Breaking Bharat: কবি বিদ্যুৎ ভৌমিক এর প্রতিবেদন : কবিতা লেখার ইচ্ছাটা ভেতরে ভেতরে সে-ই ছোট বেলা থেকে চলে আসছে ! ওই বয়সে লেখা গুলো কবিতা হয়ে উঠতো কিনা , সেটা অনুধারণ করার শক্তি কিন্তু আমার ছিলনা ৷ নিয়ম করে লিখতাম,তবে অঙ্কের খাতায় ! ধরা পড়ে গেলে বাবার কাছে ধোলাই খেতাম ! সেটা প্রতিদিনের এক ধরণের রোগ ৷ কিছুতেই কবিতা লেখার পাগলামী মন থেকে যেতো না,সে সময় !
বাবার কাছে প্রচন্ড মার ধোর খেয়েও সে রোগ যেতনা ! যাই হোক,সেই ভালোলাগা রোগ এই ছাপান্ন বছরে এসেও আমাকে ছেড়ে যায় নি ৷ সম্পাদকদের আবদার আমাকে কখনোই ক্লান্তি দেয় না,বরং উৎসাহ পাই ৷ আরও লিখতে ইচ্ছে জাগে ; যখন সেই কবিতা পাঠকদের ভালো লাগাতে পারি ৷ এভাবেই কবিতা যাপন চলে দিনরাত ৷ সবাই ভালো থাকুন , সুস্থ ও নীরোগ থাকুন ৷
বিদ্যুৎ ভৌমিক-১০/০৫/২০২১ শ্রীরামপুর হুগলী
আরো পড়ুন- Poet Bidyut Bhowmick : বিশিষ্ট কবি বিদ্যুৎ ভৌমিক এর নির্জন পাড়ার কবিতা
ধ্রুপদী কবিতা :বুদ্ধিবৃক্ষ এবং প্রত্যন্তের কুচ আঁধার বিদ্যুৎ ভৌমিক
দীর্ঘটানা ঘৃণা ; পোশাকে মননের বিমর্ষ শব্দ ; কপাল খেঁকো চারপাশ পাহাড় চূড়ায় নিছক এভাবে বদলে নেয় অঙ্ক দর্পণ !আমাকে মাখতে হবে কলঙ্ক পাঁক ; ঝুমঝুমির নরম কথায় বধির হবে পাতাল তক্ষক , রোজ সতত ইছায় ভাঙিয়ে নেই সময় হারানো খুচরো পরসা ! অন্দরের ধূসর দেওয়ালে ফোটে আচেনা .নারীর লাস্য উপহাস ! পাৎলুন .ভেজে ঠিক তখনই ঘুমন্তে স্বপ্নদোষে !
এই রাস্তায় ভাগ হয়ে ছিল হদয় , কথা পথ নত ছিল বুদ্ধি বৃক্ষের নিচে , এই রাস্তায় নাটক হয়েছে অনেক ; ভুল উচ্চারণে ! ভেতর থেকে দুঃখ রোগের জীবন হাসে ! কুচ আঁধারে সাদা সকাল প্রতিদিন আমাকে ছোঁয় অসভ্য ইচ্ছায় ৷ এখানে হাত পেতেছি তোর কাছে পাথর হব বলে ; তবুও প্রেম বস্তু হৃদয়ে এঁকেছে স্নান ঘরের নগ্নতা !
পৃথিবী থেকে দূরে সুদীর্ঘ মহাভয় পথ ; শূন্য উড়িয়ে থেমে গেছে নির্জন চরাচর | অলৌকিক ভয় ভয় কঠিনতম মনের ভেতর বুকের মধ্যে একটাই রাত ,বহু কষ্ঠে কিনেই দেখি ! ব্যক্তিগত রাস্তাটাও চাঁদ হারানো কুচ আঁধার,বিচ্ছিরি প্রান্তর !
আরো পড়ুন- Poet Bidyut Bhowmick : বিশিষ্ট কবি বিদ্যুৎ ভৌমিক এর কলমে একটি সহজ সত্য কাব্যিক উচ্চারণ
হাত ঘড়িটা ঠিক ছিল পঁচিশটা জন্মের পর,তবুও মুছে নিতে হয় স্মৃতি সময়ের ছায়াবৃতাকে ! এই ভাবে ছেনে নিতে পারি অন্যমনস্ক অসুখ আমিতো সঠিক তিন হাত মাটির ভেতর , সেখানে নির্ঘুম আমার কেনা একটা আকাশ ! দেওয়ালে কথার দাগ কেটে বাতিল হয়ে ছিল এক থালা কবিতার স্তবক , ভেতর গুনিনের বাণে ক্ষত হতে হতে উষ্ণ হই নরম দেহের চারপাশে ! এ কী কথা ; কাল গুনে স্বরান্তরে মৃত্যুর দিনাঙ্ক হিসাবে !
এ কী মন ; হাত পেতে সাড়ে দশটায় পাই প্রথাগত ভাসমান পট ৷ অথচ সমস্ত ভেতরে নৈঃশব্দের কাছাকাছি চুপ হয়ে জেগে থাকে আমার গভীরের কঙ্কাল !
আরো পড়ুন- Poet Bidyut Bhowmick : কবি বিদ্যুৎ ভৌমিক এর কলমে দুটি আন্তর্জাতিক মানের কবিতা
শেষ বেলায় যজ্ঞে বসে সোজা রাস্তায় মুক্তিমূল্য পাইনি ! বেমালুম নির্ঘুম ক্ষণকাল ; বুক বেঁধে চলেছে ঈশ্বর ,
এমনি ভাসমান ; তবু উচ্চারণে অনেক জ্বালা ! কি হবে অন্য কোনো প্রার্থনা ! পায়ে পায়ে ঘুরে আসা জমিন ও আশ্মান ৷ ছুঁয়েছি আদী সত্য স্পষ্টতর আঁকাবাঁকা সিঁড়ির উপমা !!
লেখনীকাল ২৪/০৪/২০১৫স্থান :~ কবির বাসগৃহ,ছায়ানীড় – শ্রীরামপুর , হুগলী