাই মনে রাখতে হবে ইচ্ছে গুলোই স্বপ্নের মধ্যে দেখা দেয়। ধরুন আপনার বিয়ে হবে ঠিক তার আগের মুহূর্তে এই ধরনের স্বপ্ন দেখছেন হবু স্বামী বা স্ত্রীয়ের বিষয়ে। এটা খুব একটা অস্বাভাবিক ঘটনা নয়।
আরো পড়ুন – Money is everything : কথায় বলে অর্থ অনর্থের মূল, কিন্তু টাকা ছাড়া জীবন বাঁচান আদৌ কি সম্ভব?
কিন্তু বিবাহিত হল যদি অন্য পুরুষ বা অন্য স্ত্রীর সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হয়েছেন এমন স্বপ্ন বারবার দেখেন তাহলে বুঝতে হবে সম্পর্কে একটা বড় শূন্যস্থান তৈরি হয়েছে। সেক্ষেত্রে নিজের পার্টনার সঙ্গে আলোচনা করা দরকার এবং মনোবিদের পরামর্শ নেয়া যেতে পারে।
আরো পড়ুন – tears in bottles : মানুষ মারা গেলে চোখের জল ফেলতে দেখা যায়, কিন্তু সেই জলকে কি বোতলে রাখা যায়?
সমীক্ষা বলছে গর্ভবতী অনেক সময় সমক প্রেমের স্বপ্ন দেখেন আসলে তিনি তো তার অন্তরে একটি নতুন প্রাণীর অস্তিত্ব অনুভব করছেন তাই তার প্রতি টান হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। তবে দিনের পর দিন যৌন ছবি দেখা বা যৌন দৃশ্য নিয়ে আলোচনা করা এইসব করতে থাকলে অবচেতন মনে তার ছাপ পড়তে বাধ্য।
আরো পড়ুন – Poisoned girls : এই ধরনের মহিলাকে চুম্বন করলে পুরুষের মৃত্যু অবধারিত? কিন্তু কারা এরা?
জীবনটাকে সহজ সুন্দর স্বাভাবিক আর সাবলীল গতিতে এগিয়ে নিয়ে চলুন ভালো থাকবেন আপনি,ভালো থাকবে পরিবেশ, সমাজ, সভ্যতা।