Breaking Bharat: সময়ের সঙ্গে পাল্লা দিয়ে যোগাযোগ ব্যবস্থা আজ অনেক উন্নত হয়েছে। চিঠি হয়েছে sms, সেখান থেকে ইমোজি দেওয়া চ্যাট অপশন এসেছে হাতের মুঠোয়। সত্যি বলতে টেলিকমিউনকেশন ব্যবস্থা আমূল বদলে দিয়েছে পৃথিবীকে। তবে তার ধরণ ধারণ কতটা জানি আমরা। ব্যবহার করার জন্যই ব্যবহার করি ইলেকট্রনিক গ্যাজেট (Electronic gadgets) কিন্তু পড়াশোনা করি কি তা নিয়ে? তাই হয়তো ফোন করে হ্যালো বা ওয়াকিটকিতে ওভার (Over in Walkie-talkie) শব্দ গুলো কেন ব্যবহার করি তার কারণ জানি না। ঠিক বললাম তো?
আজকের এই প্রতিবেদনে কথায় কথায় একটু বিজ্ঞানকে জানার চেষ্টা করব আমরা। আজকের বিষয়ে প্রাধান্য পাবে টেলিকমিনিকেশনস ব্যবস্থা (Walkie talkie communication)। কমিউনিকেশন শব্দটার মধ্যেই লুকিয়ে আছে এর অর্থ। যোগাযোগ ব্যবস্থা, তাই তো? এই যোগাযোগ ব্যবস্থার মানে কিন্তু গাড়ি চড়ে কোথাও পৌঁছে যাওয়া নয়, বরং এক স্থানে থেকেই অন্য প্রান্তের মানুষের মনের অন্দরে চলে যাওয়া।
আর এই কাজের জন্য আমাদের কিছু মাধ্যম প্রয়োজন। যেমন ধরুন, টিভি, রেডিও, ফোন, ওয়াকিটকি ইত্যাদি। এই সবের ব্যবহার আমরা সকলেই করি কিন্তু এরা কীভাবে কাজ করে সেটা জানি না হয়তো। টেলিকমিউনকেশন ডিভাইস মূলত তিন ধরণের পদ্ধতিতে কাজ করে, সেগুলি হল সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স। এবার এদের সম্পর্কে জানাই আপনাদের (walkie talkie conversation example)।
ওয়াকিটকিতে ওভার কেন বলি? (Over in Walkie-talkie)
১) সিমপ্লেক্স (Simplex) – এই পদ্ধতিতে সিগন্যাল শুধুমাত্র একদিক থেকে অন্যদিকে যেতে পারবে, বিপরীত দিক থেকে আসতে পারবে না। মানে ওয়ানওয়ে কমিনিকেশন। যেমন ধরুন রেডিও, টিভি – এক্ষেত্রে সেখানে যা ঘটবে আপনি তার সাক্ষী হবেন। আপনার প্রতিক্রিয়ার উপর এগুলো নির্ভরশীল নয়।
২) হাফ ডুপ্লেক্স (Half duplex) – দুইদিকেই সিগন্যাল যেতে পারবে কিন্তু একবারে যেকোনও একদিকেই সিগন্যাল যেতে পারবে অর্থাৎ কিনা একজনের সিগনাল শেষ হলে ওপর সিগনাল গৃহীত হবে। যেমন, ওয়াকিটকি।
আরো পড়ুন- NASA : মহাকাশের বিস্ময় জানতে NASA এর এত আগ্রহ কেন? এই রহস্য উদ্ঘাটন করে কি লাভ?
৩) ফুল ডুপ্লেক্স (Full duplex) – একইসাথে দুইদিকে সিগন্যাল যেতে পারবে। মোবাইল হল এর উদাহরণ, আর মোবাইল নিয়ে কিছু বলার প্রয়োজনীয়তা নেই। আমরা সবাই এই ডিভাইস সম্পর্কে অবগত।
আরো পড়ুন- Refresh: আপনি কি জানেন বেশি রিফ্রেশ করলে কম্পিউটার স্লো হয়ে যায়? তাহলে রিফ্রেশ কেন করে?
আরো পড়ুন- Airplane round windows : এরোপ্লেনের গোল জানলা আপনাকে নিরাপত্তা দেয়, জানেন কি?
এবার মূল প্রসঙ্গে ফিরে আসি। ওয়াকিটকিতে ওভার কেন বলি? আসলে ওয়াকিটকি হাফ ডুপ্লেক্স হিসাবে কাজ করে, একবারে সিগন্যাল গ্রহণ করতে পারবে কিংবা সিগন্যাল পাঠাতে পারবে । তাই কারও কথা বলা সেই হলে ওভার বলতে হয় যাতে বিপরীত প্রান্তের মানুষ বুঝতে পারেন কথা বলা শেষ হয়েছে, অতএব এবার তিনি কথা বলতে পারেন। মানে কমিউনিকেশনকে সহজবোধ্য করতেই এই ব্যবস্থা।