Breaking Bharat: OTP: দিনে রাতে কাজের মাঝে কতবার ওটিপি লাগে, তাই না? আচ্ছা কী এই ওটিপি?আমরা আজকের যুগে অনেক বেশি করে ডিজিটাল জগতের উপর নির্ভরশীল। তাই আপনাদের নিরাপদ রাখতে সাইবার জগতকে অনেক বেশি করে সক্রিয় ভূমিকা নিতে হচ্ছে। নানা রকম ভাবে নিজের অ্যাকাউন্টকে সুরক্ষিত করার চেষ্টা চলছে। আর সেই চেষ্টা করতে করতেই উঠে এসেছে ওটিপি শব্দ।
ওটিপি “কথাটির মানে কি? (one time password )
ওটিপি কথার ইংরেজী মানে হলো – ‘ONE TIME PASSWORD’ এটা কমবেশি সকলেই আমরা জানি। ওয়ান টাইম পাসওয়ার্ড বলা হয় কারণ এটি শুধুমাত্র একবারই ব্যবহার করা যেতে পারে, এটি দ্বিতীয় বারের জন্য ব্যবহার করা সম্ভব নয়। আসলে এই ওটিপি ব্যবহারের নির্দিষ্ট সময়সীমা রয়েছে।
বিভিন্ন ক্ষেত্রে যা বিভিন্ন রকম। তবে ‘ওটিপি ১০ থেকে ৩০ মিনিট‘ পর্যন্ত স্থায়ী হতে পারে। আপনার অ্যাকাউন্ট, তা ব্যাঙ্কের হোক বা অফিসিয়াল ওয়েবসাইটের, ওটিপি আপনার অ্যাকাউন্টকে নিরাপদ রাখে (one-time password authentication)।
মানে আপনি বলতেই পারেন, কোডটি আপনার অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য নিরাপদ যাচাইকরণ কোড। এটি আসলে একটি এসএমএস । যার সংখ্যা কোড ৪ থেকে ৮ ডিজিট পর্যন্ত হতে পারে। এই ওটিপি ছাড়া আপনি কোনও অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ প্রদান করতে পারবেন না (one-time password for online banking) ।
ধরুন আপনি কোনও অনলাইনে লগ ইন করতে চাইছেন। তখন এই ওটিপি এর মাধ্যমে আপনার মতামত যাচাই করা হয়।এর ব্যবহার অনলাইন ট্রানজাকশান, রিচার্জ এগুলি সুরক্ষিত ভাবে করতে সাহায্য করে। এই ওটিপি পাওয়ার দুটি উপায় আছে। ১) এস এম এস ২) ভয়েস কলিং
আরো পড়ুন- Calculator: ক্যালকুলেটর ব্যবহার করেন ? জানেন কি কীভাবে কাজ করে এই যন্ত্র?
আরো পড়ুন- হঠাৎ মাংস পেশি বা শিরায় টান ধরল, বা রগে টান লাগলে কী করা উচিত?
আরো পড়ুন- Einstein brain: ধন দৌলত চুরি এক জিনিস, তাই বলে বিজ্ঞানী আইনস্টাইনের ব্রেইন চুরি? এও সম্ভব?
এবার কোনটায় আপনি স্বচ্ছন্দ্য দেখে নিয়ে ওটিপি অবশ্যই ব্যবহার করুন আর নিরাপদ থাকুন।