Ola Electric Bike: বাইক চুরির ভয় পাচ্ছেন? উৎসবের মরশুমে আশঙ্কা আরো বাড়ছে? আপনার ভয় দূর করতে এল Ola Electric Bike!
প্রত্যেকদিন মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করার পর একটু একটু করে টাকা জমিয়ে শখের বাইক কেনেন আপনি। তার সঙ্গে রয়েছে তিন বছরের ইএমআই এর জ্বালা। প্রতিমাসের শেষ সপ্তাহ থেকে শুরু হয়ে যায় টেনশন। এত কিছু পর যদি আবার সাধের বাইক চুরি হয়ে যাবে এই আশঙ্কা থাকে তাহলে তো মহা সমস্যা।
বাইক চুরি নিয়ে ভয়ে কাটাবেন কিভাবে?
সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা সম্প্রতি ওলার ইলেকট্রিক বাইকের ঝলক দেখার পর আর অন্য কিছু ভাবতেই পারছেন না। বেশি একটা উন্মাদনা তৈরি হয়েছে। তাহলে আপনাদেরকে জানিয়ে দিই এই বাইকের একটা অন্যতম গুরুত্বপূর্ণ ফিচার হলেও চুরি যাওয়ার ভয় নেই!
বাইক প্রেমীরা নিজেদের গাড়ি থাক বা না থাক সারাক্ষণ কি কি নতুন মডেল বাজারে এলো সেটা নিয়ে খোঁজ খবর করতে থাকেন। এটা একটা ভালো লাগা থেকে তৈরি হয়। ‘ওলার ইলেকট্রিক বাইক রোডস্টার‘ প্রতিযোগীদের কড়া টক্কর দিতে তৈরি। যে ভিডিও প্রকাশ্যে এসেছে তাতেই ফিচারস এবং স্পেসিফিকেশনের কথা বড় বড় করে উল্লেখ করা হয়েছে।
সেই সম্পর্কে আপনাদের জানাবো।নয়া এই বাইকে ২.৫ কেডাব্লিউএইচ ক্ষমতার একটি বৈদ্যুতিক মোটর রয়েছে। আজকের আলোচ ভ্যারিয়েন্টটি প্রতি ঘন্টার গতিতে মাত্র ২ সেকেন্ডে ০-৪০ কিলোমিটার চলতে পারে।সর্বোচ্চ গতি ১২৬ কিলোমিটার/ ঘন্টা।ভারতীয় মার্কেটে সম্প্রতি ‘ওলা রোডস্টার‘ আপাতত তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে যেমন – রোডস্টার এক্স, রোডস্টার এবং রোডস্টার প্রো।
আরো পড়ুন – Bajaj Freedom 125: ‘বিশ্বের প্রথম সিএনজি বাইক’ লঞ্চ করেছে, বাজাজের এই CNG বাইক দেখলে মাথা ঘুরে যাবে!
এই বাইকের অন্যতম দুর্দান্ত ব্যাটারি, দ্রুত চার্জিং এর সুবিধা, ৭-ইঞ্চি স্মার্ট ডিজিটাল ডিসপ্লে, স্মার্ট সংযোগ এবং জিপিএস নেভিগেশনের সুবিধা। এছাড়া শক্তিশালী বৈদ্যুতিক মোটরের কথা তো আগেই বলেছি। এই যে ডিজিটাল ডিসপ্লের কথা বলা হল , সেই সম্পর্কে একটু জানানো যাক। এটা ৭-ইঞ্চি টিএটি টাচস্ক্রিন ডিসপ্লে। পাশাপাশি রয়েছে ডায়মন্ড-কাট অ্যালয় হুইল, এলইডি প্রজেক্টর হেডল্যাম্প।
শুরুতেই বাইক চুরির ব্যাপারে একটা তথ্য দেওয়া হয়েছিল। এবার সেই সম্পর্কে বিস্তারিত জানানো যাক। বাইক ট্যুরে যাওয়ার ভয় থেকে মুক্তি দিতে ওলা রোডস্টারে ক্রুজ কন্ট্রোল এবং চুরি বা টেম্পারিং থেকে সুরক্ষার জন্য একটি ডিভাইসও লাগানো হয়েছে। সামনে এবং পিছনে ডিস্ক ব্রেক তো আছেই। তিনটি ভ্যারিয়েন্টের মধ্যে রোডস্টার হল মিড রেঞ্জ ভ্যারিয়েন্ট।
আরো পড়ুন – Facebook: ফেসবুকে ভুয়ো প্রোফাইল! ফেসবুকে ক্লোন প্রোফাইলের হাত থেকে বাঁচবেন কীভাবে?
এবার দামের প্রসঙ্গে আসা যাক (Ola Electric bike Roadster price)। ওলার ৩.৫ কেডাব্লিউএইচ ভ্যারিয়েন্টের এক্স-শোরুম দাম ১ লক্ষ ০৪ হাজার ৯৯৯ টাকা থেকে শুরু। ৪.৫ কেডাব্লিউএইচ ভ্যারিয়েন্টের এক্স-শোরুম প্রাইস ১ লক্ষ ১৯ হাজার টাকা থেকে। ৬ কেডাব্লিউএইচ ভ্যারিয়েন্টের এক্স-শোরুম দাম হলো ১ লক্ষ ৩৯ হাজার ৯৯৯ টাকা । এগুলো সবই স্টার্টিং প্রাইস। রোডস্টার বাইকের ডেলিভারি ২০২৫-এর মার্চ থেকে শুরু হবে। মাত্র ৯৯৯ টাকায় আজই বুক করে রাখতে পারেন।