Breaking Bharat: আপনি কি জানেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে পড়ার সুযোগ এবার আইআইটি খড়্গপুরে? তবে সঠিক উপায় আবেদন না করতে পারলে কিন্তু লোকসান!
মন দিয়ে পড়াশুনা করে নিত্য নতুন পদ্ধতিতে প্রযুক্তির সঙ্গে পাল্লা দিয়ে একটু অন্যরকম চাকরি খুঁজতে আজকে সকলেই চাই। আর এটা সত্যি কথা যে যুগের সঙ্গে তাল মিলিয়ে এখনকার পড়াশোনার ধরন আগের থেকে অনেকটাই বদলে গেছে। এখন সিলেবাসে এমন অনেক সাবজেক্ট এসে গেছে যেগুলো হয়তো আজ থেকে দশ বছর বা কুড়ি বছর আগে মানুষ ভাবতেও পারতো না কারণ এই বিষয়টা সম্পর্কে কোন ধারণাই ছিল না (Opportunity to read about Artificial Intelligence)।
আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কোর্স চালু:
আমরা আজকে সেরকমই একটা বিষয় নিয়ে পড়াশোনার কথা বলব যার সুযোগ পাবেন আপনি আইআইটি খড়গপুরে। কথা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের। যত দিন যাচ্ছে ততই কিন্তু এই সাবজেক্ট অত্যন্ত জনপ্রিয় হচ্ছে তাই এবার আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কোর্স চালু করতে চলেছে আইআইটি খড়গপুর।
মন দিয়ে পড়াশুনা করে ভালো রেজাল্ট করতে পারলে আপনি দেশের অন্যতম নামী প্রতিষ্ঠান থেকে একটা সার্টিফিকেট পেয়ে যাবেন। কিন্তু কোন পদ্ধতিতে আবেদন করবেন বা কোর্স সংক্রান্ত খুঁটিনাটি কিভাবেই বা জানবেন সবটাই বলে দেবো আমরা। তাই একেবারে শেষ পর্যন্ত এই প্রতিবেদন পড়ুন।
AI নিয়ে সার্টিফিকেট কোর্স শুরু:
আজকাল সবকিছুতেই কৃত্রিম বুদ্ধিমত্তা বসাতে শুরু করেছে আর সেই কারণে মানুষের লেখাপড়ার আঙ্গিক অনেকটাই বদলে যাচ্ছে। দেশের অন্যতম নামে শিক্ষা প্রতিষ্ঠান খড়গপুর আইআইটি। এই প্রতিষ্ঠানে পড়াশোনা করা খুব একটা সহজ ব্যাপার নয়। যারা সুযোগ পান তারা নিঃসন্দেহে যে কৃতি ছাত্র-ছাত্রী সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না।
চারপাশে যেভাবে কম্পিটিশন বাড়ছে সেসবের কথা মাথায় রেখে এবার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে পড়ার সুযোগ নিয়ে এসেছে আইআইটি খড়্গপুর। টিসিএস আইঅনের সঙ্গে যৌথ ব্যবস্থাপনায় AI নিয়ে সার্টিফিকেট কোর্স শুরু করছে আইআইটি খড়গপুর।
পড়ুয়াদের কর্মক্ষেত্রের জন্য উপযোগী হতে যাতে কোন সমস্যা না হয় সেই কারণেই এই পাঠ্যক্রম চালু করা হয়েছে বলে প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে। এবার আপনাদের ক্লাসের খুঁটিনাটি জানিয়ে দিতে চাই। কোর্সের মেয়াদ হল ৩ মাস আর অনলাইনে সপ্তাহান্তে মানে উইকেন্ডে এই ক্লাস নেওয়া হবে। থিওরি এবং প্র্যাকটিক্যাল- দুরকম ভাবেই পড়াশোনা করানো হবে।
আরো পড়ুন – ১০ ডাউনিং স্ট্রিটের আসন টলে না ল্যারির? প্রধানমন্ত্রী বদলালেও ল্যারি-রাজ কীভাবে অটুট?
পড়ুয়ারা মোট ১০০ ঘণ্টার ক্লাসে পরীক্ষামূলক শিক্ষার মাধ্যমে চাকরি পাওয়ার জন্য উপযোগী হওয়া থেকে শুরু করে বিশেষ অভিজ্ঞতাসম্পন্ন পেশাদারদের সঙ্গে কথোপকথন ইত্যাদি বিভিন্ন বিষয়ের সুযোগ দেওয়া হবে। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে আইআইটি খড়্গপুরের কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল এবং গণিত বিভাগের শিক্ষক এবং টিসিএস আইঅন-এর বিজ্ঞানীরা কোর্সটির ক্লাস নেবেন।
আরো পড়ুন – পৃথিবীর গভীরতম গর্ত কোথায় জানেন? প্রায় ৩২,৮০৮ ফুট গর্ত খনন শুরু করেছেন বিজ্ঞানীরা
এই কোর্স করার জন্য ৪৯৯৮ টাকা জমা দিতে হবে। সেপ্টেম্বরের ২ তারিখ থেকে কোর্স শুরু হবে চলবে ডিসেম্বরের ২ তারিখ অব্দি। আইআইটি খড়্গপুরের তরফে বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়েছে যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠানের কোনও স্নাতক এবং স্নাতকোত্তর পড়ুয়া যদি ভবিষ্যতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কিত বিষয়ে কেরিয়ার গড়তে চান তারা এই কোর্সে আবেদন জানাতে পারবেন।
আরো পড়ুন – কেন চর্চায় ‘রকেট-মানবী’ ঋতু কারিধাল! চন্দ্রযান ৩- এর সফল উৎক্ষেপণ, নেপথ্যে আছে নারী শক্তির হাত?
এছাড়াও ধরুন এল/ এমএল ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছে থাকলেও, প্রাথমিক প্রোগ্রামিং সংক্রান্ত জ্ঞান রয়েছে এবং যাঁরা আইটি ক্ষেত্রে কেরিয়ার গড়তে চান, তাঁরাও আবেদন করতে পারবেন। কোর্স শেষে সার্টিফিকেট দেয়া হবে সেটা তো আগেই বলা হয়েছে। ai4icps.in-তে কিংবা টিসিএস আইঅন-এর অফিসিয়াল ওয়েবসাইটে কোর্সের জন্য আপনি নাম নথিভুক্ত করতে পারবেন।