Breaking Bharat : অশোকনগর পৌরসভায় উপ পৌর প্রশাসক এর ঘরের দরজায় বড় বড় করে নাম লেখা রয়েছে উপ প্রশাসক অতীশ সরকার , প্রশাসক মন্ডলীতে থেকে মানুষের জন্য যা কাজ করার তিনি করছেন।
কিন্তু তারই মাঝে এক অন্য ছবি ধরা পরল আমাদের ক্যামেরায়, এক মুমূর্ষ রোগীকে নিজেই এম্বুলেন্স চালিয়ে নিয়ে গেলেন হাসপাতালে। পরবর্তীতে আমাদের ক্যামেরার সামনে তিনি জানান এই কাজ তিনি একদিন বা দুদিন ধরে করছেন না দীর্ঘদিন ধরেই করছেন মানুষের সাহায্যে সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে এ।
যখন অ্যাম্বুলেন্সের চালক থাকেনা তখন কোন রোগীর প্রয়োজন হলে নিজেই এম্বুলেন্স চালিয়ে নিয়ে চলে যান (Drive the ambulance yourself) । সামাজিক সংগঠন তৈরি করেছিলেন মানুষের সেবার জন্য আর সেই সামাজিক সংগঠন এ বারাসাত লোকসভার সাংসদ কাকলি ঘোষ দস্তিদার (Kakoli Ghosh Dastidar) একটি অ্যাম্বুলেন্স প্রদান করেছিলেন সেই এম্বুলেন্স দিয়েই মানুষের সাহায্যে এগিয়ে আসেন। বাবার অনুপ্রেরণা থেকেই মানুষের পাশে থাকার ইচ্ছা।
সব সময় মানুষের জন্য কাজ করেন এমনটাই জানালেন আমাদের। করোনা আবহে একাধিক করোনা রোগীকে হাসপাতালে নিয়ে গেছেন পরবর্তীতে নিজেও করণা আক্রান্ত হয়েছেন এমনটাই জানালেন আমাদের। শুধু অ্যাম্বুলেন্স চালক হিসেবেই নয় পাশাপাশি পৌরসভার উপ প্রশাসক পদে থেকে মানুষের জন্য সবসময় কাজ করে যাচ্ছেন তিনি।
তিনি জানান বেশিরভাগ ক্ষেত্রে রাতে তিনি রোগী নিয়ে যান রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে মানুষ বিপদে পড়লে তার কাছে আসলে না বলতে পারেন না । 10 বছর ধরে অশোকনগর পৌরসভা 12 নম্বর ওয়ার্ডে তিনি জনপ্রতিনিধি ছিলেন আগামী দিনে তিনি জনপ্রতিনিধি বা উপ প্রশাসক না থাকলেও মানুষের জন্য এই ধরনের কাজ করবেন এমনটাই জানালেন আমাদের।
উপ প্রশাসকের এহেনো কাজে খুশি অশোকনগরে বাসিন্দারাও আমরা কথা বলেছিলাম অশোকনগরের বাসিন্দা যুবক কৌশিক গুহের সাথে তিনি আমাদের ক্যামেরার সামনে জানিয়েছেন তিনি ছোটবেলা থেকে বর্তমানের অশোকনগর কল্যাণগড় পৌরসভার উপ পৌর প্রশাসকে সামাজিক কাজকর্ম করতে দেখেছেন। তারা এই কাজে আমরা অশোকনগরের সকল বাসিন্দারা খুশি তিনি আমাদের আগামী প্রজন্মের কাছে অনুপ্রেরণা।